পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. ه.4 શર્મમ । ৪র্থ বর্ষ, বৈশাখ দেখা না দিয়া তার নাকি থাকিবার জো আছে ?” এই বলিয়া ৰিপির্মবাবুর অধৈর্য্যসম্বন্ধে । শৈলজ্জা গল্প করিতে লাগিল। প্রথম-প্রথম বিবাছের পর বালক বিপিন শুরুজনের ব্যুহভেদ করিয়া তাহার বালিকা বধুর সহিত সাক্ষাৎ করিবার জন্য কবে কতপ্রকার কৌশল উদ্ভাবন করিয়াছিল, কবে ব্যর্থ হইয়াছিল, কৃবে ধরা পড়িয়াছিল, দৰাসাক্ষাৎকারের নৃিষেধদুঃখলাঘবের জন্ত বিপিনের মধ্যাহ্ব(ভোজনকালে একটা আয়নার মধ্যে গুরুজনদের অজ্ঞাতে উভয়ের কিরূপ দৃষ্টিবিনিময় চলিত, তাহ বলিতে বলিতে পুরাতন স্মৃতির ‘আনন্দকৌতুকে শৈলজার মুখখানি হাস্তে উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার পরে যখন আপিসে যাইবার পালা আরম্ভ হইল, তখন উভয়ের বেদন এবং বিপিনের যখন-তখন আপিস-পলায়ন, সেও অনেক কথা ! তাহার পরে একবার শ্বশুরের ব্যবসায়ের খাতিরে কিছুদিনের জন্ত বিপিনের পাটুনায় যাইবার কথা হয়, তখন শৈলজা তাহার স্বামীকে জিজ্ঞাসা করিয়াছিল, “তুমি পাটুনায় গিল্প থাকিতে পারিৰে ?” বিপিন স্পৰ্দ্ধা করিয়া বলিয়াছিল, “কেন পারিব না, খুব পারিব।” সেই স্পৰ্দ্ধাবাক্যে শৈলজার মনে খুব অভিমান হইয়াছিল—সে প্রাণপণে প্রতিজ্ঞা করিয়াছিল, বিদায়ের পুর্বরাত্রে সে কোনমতে লেশমাত্র শোক প্রকাশ করিবে না ;. কেমন করিয়া সে প্রতিজ্ঞ হঠাৎ চোখের জলের পাৰন ভাসিয়া গেল এবুং পরদিনে ৰখন বাজার আয়োজন সমস্তই স্থির, তখন বিপিনের অকস্মাৎ এমনি মাখা ধরিয়া কি-এৰ-রকমের অম্লখ করিতে লাগিল যে, যাত্র . বন্ধ করিতে & হইল, তাহার পরে ডাক্তার যখন ওষুধ দিয়া গেল, তখন সে ওষুধের শিশি গোপনে নদীমার মধ্যে শূন্ত করিয়া অপূৰ্ব্ব উপায়ে ক্লি করিয়া ব্যাধির অবসান হল—এ সমস্ত কাহিনী বলিতে বলিতে কখন্‌ ষে বেলা অবসান হইয়া আসে, শৈলজার তাছাতে हन् थॉरक नl-श्रथक ७बननमब्र श्ॐt९ घूहन्न বাহির-দরজায় একটা কিসের শব্দ হয়-কিনা-হয়, অম্নি শৈল ব্যস্ত হইয়া উঠিয়া পড়ে । বিপিনৰাবু আপিস্ হইতে ফিরিয়াছেন। সমস্ত গল্পহাসির অন্তরালে একটি উৎকষ্ঠিত হৃদয় সেই পথের ধারের বহির দরজার দিকেই কান পাতিয়া বসিয়া ছিল । কমলার কাছে এ সমস্ত কথা যে একেবারেই আকাশকুমুমের মত, তাহ নয়—ইহার আভাস সে কিছু কিছু পাইয়াছে। প্রথম কয়েকমাস রমেশের সহিত প্রথম পরিচয়ের রহস্তের মধ্যে যেন এইরকমেরই একটা রাগিণী বাজিয়া উঠিতেছিল। তাছার পরেও ইস্কুল হইতে উদ্ধারলাভ করিয়া কমলা যখন রমেশের কাছে ফিরিস্থা আসিল, তখনো মাঝে মাঝে এমন সকল ঢেউ অপূৰ্ব্ব সঙ্গীতে, ও অপরূপ নৃত্যে তাহার হৃদয়কে জাম্বাত্ত कब्रिग्राप्छ-याशन्न कि अर्थ िcन . चाल , শৈলজার এই সমস্ত গল্পের মধ্য হইতে বুঝিতে পারিতেছে। কিন্তু তাহার এ সমস্তই उॉअफॉब्रl, देशद्र थांब्रावांश्किफ1 किङ्कहे नाहे । তাহাকে যেন কোন একটা পরিণাম পৰ্য্যৰ পৌঁছিতে দেওয়া. হয় নাই । শৈলজা ও বিপিনের মধ্যে কে একটা আগ্রন্থে মন, cगणें ब्रटभ* ७ छांदांब्र करवा 'cकर्मषांछ ? ५३