পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা। ] গেছে ছোটটিকে প্রাণ ধরিয়৷ বিদায় দিতে না পারিয়া চক্ৰবৰ্ত্তী একটি নিঃস্ব জামাই বাছিয়া আনিলেন এবং সাহেবস্থবাকে ধরিয়া এইখানেই তাহার একটা কাজ জুটাইয়। দিলেন । বিপিন ইহাদের বাড়াতেই থাকে । * কথা কহিতে কহিতে হঠাৎ একসময় শৈল বলিল, “তুমি একটু বোস ভাই, আমি এখনি আসিতেছি ।”— পরক্ষণেই একটু হাসিয়া কারণ দশাইয়া কহিল—“উনি স্নান করিয়া ভিতরে আসিয়াছেন - খাইয়। আপিসে যাইবেন ।” কমলা সরল বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, “তনি আসিয়াছেন, তুমি কেমন করিয়া জানিতে পারলে ?” শৈলজা । আর ঠাট্ট করিতে হইবে না ! সকলেই যেমন করিয়া জানিতে পারে, আমিও তেমুনি করিয়া জানি । তুমি নাকি তোমার কৰ্ত্তাটির পায়ের শব্দ চেন না !

  • এই বলিয়া হাসিয়া কমলার চিবুক ধরিয়া একটু নাড়া দিয়া আঁচলে-বদ্ধ চাবির গেছ বনৎি করিয়া পিঠের উপর ফেলিয়া মেয়ে কোলে লইয়া শৈলজা চলিয়া গেল। পদশব্দের ভাষা যে এতই সহজ, তাহ কমলা আজ ও জানিতে পারে নাই। সে চুপ করিয়া বসিয়া জানলার বাহিরে চোখ রাখিয়া তাই ভাবিতে লাগিল। জান্‌লার বাহিরে একট। পেয়ারী-গাছে ডাল ছাইয়া পেয়ারার ফুল ধরিয়াছে, সেই সমস্ত ফুলের কেশরের মধ্যে

মৌমাছির দল তখন লুটোপুট করিতেছিল। ' t ○8 g * একটু ফাক জায়গায় গঙ্গার ধারে°একটা আলাদা বাড়ী 'লইবার চেষ্ট হইতেছে। 일 নৌকাডুবি | • 8న রমেশ গাজিপুর-আদালতে বিধি অনুসারে প্রবেশলাভ করিবার জন্ত ও জিনিষপত্র আনিতে একবার কলিকাতায় যাইতে হইবে, স্থির করিয়াছে—কিন্তু কলিকাতায় ঘাইতে তাহার সাহসী হইতেছে না। একটা বিশেষ গলির চিত্ৰ মনে উঠিলেই রমেশের বুকের ভিতরটা এখনো যেন কিসে চাপিয় ধরে । এখনো জাল ছেড়ে নাই— অথচ কমলার সহিত স্বামিস্ত্রীর সম্বন্ধ সম্পূর্ণ ভাবে স্বীকার করিয়। শহতে বিলখ করিলে অlর চলে না । ক{তায় মাত্রর লাগিল । দিন পিছাইয়।. যাইতে কলিকাতার - এই সমস্ত দ্বিধায় কলি-> কমলা চক্ৰবৰ্ত্তীর অন্তঃপুরেই থাকে ।” এ বাংলায় ঘর নিতান্ত কম বলিয়া রমেশকে . বাহিরের ঘরেই থাকিতে হয়—কমলার সহিত তাহার সাক্ষাতের সুযোগ হয় না । এই অনিবাৰ্য্য বিচ্ছেদব্যাপার লইয়? শৈলজা কেবলি কমলার কাছে দুঃখপ্রকাশ করিতে লাগিল । কমলা কহিল, “কেন ভাই তুমি এত হাহুতাশ করিতেছ? এমনী কি ভয়ানক দুর্ঘটনা ঘটিয়াছে ?”. শৈলজা হাসিয়া কহিল, “ইস, তাই ত ! একেবারে যে পাষাণের মত কঠিন মন । ও সব ছলনায় আমাকে ভুলাইতে পারিবে না ! তোমার মনের মধ্যে ষেকি হইতেছে, যে কি আবু মামি জানি না ?” কমল জিজ্ঞাসা করিল, “আচ্ছা ভাই, সত্যি করিয়া বল, দুইদিন যদি বিপিনবাবু তোমাকে দেখা না দেন, তা হইলে কি *Ash—” ... • শৈলজা সগৰ্ব্বে কহিল-“ইস, দুইদিন