পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা। ] নৌকাডুবি, అలివసి রমেশ । তাহার কোথায় গেছেন জানেন ? • চন্দ্রমোহন । সে খবর ত বলিতে পারি না, পশ্চিমে গেছেন এই জানি। রমেশ । কে কে গেছেন মশায় ? চন্দ্র । অন্নদাবাবু আর তার মেয়ে । রমেশ । ঠিক জানেন, তাছাদের সঙ্গে আর কেহ যান নাই ! চন্দ্র। ঠিক জানি বষ্ট কি : যাইবার সময় ও আমার সঙ্গে দেখা হইয়াছে । তথন রমেশ ধৈর্যারক্ষায় অক্ষম হইয়া কহিল -“আমি একজনের কাছে খবর পাইয়াছি, নলিনবাবু বলিয়। একটি বাৰু তাহ দের *সঙ্গে গেছেন।” চন্দ্র । ভুল খবর পাইয়াছেন। নলিনবাবু আপনার ঐ বাসাটাতেই দিনকয়েক ছিলেন । ইহার যাত্র করিৰার দিনদুইচার পূৰ্ব্বেই তিনি কাশীতে গেছেন । রমেশ তখন এই নলিনবাধুটির বিবরণ ওল্প করিয়া-করিয়া চন্দ্রমোহনের কাছ হইতে বাহির করিল । ইহার নাম নলিনাক্ষ চট্টো, পাধ্যায় । শোনা গেছে, পূৰ্ব্বে রংপুরে ডাক্তারি করি-তন, এখন নাকে লইয়া কাশীতেই আছেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। জিজ্ঞাসা করিল “যোগেন এখন কোথায় আছে বলিতে পারেন ?” চন্দ্রমোহন খবর দিল, যোগেন্দ্র ময়মনসিঙের একটি ১ মিদারের স্থাপিত হাই-স্কুলের হেডমাষ্টারপদে নিযুক্ত হইয়া বিশাইপুরে গিয়াছে । চুক্ৰমোহন জিজ্ঞাসা করিল -“রমেশবাবু, আপনাকে ত অনেকদিন দেখি নাই—আপলু এতকাল কোথায় ছিলেন ?” রমেশ আর গোপন করিবার কারণ দেখিল নf-সে কহিল, "প্র্যাকুটস্ করিতে গাজিপুরে গিয়াছিলাম।” .* চন্দ্র । এখন তবে কি সেইখানেই থাকা হইবে ? রমেশ । না, সেখানে আমার থাকা হইল না—এখন কোথায় যাইব, ঠিক করি নাই । রমেশ চলিয়া যাইবার অনতিকাল পরেই অক্ষয় আসিয়া উপস্থিত হুইল । যোগেন্দ্র 5लिम्नां शाश्वांब्र मृभम्र, भांप्द मां८३ ऊांझांप्लव्र বাড়ীর তত্ত্বাবধানের জন্ত অক্ষয়ের উপর ভার দিয়া গিয়াছিল । অক্ষয় যে ভার গ্রহণ করে, তাহা রক্ষা করিতে কখনো শৈথিল্য করে না —তাই সে হঠাৎ যখন তখন আসিয়া দেখিয়া যায়, বাড়ীর বেহার-দুজনের মধ্যে একজনও হাজির থাকিয়া খৰরদরি করিতেছে কি না। চন্দ্রমোহন তfহাকে কহিল, ‘রমেশবাবু এই থানিকক্ষণ হইল এখান হইতে চলিয়া গেলেন ।” অক্ষয় বলেন কি ? কি করিতে আসিয়া ছিলেন ? • চন্দ্র । তাহা ত জানি না। আমার কাছে অন্নদা বাবুদের সমস্ত খবর জানিয়া লইলেন। এমন রোগ হইয়া গেছেন, হঠাৎ র্তাহীকে চেনাই কঠিন—যদি বেহরোকে না ডাকিতেন, আমি চিনিতে পারিতাম না ।. অক্ষয় । এখন কোথায় থাকেন, খৰর পাইলেন ? @ চন্দ্র । এতদিন গ্লাজিপুরে ছিলেন— এখন সেখান হইতে উঠিয়া আসিয়াছেন, কোথায় থাকিবেন, ঠিক কৰুি বলিতে পারূিলেন না । 驗