পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুবংশ। । ججتہجی ۔ ميلتقيعية দিলীপের পুত্ৰলাভ। রঘুবংশের প্রথম আট.সর্গে বর্ণিত বৃত্তান্তগুলির মূল কোথায়, এই প্রশ্ন স্বতই সকল পাঠকের মনে উদর হয় । এ সম্বন্ধে কোন মীমাংসা রঘুবংশের প্রচলিত সংস্করণগুলিতে *ां७ब्रां यांच्च न । अथ5 बिरुग्रफ़ि दफुझे কৌতুহলোদ্দীপক। সম্প্রতি ৰঙ্গবাসীসংৰাদপত্রের কার্য্যালয় হইতে প্রকাশিত ‘পদ্মপুরাণ–পাতালখও’ পাঠ করিতে করিতে একটি উপাখ্যান দেখিতে পাইলাম, সেটির সহিত রঘুবংশের প্রথম ও দ্বিতীয় সর্গে ৰণিত ‘দিলীপের পুত্রলাভ’ প্রসঙ্গের কতকটা মিল রহিয়াছে ।ঞ্চ পাঠকগণের, বিশেষত কলেজের ছাত্রবর্গের নিকট ৰিষয়টি স্বপরিজ্ঞাত না থাকাই সম্ভব, এই বিবেচনার অস্তকার প্রসঙ্গের অবতারণা করিলাম । বুধুবংশবর্ণিত বৃত্তাস্তটি সংক্ষেপে ও স্থলভাবে বজিতে গেলে এইরূপ দাড়ায় – একদ। রাজা-- দিলীপ অন্তমনস্কতাবশত ইন্দ্রের কামধেন্থর প্রতি সমুচিত সম্মান দেখান নাই। সেই অবমাননার কামধন্থ রাজাকে শাপ দেন যে, তাহার দুহিতার সেবা ন৷ করির রাজা অপত্যলাভ করিবেন না। পরে রাজা অনপত্যতানিবন্ধন মনস্তাপে কুলগুরু বশিষ্ঠের শরণাপন্ন হইলেন। ঋষিৰয় যোগবলে শাপবৃত্তান্ত জানিতে পারিয়া রাজাকে স্বীর আশ্রমে প্রতিপালিত ಇಗ್ವধেমুদুহিতা" নন্দিনীকে ভক্তিসহকারে

  • ब्रांभांब्रएल पठेनां जयश्च नॉरें । ब्रांथांब्रt*)धिर्जी*

সেবা করিতে বলিলেন । রাজাও নন্দিনীর সেবা করিয়৷ সেই গবীর নিকট অভাসিত বর পাইলেন ও ৰথাসময়ে পুত্রলাভ করিলেন। গোচরণকালে একটি ঘটনা হইৱাছিল, সেটিও উল্লেখযোগ্য। একদিন এক প্রকাণ্ডকায় সিংহ ধেস্থকে গ্রাস করিতে উদ্যত হয়, তখন ধৰ্ম্মশীল রাজা আপনার দেহবিনিময়ে ধেমুর নিষ্ক্রয় করিতে কৃতসঙ্কল্প হন । কিন্তু বাস্তবিক সেটি মায়াসিংহ রাজার ভক্তিপরীক্ষার্থ নন্দিনীকর্তৃক উদ্ভাবিত হইয়াছিল । স্বক্ষ ঘটনাগুলি ছাড়িয়া দিলে মুখ্যবৃত্তান্তটি এই দাড়ায় যে, ধেমুর সমুচিত সন্মান “ না করিলে শ্রেন্থেtহানি ঘটে ও পুত্রলাভের জন্ত গোসেবা প্রশস্ত উপায়। পদ্মপুরাণের পাতালখণ্ডের অষ্টাদশ ও উনবিংশ অধ্যারের প্রতিপাদ্য বিষয়, গোসেৰায় অক্ষর পুণ্য লাভ হয় ও গোজাতির প্রতি অনাদরে প্রত্যবার ঘটে । এই প্রসঙ্গে ঋতম্ভর রাজার উপাখ্যান বর্ণিত হইয়াছে। স্থল বৃত্তান্তটি এই :–ঋতম্ভর রাজা পুত্রলাড়ের জন্য জাবালি-ঋষির উপদেশে গোসেবায় ব্ৰতী হইয়াছিলেন এবং গবীর উচ্ছিষ্ট তৃণজলে ক্ষুৎপিপাসা প্রশমিত করিয়াছিলেন। একদিন রমজ! ৰনশোভাनिद्रौभप्१. अछमना रहेब आरश्न, $मन সময়ে এক সিংহ আসিয়া গৰীৱক আক্রমণ করিল। অব্যবহিত পরবর্তী ঘটনাগুলির রঘুর প্রপিতামহ। (আদিকাও, ... অষ্টাৰ)