পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাদশ সংখ্যা। ] আমাদের দেশে প্রাচীনভামার সহিত আধুনিক প্রাকৃত ভাষাগুলির এরূপ আকস্মিক সম্বন্ধ নছে, বরাবর সংস্কৃতভাধার সহিত ইছার লাড়ীয় যোগ মুছির গেছে। অন্ত কারণ ছাড়িয়া দিলেও ইহা দেখিতে হইবে, আমাদের দেশের ধৰ্ম্মসাহিত্যের একমাত্র প্রস্রবণ সংস্কৃত । পুরাণপাঠ, কীৰ্ত্তন, পৌরাণিক যাত্রা, কথকতা, তর্জা, কবির লড়াই প্রভৃতি যাহা কিছু আমাদের সাধারণ লোকের উপদেশ ও আমোদের উপকরণ, সমস্তই স্বভাবতই সংস্কৃতকথাকে দেশের সৰ্ব্বত্র সঞ্চারিত করিয়া দিতেছে । দেশের পণ্ডিতমণ্ডলীর সহিত দেশের সাধারণের এই জ্ঞানসম্বন্ধের, ভাবসম্বন্ধের পথ চিয়দিন অবারিত আছে । বর্তমানকালেও দেশের বিদ্বানের যে ভাষার মধ্যে র্তাহাদের জ্ঞান সঞ্চয় করিয়া রাখিতেছেন, যে ভাষায় দেশের সমস্ত ভদ্রসম্প্রদায় তাহাদের বীক্ষণ •শক্তি, মনন শক্তি, পরীক্ষণ শক্তির সমস্ত ফলকে দেশ ও বিস্তীর্ণ কালের জন্ত স্থায়িত্ব দিতে চেষ্টা করিতেছেন, সেই ভাষার -জঙ্কিত নিম্নসাধারণের চিত্তের যোগ কৃত্রিম ৰাধার এার বিচ্ছিন্ন করিয়া দেওয়া সরকারের পক্ষে এরাস্ত প্রয়োজনীয় হইয়াছে, এ কথা বলিলে অৰণ্ড আমাদিগকে বিশ্বাস করিতেই হইবে— কিন্তু চাষীদের মঙ্গল্পের খুজেও ইহা প্রয়োজনীয়, এ কথা স্বয়ং কৃষ্ণগোৰিদ্ৰ গুপ্ত মহাশয় রলিলেও ৰিশ্বাস করিব না। যদিও তিনি রাঙালি, এবং বাঙালি হইয়াও বাংলাদেশের -গধাকে চারখানা করিবার জন্ত ছুরি ভুলিয়াছেন,এবং যদিও তিৰুি Brutusএর মতই nonourable man, suf i štete kroz সফলতার সন্ধুপায় \ుశీS এই গুপ্ত আঘাত পাইবার কালে আজ . তাহাৰু মাতৃভাষা বলিয়া উঠিয়াছে-Etu Brute ”তুমিও গুপ্তমহাশয় । • • ४४९8 थुप्टप्क ८य जयप्य बैिभनबैरबब्र সঙ্গে আসামে বাংলাভাষাপ্রচলন লইয়া তখনকার শিক্ষাবিভাগের বাদামুবাদ চলিতেছিল, সেই সময়ে আসামে রাজস্বৰিভাগের কমিশনার • ছিলেন, ফ্রান্সিস জেস্কিন্স, ইনি এই সম্বন্ধে বেঙ্গল গবমেন্টের নিকটে যে পত্র লিখিয়াছিলেন, তাহার শেষ অংশ ëww wfiat fiè—“if in England it is now a matter of deep regret that we have so long neglected to teach our language to the Irish and Welsh, and thus made them one people with ourselves, it must be equally the policy and duty of the Government of India, by all means in its power, to assimilate the many nations and tribes under our rule into one people ; and if the early introduction of Bengali into the lately-conquered Province of Assam has been in any degree productive of binding this people closer to the people of our earlier acquired Provinces, and of putting them on the same footing of civili zation, I think the Government will have cause to rejoice at the chance or the necessity which led Messrs. Scott and Robertson: to