পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 &\s পাছে বামুনঠাকরুণ ধাত্রার উদ্যোগের গোলেমালে পালাইয়া যাইবার অবকাশ পায়; এই আশঙ্কায় নবীনকাল তাহাকে কয়দিন সৰ্ব্বদাই কাছে-কাছে রাখিয়াছেন - তাহাকে দিয়াই জিনিষপত্র-বাধাছাদার অনেক কাজ করাইয়া লইয়াছেন । কমলা একান্তমনে কামনা করিতে লাগিল, আজ রাত্রির মধ্যে তাহার এমন একটা কঠিন পীড়া হয় যে, তাহাকে সঙ্গে লইয়া ষা ওয়া নবীন কালীর পক্ষে অসম্ভব হইয়া উঠে। সেই গুরুতর পীড়ার চিকিৎসাভার কোন ডাক্তারের উপর পড়িবে, তাহ ৪ সে মনে মনে ভাবে নাই, এমন নহে । এই পীড়ায় যদি অবশেষে তাহার মৃত্যু ঘটে, তবে আসন্ন মৃত্যুকালে সেই চিকিৎসকের পায়ের ধূলা লইয়া সে মরিতে পারিবে, ইহা ও সে চোখ বুজিয়া কল্পনা করিতেছিল। রাত্রে নবীনকালী কমলাকে আপনার ঘরে লইয়া শুইলেন । পরদিন ষ্টেশনে ধাইবার সময় নিজের গাড়ির মধ্যে তুলিয়া লইলেন । কৰ্ত্তা মুকুন্দ বাবু রেলগাড়িতে সেকেওক্লাসে উঠিলেন—নবীনকালী বামুনঠাকরুণকে লইয়া ইণ্টার্মাডিয়েটে স্ত্রীকক্ষে আশ্রয়লাভ করিলেন । অধশেষে গাড়ি কাশীষ্টেশন ছাড়িল— মত্ত হস্তী যেমন করিয়া লতা ছিড়িয়া লয়, তেমনি করিয়া রেলগাড়ি গর্জন করিতে করিতে কমলাকে ছিড়িয়া লইয়া চলিয়া গেল। কমলা ক্ষুধিতচক্ষে জানুয়া হইতে বাহিরের দিকে চাহিয়া রহিল।' নবীন কালী কছিলেন, “বামুনঠাকরুণ, পানের ড়িপেটা কোথায় রাখিলে ?” बङ्गङ्ग-बिं। ৪র্থ বর্ষ, ফাঙ্কন.। , কমলা.পানের ডিপেট বাহির' করিয়া দিল । ডিপে খুলিয়। নীন কালী কহিলেন, “ “এই দেখ, যা ভাবিয়াছিলাম, তাই হইয়াছে ! নের কেীটোটা ফেলিয়া আসিয়াছ ? এখন আমি করি কি ! যেটি আমি নিজে না দেখিব, সেটিতে একট-ন-একটা গলদ হইয়া আছেই ! এ কিন্তু বামুনঠাকরুণ তুমি সয়ুতানা করিয়া করিয়াছ ! কেবল আমাকে জব্দ করিবার মৎলবে । ইচ্ছা কর । আমাদের হাড় জালাইতেছ ! আজি তরকারিতে মুন্‌ নাই, কাল পায়সে ধরাগন্ধ —মনে করিতেছ, এ সমস্ত চালাকি আমরা বুঝি না! আচ্ছা, চল মিরাটে, তার পরে দেখা যাইবে তুমিই বা কে, আর আমিই বা কে !” . গাড়ি যখন পুলের উপর দিয়া চলিল, কমলা জান্‌লা হইতে মুখ বাড়াইয়া গঙ্গাতীরবর্তী কাশীসহরটা একবার দেখিয়া লইল—ঐ সহরের মধ্যে কোন দিকে .ধে নলিনাক্ষের বাড়ী, তাহ সে কিছুই জানে ন। । এই জন্ত রেলগাড়ির দ্রুতধাৰনের মধ্যে ঘাট, বাড়ী, মন্দিরচুড়া, যাহা কিছু তাছার চক্ষে পড়িল, সমস্তই নলিনাক্ষের আবির্ভgবর दाब भ७िड श्ब्रा उाराद्र शमबर्टरुं ~ করিল । @ নবীনকুলী কছিলেন, “ওগে,অন্ত করিয়া ঝুকিয় দেখিতেছ কি তুমি ত পার্থী ন ও তোমার ডান নাই যে উড়িয়া यांई८द ।” কাশীনগরীর চিত্র কোথায় আচ্ছল্প হইয়া গেল । কমল স্থির-নীরব হুইস্থা •ৰসিয়া &াকাশের দিকে চাহিয়া রহিল '