পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o দ্বীপপুঞ্জে ভারতীয় সাহিত্য, বর্ণমালা ও উপাসনাপ্রণালী প্রবৰ্ত্তিত হইবার প্রমাণ আবিষ্কত হুইয়া এশিয়fখণ্ডের জলে স্থলে ভারতীয় জ্ঞানসাম্রাজ্য-ৰস্তারের পরিচয় প্রদান করিতেছে । যাহাঁদের অকুতোভয় অধ্যবসায়ে অতি পুরাকালে এই জ্ঞানসাম্রাজ্য বিস্তৃত হইয়াছিল, তাহীদের কথা স্মরণ করিলে বিস্ময়ে অভিভূত হইতে হয়। সেকালের লোকের ‘নিকট বাষ্পবলে জলধান পরিচালনা করিবার কৌশল অপরিচিত ছিল ; অর্ণবপোতের নিৰ্ম্মাণকৌশলও পরাকাষ্ঠী লাভ করিতে পারে নাই । বাহারা সেই অসম্পূর্ণ গঠন ও চালনকৌশলের উপর নির্ভর করিয়া তরঙ্গসস্কুল অপরিজ্ঞাত সমুদ্রপথে দূরদেশে গমনাগমন করিত, তাহাদের সাহস ও অধ্যবসায় কাহার না বিস্ময় উৎপাদন করিবে ? ভারতবর্ষের লোকে অতি পুরাকালেই প্রাকৃতিক নিয়মাবলীর পর্য্যবেক্ষণকাৰ্য্যে নিযুক্ত হইয়াছিল। সমুদ্রপথে নৈসর্গিক নিয়মে ষে স্বায়ুপ্রবাহ প্রচলিত আছে, তাহ পুরাকাল হইতে এক নিরমে এক পথে এক ভাবেই চলাচল করিয়া আসিতেছে । ইহাকে জাধুনিক সভ্যসমাজ “বাণিজ্যবায়ু” নামে অভিহিত করিয়াছেন । এই বায়ুপ্রবাহ ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যে এক আশ্চৰ্য্য সম্বন্ধ সংস্থাপিত করিয়াছে। দক্ষিণপশ্চিম হইতে উত্তরপুর্বাভিমুখে প্রবাহিত বঙ্গদর্শন। [ ৪র্থ বর্ষ, জ্যৈষ্ঠ । বাণিজ্যবায়ু কিয়ুৎকাল পরে উত্তরপূর্ব হইতে পুনরায় দক্ষিণপশ্চিমাভিমুখে প্রবাছিত হইয়। থাকে। তজ্জন্ত সিংহল, সুমাত্রা ও প্রশাস্তমহাসাগরের দ্বীপপুঞ্জে নৈসর্গিক বায়ুপ্রবাহের সহায়তাঁর পোতচালনা কর! যাইতে পারে। এই পথেই ভারতীয় বাণিজ্যস্রোত প্রবাহিত হইয়াছিল। বঙ্গোপকূল হইতে প্রশান্তমহাসাগরে গমন করিতে হইলে প্রথমে দক্ষিণাবর্তে সিংহলে উপনীত হইয়া তথা হইতে মুমাত্রাদ্বীপের শ্ৰীভোজনামক প্রসিদ্ধ বন্দরে ও তথা হইতে প্রশান্তমহাসাগরের দ্বীপপুঞ্জে অর্ণবপেতে চালনা করিতে হইত । তজন্ত সিংহল ও স্বমাত্রা ভারতীয় সমুদ্রযাত্রায় প্রধান অtশ্রয়স্থলে পরিণত হইয়াছিল। এই পথে ভারতবর্ষের বাণিজ্যের সঙ্গে ভারতবর্ষের জ্ঞানগৌরব বহুদূরদেশে প্রচলিত হইয়াছিল। প্রাচ্যশিল্পাদশের ইতিহাপলেখক বাপাননিবাসী স্বনামখ্যাত স্থপণ্ডিত কাকামু ও কাকুর। ইহার উল্লেখ করিয়া লিখিয়াছেন,— মুসলমানের দিগ্বিজয়ের অব্যবহিত পুৰ্ব্বকাল পর্যাস্তু বঙ্গোপসাগরের নাবিকগণ পুরাতন বাণিজ্যপথে অগ্রসর হইয়! সিংহল, পূবদ্বীপ ও মুমাত্রায় উপনিবেশ সংস্থাপনপূর্বক চীনসাম্রাজ্যের সহিত ভারতবর্ষের আদান প্রদানের সম্বন্ধ স্থাপন করে এবং তৎস্থত্রে ব্রহ্ম , ও খামদেশের সমুদ্রোগকুলে বর্ণসঙ্কর জাতির অভু্যদন্তু সাধিত ફ્રેં: 1 જ '. Down to the days of the Mahomcdan conquest wcnt, by the ancient hi ways of the sca, the intrepid marincrs of the Bengal coast, founding their colonies in Ceylon, Java and Sumatra, leaving Aryan ... blood to mingle with that of the seaboard races & Bufma and Siam, and finding Cathay and India fast in mutual intercourse.- Ideals of the East.