পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

p - দিয়া বিপিনের কাছে চলিয়া গেছে । ও ৫ম সংখ্যা । ]

  • cनौकांडूदि।

(3 তই সে খোলা-দরজার চৌকাঠের উপর বসিয়া সামনের বাগানের দিকে চাহিয়া ছিল । শৈল কেমন করিয়া কমলার অস্তরে-বাহিরে একটা ভাল মাদার সুর বাধিয়া দিয়াছিল। ঈষত্তপ্ত বাতাসে বাহিরে গাছের পল্লবগুলি যেমন মৰ্ম্মরশব্দে কঁপিয়া উঠিতেছিল— কমলার বুকের ভিতরেও মাঝে মাঝে তেমনি একটা দীর্ঘনিশ্বাসের হাওয়া উঠিয়া অব্যক্ত বেদনায় একটি অপরূপ স্পন্দনের সঞ্চার করিতেছিল । শৈল যে তাহাকে আজ একটু বিশেষ করিয়া সাজাইয়া দিয়াছিল, সেই সাজ তাহাকে স্তরে-স্তরে বেষ্টন করিয়া তাহাকে যেন নীরবে পরিপূর্ণ আত্মনিবেদনের একটি অপূৰ্ব্ব কাব্য শুনাইতেছিল। সে যেন আপনাকে স্বর্ণখালে সজ্জিত সুগন্ধবিহ্বল নৈবেম্ভের সদ্যোবিকশিত পুষ্পরাশির মত অনুভব করিতেছিল—চারিদিকে *শরতের মধ্যtহু নিৰ্জ্জন সোনার মন্দিরটির মত নিৰ্ম্মল নালাকাশে চূড়া তুলিয়া দাড়াইয়। ছিল--কিন্তু হায়, দেবতা কোথায় ! এমন সময়ে রমেশ ঘরে প্রবেশ করিয়া - যখন তাহার পশ্চাৎ হইতে ডাকিল –“কমল”, তখন সে চকিত হইয়া উঠিয়া পড়িল— তাহার হৃৎপিণ্ডের মধ্যে রক্ত তরঙ্গিত হইতে লাগিল। যে কমলা ইতিপূৰ্ব্বে কখনো রমেশের কাছে বিশেষ লজ্জা অনুভব করে নাই, সে আজ ভাল করিরা মুখ তুলির চাহিতে পারিল না। তাহার কর্ণমূল আরক্তিম হইয়া উঠিল। e আজিকার সাজম্বুজায় ও ভাল আভাসে রমেশ কমলাকে নুতন মূৰ্ত্তিতে দেখিল । হঠাৎ কমলার এই বিকাশ তাহাকে আশ্চর্য্য এবং অভিভূত করিল। সে আস্তে আস্তে কমলার কাছে আসিয়া ক্ষণকালের জন্ত চুপ করিয়া দাড়াইয়৷ মৃদ্ধস্বরে কহিল, “কমলা, তুমি আমাকে ডাকিয়াছ ?” । কমলা চমকিয়া-উঠিয়া অনাবশুক উত্তেজনার সহিত বলিয়া উঠিল—“না, না, না, আমি ডাকি নাই—অামি কেন ডাকিতে যাইব ।” o রমেশ কহিল, “ডাকিলেই বা দোষ कि কমলা ?” M কমলা দ্বিগুণ প্রবলতার সহিত বলিল— “না, আমি ডাকি নই ৷” রমেশ কহিল, “ত। বেশ কথা ! তুমি না ডাকিতেই আমি আসিয়াছি ! তাই বলিয়াই কি অনাদরে ফিরিয়া যাইতে হইবে ?” কমলা । তুমি এখানে আসিম্বাছ, সকলে জানিতে পারিলে রাগ করিবেন—তুমি যাও ! আমি তামাকে ডাকি নাই । রমেশ কমলার হাত চাপিয়া-ধরিয়া কহিল, “আচ্ছা, তুমি আমার ঘরে এস—সেখানে বাiহরের লোক কেন্থ নাই ।” কমলা কম্পিতকলেবরে তাড়াতাড়ি রমেশের ২াত ছাড়াইয়া-লাইয়৷ পাশের ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিল। বুঝিল, এ সমস্তই বাড়ীর কোনো মেয়ের ষড়যন্ত্র—এই বুঝিয়। পুলকিতদেহে বাহিরের ঘরে গেল। চিৎ হইয়। পড়িয়া আর-একবার পায়োনিয়ুর্ট টানিয়া-লইরা তাহার বিজ্ঞাপনশ্রেণীর উপরে চোখ বুলাইতে