পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Øፋ8 পারি, কিন্তু আমরা ভ্রাতাগণ দারিদ্র্যের অসন্মানকে এই পরিবারের ধৰ্ম্ম বলিয়া জানিতে পাই নাই"। ধনের সঙ্কীর্ণতা ভেদ করিয়া মহষ্যসাধারণের অকুষ্ঠিত সংস্রবলাভ র্যাহায় প্রসাদে অামাদের ঘটিয়াছে, তাহাকে আজ আমরা নমস্কার করি । তিনি আমাদিগকে যে কি পরিমাণে স্বাধীনতা দিয়াছেন, তাহ, আমরা ছাড়া আর কে জানিবে ! যে ধৰ্ম্মকে তিনি ব্যাকুল সন্ধানের স্বারা পাইয়াছেন, যে ধৰ্ম্মকে তিনি উৎকট বিপদের মধ্যে ও রক্ষা করিয়াছেন, যে ধৰ্ম্মের উদ্দেশে তিনি র্তাহার সমস্ত জীবন উৎসর্গ করিয়াছেন, সেই ধৰ্ম্মকে তিনি আপনার গৃহের মধ্যেও শাসনের বস্ত করেন নাই । র্তাহার দৃষ্টাস্ত আমাদের সন্মুখে ছিল, তাহার উপদেশ হইতে আমরা বঞ্চিত হই নাই, কিন্তু কোনো নিয়মের শাসনে তিনি আমাদের বুদ্ধিকে, আমাদের কৰ্ম্মকে বদ্ধ করেন নাই । তিনি কোনো ৰিশেষ মতকে অভ্যাস বা অনুশাসনের দ্বারা মামাদের উপরে স্থাপন করিতে চান নাই—ঈশ্বরকে, ধৰ্ম্মকে স্বাধীনভাবে সন্ধান করিবার পথ তিনি আমাদের সম্মুখে মুক্ত করিয়া দিয়াছেন । এই স্বাধীনতার দ্বারা তিনি আমাদিগকে পরম সম্মানিত করিয়াছেন—র্তাহার প্রদত্ত সেই সম্মানের যোগ্য হইয়া, সত্য হইতে যেন স্বলিত না হই, ধৰ্ম্ম হইতে ধেন স্বলিত না হই, কুশল হইতে যেন স্থলিত না হই! পৃথিৰাঁতে কোনু্যে পরিবার কখনই চিরদিন একভাবে থাকিতে পাৱে ন',—ধন ও খ্যাতিকে কো না বংশ চিরদিন আপনারমধ্যে বদ্ধ করিয়া রাখতে পারে না-এইজধস্থর বিচিত্র বর্ণচ্ছটার দ্যায় , शत्र नंचंन। , [ ৪ৰ্থ বর্ষ, কান্ধন এই গৃহের সমৃদ্ধি নিশ্চয়ই একদিন দিগন্তরালে বিলীন হইয়া যাইবে, ক্রমে নানা ছিদ্ৰৰোগে বিচ্ছেদ-বিশ্লেষের বীজ প্রবেশ করিয়া কোন একদিন এই পরিবারের ভিত্তিকে শতধ। বিদীর্ণ করিয়া দিবে—কিন্তু এই পরিবারের মধ্য দিয়া যিনি অচেতন সমাজকে ধৰ্ম্মজিজ্ঞাসায় সজীব করিয়া দিয়াছেন, ধিনি নুতন ইংরাজিশিক্ষার ঔদ্ধত্যের দিনে শিশু বঙ্গভাষাকে বহুযত্নে কৈশোরে উত্তীর্ণ করিয়৷ দিয়াছেন, যিনি দেশকে তাহার প্রাচীন ঐখয্যের ভাণ্ডার উদঘাটিত করিতে প্রবৃত্ত করিয়াছেন, যিনি তাহার তপঃপরায়ণ একলক্ষ্য জীবনের দ্বারা আধুনিক বিষয়লুব্ধ, সমাজে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের আদশ পুনঃস্থাপিত করিয়া গিয়াছেন, তিনি এই পরিবারকে সমস্ত মনুষ্যপরিবারের সহিত সংযুক্ত করিয়াদিয়া, ইহার সৰ্ব্বোচ্চ e:ভকে সমস্ত মস্থব্যের লাভ করিয়া-দিয়া, ইহার পরম ক্ষতিকে সমস্ত মমুষ্যের ক্ষতি কfরয়া-দিয়া জামাদিগকে, যে গৌরব দান করিয়াছেন, অন্য সমস্ত ক্ষুদ্র মানমর্য্যাদা বিশ্বত হইয়া মদ্য আমরা তাহাই স্মরণ করিব ও একান্ত ভক্তির সহিত তাহার নিকটে আপনাকে প্রণত করি দিবু ও বাহার মধ্যে তিনি আশ্রশ্নলাভ করিয়াছেন, সমস্ত ধনমানের উদ্ধে, খ্যাতিপ্রতিপত্তির উদ্ধে তাছাকেই দুশন কৰুির ! হে বিশ্ববিধাতঃ, श्रांजू श्रांमाcमब्र गमख fৰৰাদ-অৰসাদ দূর করিয়া দাও- মৃত্যু সহসী ৰে' বৰনিক অপসারণ করিষ্কাছে, তাহার মধ্য দিয়া তোমার অযুত্তলোকের জাভাস আমাদিগকে দেখিতে দাও সংসামের নিয়ত উত্থানপতন, ধনৰামজীবনের