পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. একাদশ সংখ্যা । ] 蠍

অবশেষে গাড়ি মোগলসরাইল থামিল্প । , কমলার কাছে ষ্টেশনের গোলমাল, লোকজনের ভিড়, সমস্তই ছায়ার মত, স্বপ্নের মত বোধ হইতে লাগিল । সে কলের পুতলার মত এক গাড়ি হইতে অদ্য গাড়িতে উঠিল । গাড়ি ছাড়িৰfর সময় হইয়। আসিতেছে, এমন-সময় কমলা হঠাৎ চম্কিয়া-উঠিয়া শুনিতে পাইল, তাছাকে কে পরিচিতকণ্ঠে “মা” বলিয়া ডাকিয়া উঠিয়াছে ! কমল৷ প্ল্যাট্রফৰ্ম্মের দিকে মুখ ফিরাইয়া দেখিল, উমেশ । কমলার সমস্ত মুখ উজ্জল হইয়া উঠিল— কহিল, “কিরে উমেশ !” উমেশ গাড়ির দরজা খুলিয়া দিল এবং মুহুর্তের মধ্যে কমলা নামিয়। পড়িল । উমেশ তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইরা প্রণাম করিয়া কমলার পায়ের ধূল। মাথায় তুলিয়া লইল । তাহার সমস্ত মুখ আকর্ণপ্রসারিত হাসিতে ভরিয়া গেল । পরক্ষণেই গার্ড কাম্রার দরজা বন্ধ করিয়া দিল । নবীনকালা চেঁচামেচি করিতে লাগিলে, “বামুনঠাকরুণ, করিতেছ কি ! গাড়ি ছুড়িয়া দেয় যে ! ওঠ, ওঠ !” • কমলার কানে সে কথা পৌছিলই না। গাড়িও বঁাশী ফুকিয়া-দিয়া গদগদশকে ষ্টেশন হইতে বাহির হইয় গেল: কমলা জিজ্ঞাসা করিল, “উমেশ, তুই কোথা হইতে আসিতেছিস ?” 彰 উমেশ কছিল, “গাজিপুর হইতে ।” কমলা জিজ্ঞাসা করিল —“সেখানে সকলে ভাল আজুন ত । খুড়ামশায়ের কি খবরুr উমেশ কফুিল-“তিনি ভাল আছেন ”ি কমলা। আমার দিদি কেমন আছেন4 উমেশ মা, তিনি তোমার জন্ত কাদিয়া অনর্থ করিতেছেন | : তৎক্ষণাৎ কমলার দুই চোখ জলে ভরিয়া গেল। জিজ্ঞাসা করিল, “উমি কেমন আছে রে ? সে তার মাসীকে কি মাঝে মাঝে মনে করে ?” উমেশ কহিল, “তুমি তাহাকে যে একজোড়া গছনা দিয়া আসিয়াছিলে, সেইটে না পরাহলে তাহাকে কোনোমতে দুধ খাওয়ানে। যায় না । সেইটে পরিয়া সে দুই হাত ঘুরাইয়া বলিতে থাকে, ‘মাসি গ’গ গেছে, অার তার মার চোখ দিয়া জল পড়িতে থাকে।” কমল জিজ্ঞাসা করিল-“তুই এখানে কি করিতে আসিলি ?” উমেশ কহিল, “আমার গাজিপুরে ভাল লাগিতেfছল না, তাই অামি চলিয়া আসিয়াছি।” 劇 কমলা । যাবি কোথার ? উমেশ কহিল, “মা, তোমার সঙ্গে যাইব ।” কমলা কহিল, “আমার কাছে একটি পয়সা ও নাই ।” 艙 উমেশ কহিল—“আমার কাছে আছে।” কমলা । তুই কোথায় পেলি ? উমেশ । সেই যে তুমি আমাকে পাঁচটা টাকা দিয়াছিলে, সে ত আমার খরচ হয় নাই । 鬱 -- বলিয়া গাট হইতে পাচটা টাক ৰাহিৱ করিয়ু দেখাইল। . . 彰 কমলা । তবে চল উমেশ, জামরা কালী যাই, কি বলিস্ ? তুই ত টিকিট করিতে পারিবি ?