পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'প্রথম সংখ্যা। ] কিন্তু হনুমানকে নিকটবৰ্ত্তী দেখিয়৷ রাবণক্ৰমে সীতা আতঙ্কিত হইলেন ; তাহার কুন্দগুত্ৰ অঙ্গুলি গুলি অশোকের শাখা ছড়িয়া দিল ; তিনি দাড়াইয় ছিলেন, ভয়ে অবসক্স হইয়া পড়িলেন ; সেই ভয়ের মধ্যেও তিনি একটু আনন্দ পাইয়াছিলেন, একএকবার মনে করিতেছিলেন, ইহাকে দেখিয়া আমার চিত্ত হৃষ্ট হইতেছে কেন ? হনুমান তখন তাহার প্রতীতির জন্ত রামের সমস্ত ইতিহাস তাহাকে শুনাইলেন - গ্রামবর্ণ রাম এবং “সুবর্ণচ্ছবি” লক্ষ্মণের দেহসৌষ্ঠব সমস্ত বর্ণন করিলেন—তখন সীতার বিশ্বাস হইল, হনুমান রামের দূত। বিপংসমুদ্রে পতিত সীতা সেই শেষরাত্রে যেন কুল পাইলেন,—আশার নক্ষত্র কালরজনী ভেদ করিয়া কিরণদান করিল। কাদিতে কাদিতে সীতা হনুমানকে শতশত প্রশ্ন করিলেন, রামের কার্য্যকলাপ, তাহার অভিপ্রায়-সমস্ত জানিয়া সীতা পুলকাশ বর্ষণ করিতে লাগিলেন। হকুমানের নিকট রামের নামাঙ্কিত অঙ্গুরীয়ক ছিল—তাহ। তিনি অভিজ্ঞানস্বরূপ আনিয়াছিলেন ; কিন্তু এ পর্য্যন্ত তিনি তাহ দেন নাই। সাধারণ দুত সেই অঙ্গুরীয়ক দ্বারাই কথোপকথনের মুখবন্ধ করিত, কিন্তু ছয়মান সেই বাস্থচিত্ত্বের উপর ভূতটা মূল্য আরোপ করেন নাই। তাহার পরিচয়ে সীতার সম্পূর্ণ প্রতীতি উৎপাদন করিয়া শেষে অঙ্গুরীয়কটি দিয়াছিলেন। 锡x সীতাকে তিনি পৃষ্ঠে তুলিয়া লইয়া যাইৰেন, এই প্রস্তাৰ করিলে সীত। স্বীকৃত। रहणन न,-किरू ४ गचएक डिनि बांह Wo ইয়শন। ● - 83. বলিলেন,• তাহাতে তাহার প্রতি হনুমানের ७ध१ॉक्ल उठख्न्ब्रि छेमग्न झझेल । সীতার নিকট হইতে অভিজ্ঞানস্বরূপ চূড়ামণি লইয়া তিনি বিদায় হইলেন, কিন্তু রাবণের সৈন্তরল, সভা ও মন্ত্রণাদি সম্বন্ধে ৱিশেষরূপে সমস্ত তথ্য সুবগত না হইয়া প্রত্যাবৰ্ত্তন করা তিনি উচিত মনে করিলেন না । এ সম্বন্ধে সুগ্ৰীৰ কি রাম তাছাকে কোন উপদেশই দেন নাই-তথাপি তাহার দৌত্য সম্পূর্ণরূপে সফল করিবার জন্ত রাবণুের সঙ্গে সাক্ষাৎ করা আবশ্যক মনে করিলেন ।. তিনি যদি তস্করের মত ফিরিয়া ধান, তবে তাহার জগজ্জয়ী মহাপ্রতাপশালী প্রভু রামচন্দ্রের ভূতোর যোগ্য কাৰ্য্য করা হয় ন, এই ভাবিয়া তিনি অশোকবনের তরুলতা উৎপাটন করিয়া লঙ্কাৰাপীদিগের দৃষ্টি আকষণ করিতে লাগিলেন । তাহার। যাইয়। রাবণকে সংবাদ দিল, “cক এক মহাশক্তিধর বীর অশোকবন ভগ্ন করিয়া রাক্ষসগণকে ভয় দেখাইতেছে—সীতার সঙ্গে সে বস্তৃক্ষণ কথাবাৰ্ত্ত কহিয়াছে।” রাবণ ক্রুদ্ধ হইয়া তাহাকে ধৃত করিবার আদেশ প্রচার করিল,— বন্ধ রাক্ষসসৈন্ত নষ্ট করিয়া হনুমান ধর দিলেন । রাবণের সভায় অানীত হইলে তাহাকে প্রশ্ন করা হইল—তিনি বিষ্ণু, ইঙ্গ, কিংবা কুকের, ইহাদের মধ্যে কাছার দূত ? হয়মান বলিলেন--- 受 "ধনদেন ন মে সখ্যং বিঞ্চন নন্মি চেতিঃ " "কেনচিয়ামকার্থেণ আগতোইমি ওৱাৰিম।” ‘কুবেরের সঙ্গে আমার সখ্য নাই, ৰিষ্ণু ও আমাকে পাঠান নাই, আমি রামের কোন কার্ধ্যের জন্য এখানে উপস্থিত হইয়াছি।’