পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা । ] রেডিয়ম্। "8) cāfs (Pitch-blende)-ataw · Stx.নিয়ম্মিশ্রিত একপ্রকার আকরিক পদার্থের রশ্মিবিকিরণশক্তির আধিক্য আবিষ্কৃত হওয়ায় অধ্যাপক বেকেরেলের পূৰ্ব্বোক্ত সিদ্ধান্তের উপর কিঞ্চিৎ সন্দেহ উপস্থিত হইয়াছিল। বিশ্লেষ করিলে পিচুবুেণ্ডিতে ইউরেনিয়ম্ তো অতি অল্পই পাওয়া যায় —তবে পিছবুেণ্ডি হইতে কি প্রকারে বিশুদ্ধপ্রার ইউরেনিয়ম্বিচ্ছুরিত রশ্মি অপেক্ষা ও প্রচুর রশ্মি বহির্গত হয় ? রশ্মিনিৰ্গমনকার্য্যে বিশুদ্ধপ্রায় ইউরেনিয়ম্ ও তাহারই যৌগিক পিচবুেণ্ডির এই সামঞ্জস্ত দেখিয়া, অধ্যাপক •ক্যরি ( Curie ) ও তাহার বিদুষী পত্নী পদার্থটি লইয়া কিছুদিন পরীক্ষা করিয়াছিলেন ; এবং শেষে ইউরেনিয়ম্ ব্যতীত আর কোন মৌলিকধাতুর মিশ্রণদ্বারা উছার রশ্মিবিকিরণশক্তির আধিক্য জন্মায় বলিয়া সিদ্ধাস্ত হইয়াছিল। পিচ বুেণ্ডি-স্থিত ইউরেনিয়মে, কারিদম্পতি এই প্রকারে যে নুতুন ধাতুর লক্ষণ দেখিয়াছিলেন, এই সময়ে vtatè cafù¥¥(Radium^-atra afëfë হইরাছিল। T ইহার পর এই নূতন ধাতুর বিষয় অধিক কিছু জানা যায় নাই। পদার্থটির গুরুত্ব অত্যন্ত অধিক, এবং তাহা হইতে রাজেন্‌রশ্মির অনুরূপকোন একুপ্রকার রশ্মি বিকিরিত হয়, কেবল ইহাই জােনা ছিল। কিন্তু রসারনবিদগণ নিশ্চিস্ত ছিলেন না, পদার্থটির রশ্মিবিকিরণশক্তির মুলকারণ আবিষ্কারের জন্ত অনেক পরীক্ষাদি চলিতেছিল। সম্প্রতি প্রসিদ্ধ বৈজ্ঞানিৰ অধ্যাপক ক্রুক্স (Crookes) দীর্ঘকালব্যাপী গবেষণার ফলে রেডিয়ামের আরো কতকগুলি বিস্ময়কর ধৰ্ম্মের পরিচয় পাইয়াছেন। এই সকল অদ্ভুতশক্তির মুল কারণ আবিষ্কার দূরের' কথা, পদার্থ প্রত্যেক কাৰ্য্যে পরিজ্ঞাত প্রাকৃতিক নিয়মের বিরোধ দেখিয়া বৈজ্ঞানিকমাত্রেই অবাক छ्हेब्रां श्रक्लिष्ट्रां८छ्न । ক্রুক্সসাহেব ব্যতীত অধ্যাপক রদারtwfé ( Rutherford y s R2 fią grijg=বিৎ সার উইলিয়ম্ র্যাম্জে প্রমুখ আরো কয়েকজন বৈজ্ঞানিক আজকাল রেডিয়ম্ লইয়া পরীক্ষা করিতেছেন। ইহাদের সমবেত পরীক্ষায় জানা গিয়াছে, -এই অদ্ভুত পদার্থটি হইতে এত তাপ অবিশ্রাস্ত নিৰ্গত হইতে থাকে যে, তদ্বারা তাহার সমান ওজনের বরফ অতি অল্পকালমধ্যে গলিয়া যাইতে পারে, কিন্তু এই অবিরাম তাপক্ষয়ের জন্ত তাহার শক্তিভাণ্ডারের অণুমাত্র ক্ষয়ের লক্ষণ দেখা যায় না । তা ছাড়া, কোন একটি বস্তুকে ক্ষণকালের জন্ত রেডিয়ুমের সংস্পর্শে রাখিলে, সেটিকেও রেডিয়মের ন্যায় রশ্মিবিকিরণক্ষম হইতে দেখা গিয়াছে। অবশু এই রশ্মিবিকিরণক্ষমতা তাহার স্থায়ী ধৰ্ম্ম হয় না। এই রশ্মি ব্যতীত, রেডিয়মের অারে, কয়েকটি রশ্মি আবিষ্কৃত হইয়াছে। ইহাদের প্রত্যেকটিরই কাৰ্য্য অত্যস্ত আশ্চৰ্য্যজনক । কোনটি সেকেণ্ডুও ১২০,০০০ মাইল বেগে এবং কেহ ঐ সময়ে-১৬০০০ হাজার মাইল ছুটিয়া পদার্থটি হইতে বাহির হইয়া পড়ে, স্বচ্ছ-মুস্বচ্ছ কোন বস্তুই রশ্মিপন্থ অবরুদ্ধ করিতে পারে না । কুকুস্সাহেব অণুপ্রমাণ এককণ৷ রেডিয়ম্ কিয়ৎকালের জন্ত, পকেটে রাখিয়াছিলেন,—তাহার কোন একপ্রকার