পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা। ] চুলায়,যাক স্বায়ত্তশাসন ! তবে দড়ি ও কলসীর চেয়ে বন্ধু আমাদের আর কেহ নাই ! ● পরম্পরায় গুনিয়াছি, আমাদের দেশের কোনে রাজাকে একজন উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারী বন্ধুভাবে বলিয়াছিলেন যে, গবমেণ্টকে অনুরোধ করিয়া আপনাকে উচ্চতর উপাধি দিব—তাহাতে তেজস্বী রাজা উত্তর করিয়াছিলেন, দোহাই আপনার, আপনি আমাকে রাজা বলুন, বাবু বলুন, যাহা ইচ্ছা বলিয়া ডাকুন, কিন্তু আমাকে এমন উপাধি দিবেন না, যাহা অাজ ইচ্ছা করিলে দান করিতে পারেন, কাল ইচ্ছা করিলে হরণ করিতেও পারেন । আমায় প্রজার। আমাকে মহারাজঅধিরাজ বলিয়াই জানে, সে উপাধি হইতে কেহই আমাকে বঞ্চিত করিতে পারে না । —তেমনি আমরা ও যেন বলিতে পারি, দোহাই সরকার, অামাদিগকে এমন স্বায়ত্ত • শাসন দিয়া কাজ নাই, যাহা দিতেও যতক্ষণ, কাড়িতেও ততক্ষণ—যে স্বায়ত্তশাসন আমাদের আছে, দেশের মঙ্গলসাধন করিবার যে অধিকার বিধাতা আমাদের হস্তে দিয়াছেন, •মোহমুক্তচিত্তে, झुक्नु निष्ठाग्न जश्ङि उ|शहे ট্রেন আমরা অঙ্গীকার করিতে পারি— রিপনের জয় হউকু এবং কর্জনৃও বাচিয়া থাকুন। • * *. আমি শুনরার বলিতেছি, দেশের বিদ্যাশিক্ষার ভার অমাদিগকে গ্রহণ করিতে হইবে। সংশয়ী বলিবেন, শিক্ষার ভার যেন আমরা লইলাম, কিন্তু কৰ্ম্ম দিৰে কে ? কৰ্ম্মও আমাদিগকেই দিতে হইবে। একটি বৃহৎ স্বদেশী, কৰ্ম্মক্ষেত্র আমাদের আয়ত্তগত না সফলতার সদুপায়। "থাকিলে আমাদিগকে हिर्बनिनई দুর্বল °C8@ سه سم-------------------- - - থাকিঙে, হইবে, কোনো কৌশলে এই নিজাব দুৰ্ব্বলড় হইতে নিস্কৃতি পাইৰ "যে আমাদিগকে কৰ্ম্ম দিবে, সেই আমাদের প্রতি কর্তৃত্ব করিবে, ইহার অন্যথা হইতেই পারে না,—যে কর্তৃত্ব লাভ করিবে, সে আমাদিগকে চালনা করিবার কালে নিজের স্বার্থ বিস্তৃত হইবে না, ইহাও স্বাভাবিক । অতএব সৰ্ব্বপ্রযত্নে আমাদিগকে এমন একটি স্বদেশী কৰ্ম্মক্ষেত্র গড়িয়া তুলিতে হইবে, যেখানে স্বদেশী বিদ্যালয়ের শিক্ষিতগণ শিক্ষকতা, পূৰ্ত্তকাৰ্য্য, চিকিৎসা প্রভৃতি দেশের বিচিত্র মঙ্গলকৰ্ম্মের ব্যবস্থার নিযুক্ত থাকিবেন । আমরা আক্ষেপ করিয়া থাকি যে, আমরা কাজ শিখিবার ও কাজ দেখাইবীর অবকাশ না পাইয়া মানুষ হইয়া উঠিতে পারি না । সে অবকাশ পরের দ্বারা কখনই সন্তোৰজন করুপে হইতে পারে না, তাহার প্রমাণ পাইতে আমাদের বাকি নাই । আমি জানি, অনেকেই বলিবেন, কথাটা অত্যন্ত দুরূহ শোনাইতেছে। আমিও তাছ। অস্বীকার করিতে পারিব না। ব্যাপারথানা সহজ নহে—সহজ যদি কুইত, তবে আশ্রদ্ধেয় হইত। কেহ যদি দরথাস্তকাগজের নৌকা বানাইয়া সাতসমুদ্রপারে সাতরাজার ধন মাণিকের ব্যবসু চালাইবার প্রস্তাৰ করে, তবে কারো-কারো কাছে তাছ শুনিতে লোভনীয় হয়, কিন্তু সেই কাগজের নৌকার বাণিজে কাহাকেও মূলধন খরচ করিতে পরামর্শ দিই না। বাধ বাধা কঠিন, সে স্থলে দল বাধিয়া নদীকে সরিরা বসিতে অনুরোধ করা কন্‌ষ্টিটুশনাল অ্যাজিটেইল