পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৌকাড়বি। "రిసిరి অষ্টম সংখ্যা। ] ভাবিতেছেন বই কি ! কিন্তু ডাক্তার . বলিয়াছে, ভাবনার কোনো কারণই নাই ।” যাহা হউক, অভ্যস্ত উল্লাসের মুখে কল্পনার পূর্ণ উচ্ছ্বাসে বাধা পাইয় রমেশের মনট। ৰিকল হইয় গেল । সে ভাবিতে লাগিল, তাছাদের মিলনে যেন একট দৈবের ব্যাঘাত আছে । এমনসময় রমেশের বাংলা হইতে উমেশ আসিয়া উপস্থিত হইল। এখানকার অস্ত: পুরে তাহার গতিবিধি ছিল। এই বালকটাকে শৈলজা স্নেহ ও করিত। বাড়ীর ভিতরে শৈলজার ঘরের মধ্যে সে প্রবেশ করিতেছে দেখিয়া উমির ঘুম ভাঙিবার আশঙ্কায় শৈল তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিল । উমেশ জিজ্ঞাসা করিল – “মা কোথায় মাসিম !” শৈল বিস্মিত হুইয়া কহিল—“কেন রে, তুই-ত কাল তাহাকে সঙ্গে লইয়া ও বাড়ীতে গেলুি । সন্ধ্যার পর আমাদের লছমনিয়াকে ওখানে পাঠাইবার কথা ছিল, খুকির অসুখে তাহা পারি নাই । উমেশ মুখ মান করিয়া কহিল— “ও ৰাড়ীতে ত তাহাকে দেখিলাম না!" শৈল ব্যস্ত হইয়া কহিল, “সে কি কথা । কাল রাত্রে তুই কোথায়ু,ছিলি ?”. উমেশ । আমাকে ত মা থাকিতে দিলেন না। ও বাড়ীতে গিয়াই তিনি আমাকে সিধুৰাবুদের ওখানে যাত্রা শুনিতে পাঠাইয়াছিলেন ! - শৈল। . তোরও ত বেশ জাক্কেল দেখি-, एउहि ! विश्ण dकोषाद्र हिण ! o উমেশ। বিষণ ত কিছুই বলিতে পারে না। কাল সে খুব তাড়ি খাইয়াছিল। . শৈল। যা, যা, শস্ত্র বাবুকে ডাকিয়া” আন । a o 尊 বিপিন আসিতেই শৈল কহিল—“ওগো, এ কি সৰ্ব্বনাশ হইয়াছে !” বিপিনের মুথ পাংশুবর্ণ হইয়া গেল। সে ব্যস্ত হইয়া কহিল, “কেন, কি হইয়াছে ?” শৈল । কমল কাল ও বাংলায় গিয়াছিল, তাহাকে ত সেখানে খুজিয়া পাওয়া যাইতেছে না ! বিপিন ! আসেন নাই ? শৈল । না গো ! উমিয় অমুখে আনাইব মনে করিয়াছিলাম, লোক কোথায় ছিল ? রমেশবাবু কি আসিয়াছেন ? বিপিন । বোধ হয়, ও বাংলায় দেখিতে না পাইয়া তিনি ঠিক করিয়াছেন, কমলা এখানেই আছেন। তিনি ত আমাদের এখানেই আসিয়াছেন । শৈল । যাও যাও, শীঘ্ৰ যাও, তাহাকে লইয়। খোজ কর’গে । উমি এখন ঘুমাইতেছে—সে ভালই আছে। বিপিন ও রমেশ আবার সেই গাড়িতে উঠিয়া বাংলায় ফিরিয়া গেল এবং বিষণকে লইয়া পড়িল। অনেক চেষ্টায় জোড়াতাড়া দিয়া ঘেটুকু খবর বাহির হইল, তাহা এই ঃ--কাল বৈকালে কমলা একলা গঙ্গার ধারের অভিমুখে চলিয়াছিল । •ৰিষণ তাহার সঙ্গে . যাইবায় প্রস্তাব করে, কমলা তাহার হাতে একটা টাকা দিয়া তাহাকে নিষেধ করিয়া ফিরাইয়া” দেয় । তিনি কি কাল রাত্রে এখানে