পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ সংখ্যা । ] নৌকাডুবি। (*6:(t छूनि उजान बांबा, औवप्न ७भन• ७क७क़फै। "সময় আসে, যখন সহজ কথাও অত্যন্ত জটিল इहेब्रां *८ड़ । श्रांभां८क भएनब्र जमरड फ़िलु একটু গুছাইয়া লইবার সময় দিবে না ? ভূমি বাছ আদেশ করিবে, আমি নিশ্চয় তাহা পালন করিৰ, কেবল একবার অন্তঃকরণটা পরিষ্কার করিয়া একৰার ভালরকম করিয়া প্রস্তুত হইয়া লইতে চাই !” অন্নদাৰাবু সেই অন্ধকারে একৰায় হেমনলিনীর অশ্রুসিক্ত মুখে হাত বুলাইয়া তাহার মস্তক স্পর্শ করিলেন । আর কোনে কথা কছিলেন না । পরদিন সকালে যখন অন্নদাবাৰু হেমনলিনীকে লইয়া বাহিরে গাছের তলায় চা খাইতে বসিয়াছেন, তখন অক্ষয় আসিয় । উপস্থিত হইল । অন্নদাবাবু নীরব প্রশ্নের সহিত তাছার মুখের দিকে চাহিলেন। चश्वरः । কহিল, *এখনো কোনো সন্ধান পাওয়া গেল না।” এই বলিয়। একপেয়াল চা লইয়া লে সেখানে বসিয়া গেল । •আস্তে জাস্তে কথা তুলিল—“রমেশবাবু ‘g কমলার জিনিষপত্র কিছু-কিছু চক্রবৰ্ত্তিমহাশয়ের ওখানে রছিয়া গেছে, সেগুলি তিনি কোথায় কাহার কাছে পাঠাইবেন, তাই ভাবিতেছেন । রমেশবাবু নিশ্চয়ই भांगनांरमब्र ठेिकांना वांश्ब्रि रुब्रिब्र नैबई এখানে জাসিৰেন, তাই আপনাদের এখানে যদি—* জাৱা হঠাৎ অত্যগু. রাগ করি! छेद्वैिब्रा কহিলেন--"অক্ষয়, তোমার কাওe ਬੀਜ কিছুমাত্র নাই। রমেশ আমার এsলই বা কেন” আসিবে, আর তাহার জিনিষপত্র আমিই ব, কেন রাখিতে যাইৰ?” অক্ষয় কহিল, “যা হোক, অন্তার করুন আর ভুল করুন, রমেশবাবু এখন নিশ্চয়ই অসুতপ্ত হইয়াছেন, এ সময়ে কি তাহাকে সাস্বনা দেওয়া তাহার পুরাতন ৰন্ধুদের কৰ্ত্তৰ্য নয় ? তাহাকে কি একেবারেই পরিত্যাগ করিতে হইবে ?” অন্নদাবাবু কহিলেন, “অক্ষয়, তুমি কেবল আমাদের পীড়ন করিবার জন্য এই কথাটা লইয়। বারবার আন্দোলন করিতেছ। আমি তোমাকে বিশেব করিয়া বলিয়া দিতেছি, এ প্রসঙ্গ তুমি আমাদেয় কাছে কখনোই তুলিয়ে না !” হেমনলিনী স্নিগ্ধস্বরে বলিল -“বাবা, তুমি রাগ করিয়ে না, তোমার অমুখ করিবে – অক্ষয়বাবু বাহ বলিতে চান, বলুন না, • তাহাতে দোষ কি ৷” অক্ষয় কহিল—“ন না, আমাকে মাপ করিবেন, আমি ঠিক বুঝুিতে পারি নাই।” (tన মুকুন্দবাবু সপরিজনে কাশী ত্যাগ করিয়া মিরাটে যাইবেন, স্থির হইয়া গেছে। জিনিষপত্র বঁাধ হইয়াছে, কাল প্রভাতেই ছাড়িতে হইবে । কমলা নিতান্ত আশ। করিয়াছিল, ইতিমধ্যে এমন একটা কিছু ঘটনা ঘটবে, যাহাতে তাছাদের যাওয়া ৰন্ধ হইবে। ইহাও সে , একু স্তমনে আশা করিয়াছিল যে, নলিনাক্ষডাক্তার হয় ত আর দুইএকবার তাহার রোগীকে দেখিতে আলিবেন। কিন্তু দ্বয়ের কোনোটাই ঘটল না।