পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8• সছিন্ত পরিচয় গেজেটে গবর্মেন্ট-অম্বুবাদকের তালিকাপাঠে—এমন অবস্থায় আমরা ইহাদের নিকট যে কত ছোট, তাহ নিজের প্রতি মমবশত আমরা ভুলিয়। যাই, সেইজন্যই আমাদের প্রতি ইংরেজের ব্যবহারে আমরা ক্ষণে ক্ষপে বিস্মিত হই, ক্ষুব্ধ হইয়া উঠি এবং আমাদের সেই ক্ষোভ-বিস্ময়কে অভু্যক্তিজ্ঞানে কর্তৃপক্ষগণ কখনো বা ক্রুদ্ধ হন, কখনো বা হান্তসংবরণ করিতে পায়েন ন! । আমি ইহা ইংরেজের প্রতি অপবাদের স্বরূপ বলিতেছি না । আমি বলিতেছি, ব্যাপারখানা এই—এবং ইহা স্বাভাৰিক। এবং ইহাও স্বাভাবিক যে, যে পদার্থ এত ক্ষুদ্র, তাহার মৰ্ম্মান্তিক বেদনাকেও তাহার সাতঘাতিক ক্ষতিকেও স্বতন্ত্র করিয়া, বিশেষ করিয়া দেখিবার শক্তি উপরওয়ালjর যথেষ্ট পরিমাণে থাকিতে পারে না। মাহ আমাদের পক্ষে প্রচুর, তাহাও তাহাদের কাছে তুচ্ছ বলিয়াই মনে হয়। আমার ভাষাটি লইয়া, আমার সাহি ত্যটি লইয়া, আমার বাংলাদেশের ক্ষুদ্র ভাগবিভাগ লইয়া, আমার একটুখানি মুনিসিপালিটি লইয়া, আমার এই সামান্ত য়ুনিভার্সিটি লইয়৷ আমরা ভয়ে-ভাবনায় অস্থির হইয়৷ দেশময় চীৎকার করিয়া বেড়াইতেছি, আশ্চর্য্য হইতেছি, এত কলরবেও মনের মত ফল পাইতেছি না কেন ? ভুলিয়। যাই ইংরেজ আমাদের উপরে আছে, আমাদের মধ্যে নাই। জাহার যেখানে আছে, সেখানে ৰদি যাইতে পারিতাম, তাহা হইলে দেখিতে পাইতাম, আমুর কতই দূরে পড়িয়াছি, মামাদিগকে কতই ক্ষুদ্র দেখাইতেছে। বহৃদশন । { ৪র্থ বর্ষ, চৈত্র। আমাদিগকে এত ছোট দেখাতেছে বলিয়াই সেদিন কর্জন্‌সাহেব আমন অত্যস্ত সহজ কথার মত বলিয়াছিলেন, তোমরা আপনাদিগকে ইস্পীরিয়ালতন্ত্রের মধ্যে বিসর্জন দিয়া গৌরববোধ করিতে পার ন৷ কেন ? সৰ্ব্বনাশ, আমাদের প্রতি এ কিরূপ ব্যবহার ! এ যে একেবারে প্রণয়সম্ভাষণের মত শুনাইতেছে ! এই, অষ্ট্রেলিয়া বল, ক্যানেড বল, যাহাদিগকে ইংরেজ ইস্পীরিয়াল আলিঙ্গনের মধ্যে বদ্ধ করিতে চায়, তাহদের শয়নগৃহের বাতায়নতলে দাড়াইয়া অপৰ্য্যাপ্ত প্রেমের সঙ্গীতে সে আকাশ মুখরিত করিয়া তুলিয়াছে, ক্ষুধাতৃষ্ণ ভুলিয়া নিজের রুটি পর্যন্ত দুৰ্ম্মলা করিতে রাজি হইয়াছে— তাহাদের সহিত আমাদের তুলনা ! এতবড় অত্যুক্তিতে যদি কৰ্ত্তার লজ্জ না হয়, আমরা যে লজ্জ বোধ করি! আমরা অষ্ট্রেলিয়ায় তাড়িত, নাটালে লাঞ্ছিত, স্বদেশেও কর্তৃত্বঅধিকার হইতে কত দিকেই বঞ্চিত, এমন স্থলে ইস্পীরিয়াল বাসরঘরে আমাদিগকে কোন কাজের জন্ত নিমন্ত্রণ করা হইতেছে । ক জন্‌সাহেব আমাদের মুখ দুঃrংব সীমানহইতে বহু উৰ্দ্ধে বসিয়া ভাবিতেছেন, ইহার এত নিতান্তই ক্ষুদ্র, তবে ইহার কেন ইস্পীরিয়ালের মধ্যে একেবারে বিলুপ্ত । হইতে রাজি হয়,-l; নিজের এতটুকু স্বাতন্ত্র্য, এতটুকু ক্ষতিলাভ লইয়। এত ছট্‌ফট্‌ করে কেন ? এ কেমন তর—যেমন একটা যজ্ঞে যেখানে বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করা হইয়াছে, সেখানে যদি একটা ছাগশিশুকে সাদরে আহবান করিবার জন্ত মাল্য সিম্পূরহস্তে লোক্ট আসে এবং এই সাদরব্যধারে ছাগের