পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3象· এই সভায় রাবণের অতুল ঐশ্বৰ্য্যও বিপুল প্রভাপ দেখিয়া হনুমান বিস্মিত হইয়াছিলেন, কিন্তু ষেরূপ নির্গকভাবে তিনি রাবণকে ধৰ্ম্ম সঙ্গত উপদেশ দিয়াছিলেন, সেই উপদেশ অবহেলা করিলে লঙ্কার ভাবী বিনাশ অবশুম্ভাবী, ইহ। স্পষ্টরূপে নির্দেশ করিয়া রাবণপ্রদত্ত মৃত্যুদণ্ডের জন্য যেরূপ অবিচলিত সাহসে তিনি দাড়াইয়া ছিলেন—তাহাতে আমরা তাহার কর্তব্য-কঠোর স্কটলসঙ্কল্পারূঢ় মূৰ্ত্তির আভাস পাইরা চমৎকৃত হই । তিনি ত্রিলোকবিজয়ী সম্রাটের সম্মুখে ধৰ্ম্মের কথা ধৰ্ম্মযাজকের মত কহিয়tছিলেন,--- পরিণামদর্শী বিজ্ঞের দ্যায় ভবিষ্যতের চিত্র আঁকিয়া দেখাইয়াছিলেন এবং ফলাফল তুচ্ছ করিয়া কৰ্ত্তব্যনিষ্ঠার দৃঢ়ভিত্তিতে বীরের ন্যায় দাড়াইয়া ছিলেন,— ক্রুদ্ধ রাবণ যখন তাহার উপর মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করিল, তখনও তাহায় উজ্জল উদ্ধগ্ররূপ অবিচলিত ছিল,—তাহার প্রশস্ত ললাট একটুও ভয়কুঞ্চিত হয় নাই। বিভীষণের উপদেশে তাহার অপর প্রকার দণ্ডের ব্যবস্থা হইল । হনুমান যখন সাগর অতিক্রম করিয়৷ র্তাহার-পথপ্রেক্ষী বানরমগুলীর নিকট সীতার ংবাদ লইয়া উপস্থিত হইলেন, তখন সেই নিরাশাবিশীর্ণ মৃতকল্প কপিকুল এক বিশাল ' আনন্দর্কলরবে জাগিয়া উঠিল, তাহার নাচয়-গাহিয়৷ তাহার অভ্যর্থন করিল। 徽、 ইছুমান বহুকষ্ট সহ করিয়া কৰ্ত্তব্য সমাধা করিয়াছিলেন। আজ একদিনের জন্ত বন্ধুগণের সঙ্গে জানল উৎসবেযোগদান করিলেন,-সেই জানন্দোচ্ছ্বাসে সমুদ্রের উপকুল টলমল করিতে वत्रैमलने । [ ৪র্থ বর্ষ, বৈশাখ । লাগিল। মুগ্ৰীলের আদেশ-রক্ষিত মধুবনে যাইয়৷ তাহার একটি প্লাৰন বা ঘূর্ণাবর্তের ন্যায় পতিস্ত হইল, মধুবন প্রহরী দধিমুখ বানর তাহাদিগকে বাধা দিতে যাইয়া প্রহারজর্জরিতদেহে পলায়ন করিল। " . তখন হনুমান একদিনের জন্য বন্ধুজনের সঙ্গে মধু খাইয়া উন্মত্ত হইলেন। সকলে মিলিয়া তাহারা উৎসবের দিন কি ভাবে কাটাইয়াছিল, বাল্মীকি তাহা বিস্তৃত ভাবে বর্ণন করিয়াছেন । “গায়ন্তি কেচিৎ প্রহসস্তি কেচিৎ মৃত্যস্তি কেচিৎ প্রশমস্তি কেচিৎ "— ‘কেহ গান করিতে লাগিল, কেছ হাসিতে লাগিল, কেহ নাচিতে লাগিল, কেহ বা প্রণাম করিতে লাগিল।’ হনুমান লঙ্কায় শুধু সীতাকে দেখিয়া আইসেন নাই ; তিনি রামকে লঙ্কার যে সকল অবস্থ: জানাইয়াছিলেন, তাহতে डंोश्ात्र ऋश्वभूष्टि रक्रिङ झ्हेब्राप्छ् । श्श्मान् জিজ্ঞাসিত হইয়া রামকে লঙ্কাসম্বন্ধে বলিয়াছিলেন, “লঙ্কাপুরী হস্তী, অশ্ব ও রথে পূর্ণ, উহার কপট দৃঢ়বদ্ধ ও অর্গলযুক্ত, উহার চতুদিকে প্রকাও চারিটি দ্বার আছে। ঐ দ্বারে বৃহৎ প্রস্তর, শর ও যন্ত্ৰসকল সংগৃহীত রহিয়াছে । উপস্থিত হইবামাত্র প্রতিপক্ষসৈন্ত তদ্বাজ নিবারিত হইয়া থাকে। ঐ দ্বারে ঘন্থসজ্জিত ८णांश्धग्न *उ *उ *उघ्नी ख्यां८छ् । जकांब्र চতুর্দিকে স্বর্ণপ্রাচীর, উহা মণিরত্নখচিত ও দুর্লঙ্গ্য। উগর পরই . একটি ভয়স্কর পরিখা আছে।- উহা অগাধ ও নকক্টরপূর্ণ। প্রত্যেক ধারে একএকটি