পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবাহযাত্রী । [ ছবি ] দেখলাম একটা যাচ্ছে বিয়ে সমারোহে রাস্তা দিয়ে ।--- রাস্তার ক্ষুধার চলেছে দুই এসেটেলিন ল্যাম্পের সারি ; প্রথমত ঢোল ও কাশী, - তাহার পরে দম্ফ বঁাশী, তাহার পরে গোয়ার বাস্ত, তাহার পরে সানাইদারি ;– বাণী, সানাই, ঢঙ্ক, ঢোল, কচ্ছে মিলে হট্টগোল ; সবই আছে, নাইক কেবল মৃদঙ্গ ও হরিবোল ! একটি যুবা—স্থগৌর, হ্রস্ব, চড়ে একখান চতুরখ মশগতি "ফেটিনাখ্য' বানে, যাচ্ছেন সগৌরৰে;— অতি স্বপ্রসন্ন মূৰ্ত্তি ; পরনে তার রেশমি কুৰ্ত্তি, রেশমি ধুতি, জরির টুপি ; -বয়স বছর পচিশ হবে – সুবিস্তৃতপরিসর, cशन दिका मशैश्ब्र, কিম্বা ইন্দ্র ঐরাবতে ;—তিনি হচ্ছেন ৰিয়ের বর। পিছনে তার, ইতস্তত, ধূমকেতুর লেজের মত,— আসছে নানাবিধ শঙ্কট অল্পৰিস্তর অন্ধকারে ; তাতে বরযাত্রিবর্গ— ( তার মাত্র উপুর্ণ) এ কার্ধ্যে প্রকারাস্তরে সমুৎসাহ দিতে র্তারে।