পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯২ • ডাকিল, “কমলা !” - কোথাও কোনো সাড়া পাইল না। বাহিরের বাগানে.নিমগাছতলা পর্যাস্ত ঘুরিয়া আসিল, রান্নাঘরে, চাকরদের ঘরে, আস্তাবলম্বরে সন্ধান করিয়া আসিল, কোথাও কমলাকে দেখিতে পাইল না । তখন রৌদ্র উঠিয়া পড়িয়াছে—কাকগুল৷ ডাকিতে আরম্ভ করিয়াছে, এবং বাংলার ইদার হইতে জল লইবার জন্ত কলস মাখায় পাড়ার মেয়ে দুইএকজন দেখা দিতেছে । পথের ওপারে কুটারপ্রাঙ্গণে কোনো পল্লীনারী বিচিত্র উচ্চস্বরে গান গাহিতে গাহিতে জাতীয় গম ভাঙিতে আরম্ভ করিয়াছে । রমেশ বাংলাঘরে ফিরিয়া-আসিয়া দেখিল, বিষণ পুনরায় গভীর নিদ্রায় নিমগ্ন। তখন সে নত হইরা দুই হাতে খুব করিয়া বিষণকে ঝাকানি দিতে লাগিল—দেখিল, তাহার নিশ্বাসে তাড়ির প্রবল গন্ধ ছুটিতেছে । ঝাকানির বিষম বেগে বিষণ অনেকট৷ প্রকৃতিস্থ হইয়া ধড়ফড় করিয়া উঠিয়া দাড়াইল । রমেশ পুনৰ্ব্বার জিজ্ঞাস করিল - “বহুজি কোথায় ?” বিষণ কহিল—“বহুজি ত আছেন ?” রমেশ । কই, ঘরে কোথায় ? বিষণ। কাল ত এখানেই আসিয়াছেন ? রমেশ। তাহার পূরে কোথায় গেছেন ? * ● বিষণ ই করিয়া রমেশের মুখের দিকে তাকাইয়া রহিল। . এমন সময়ে খুব চওড়াপাড়ের এক বাহারে ধুতি পরিস্থা চাদর উড়াইয়া রক্তবর্ণচক্ষু উমেশ আসিয়া উপস্থিত হইল। রমেশ ঘরেই , बक्रलर्थन । [ ৪র্থ বর্ষ, অগ্রহায়ণ । তাহাকে জিজ্ঞাসা করিল, “উমেশ, তোর মা কোথায় ?” উমেশ কহিল, ७२üüनशे ठाi८छ्न ।" রমেশ জিজ্ঞাসা করিল—“তুই কোথায় ছিলি ?” উমেশ কহিল - “আমাকে মা কাল বিকালে সিধুবাবুদের বাড়ী যাত্রা শুনিতে পাঠাইস্নাছিলেন ।” & গাড়োয়ান আসিয়া কহিল, “বাৰু, আমার ভাড়া ?” রমেশ তাড়াতাড়ি সেই গাড়িতে চড়িয়া একেবারে খুড়ার বাড়ীতে গিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া দেখিল, বড়ীমুদ্ধ সকলেই যেন চুঞ্চল। রমেশের মনে হইল, কমলার বুঝি কোনো অসুখ করিয়াছে । কিন্তু তাছ নহে । কাল সন্ধ্যার কিছু পরেই উম। হঠাৎ অত্যন্ত চীৎকার করিয়৷ কাদিতে আরম্ভ করিল এবং তাহার মুখ নীল ও হাত-পা ঠাও। হইয়া পড়ায় সকলেই অত্যন্ত তয় পাইয়। গেল। তাছার চিকিৎসা লইয়া কাল বাড়ীমৃদ্ধ সকলেই ব্যতিব্যস্ত হইয়াছিল । সমস্ত রাত কেহ ঘুমাইতে পায় নাই । রমেশ মনে করিল, উমির অসুখ হওয়াতে নিশ্চয়ই কাল কমলাকে এখানে আনানে। হইয়াছিল। বিপিনকে কহিল—“কমল তা হইলে উfমকে লই। धूदहें ऊंविध रुहेबाँ আছে!” কমলা কাল রাত্রে এখানে আলিয়াছিল কি না, বিপিন তাহ নিশ্চয় জানিত ন—তাই বুমেশের কথা একপ্রকার যা দিম্ব কৰিল, "ছ, তিনি উমিকে যেরকম ভালবাসেন, খুর “মা ত কাল হইত্তে