পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন বিদ্যাপতির প্রকাশিত-পদাবলী।* తాత్ప్రt3:xttణా:3<+ ১২৮২ সালের জ্যৈষ্ঠমাসের বঙ্গদর্শনে স্বর্গগত রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ষে প্রবন্ধ প্রকাশ করেন, তাহাতে বিদ্যাপতির প্রকৃতইতিহাসনির্ণয়ে যুগান্তর উপস্থিত হয়। তৎপূৰ্ব্বে এই কবির সম্বন্ধে লোকে যাহা জানিত, তাহ লোক প্রবাদ মাত্র। প্রকৃত কথা কেহ জানিত না, জানিবার তেমন কোন প্রয়াস ও হয় নাই। রাজকৃষ্ণবাবু প্রভূত পরিশ্রম স্বীকার করিয়া, অসামান্ত মৌলিক গবেষণা দ্বারা কবির সম্বন্ধে ঐতিহাসিক তথ্য নিরূপণ করিলেন। প্রচুর প্রমাণ দ্বারা তিনি যে কয়েকটি সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন, সেগুলি তাহার নিজের ভাষায় উদ্ধৃত হইল। =—“(১ ) মৈথিলভাষায় . রচিত অনেক গীত মিথিলায় ৫চলিত আছে, এবং ঐ সকল গীতের ভণিতায় রাজা শিবসিংহ রূপনারায়ণ ও লখিমাদেবীর উল্লেখ দৃষ্ট হয়। (২) মিথিলার পুীগ্রন্থে বিভাপতুির পরিচয় — Фзъ পাওয়া যায়। (৩) রাজা শিবসিংহ মিথিলার রাজা ছিলেন ও লখিমীদেবী তাহার মহিষী ছিলেন, ইহা পত্নীগ্রন্থ ও জনপ্রবার দ্বারা নির্ণীত হয়। (৪) বিদ্যাপতির কোন কোন কবিতা ও র্তাহার মৃত্যু সম্বন্ধে মিথিলায় আশ্চর্য্য উপাখ্যান প্রচলিত আছে, বাংলাদেশে নাই। (৫) বিদ্যাপতি শিবসিংহ রাজার নিকটে বিস্ফীগ্রাম দান পাইয়াছিলেন ; দানপত্র অদ্যাবধি বর্তমান আছে ; এবং উহার বলে কবির উত্তরাধিকারিগণ উক্ত গ্রাম ভোগদখল করিয়া তথায় বাস করিতেছেন। (*) বিদ্যাপতির হস্তলিখিত শ্ৰীমদ্ভাগবত অদ্যাপি তত্বংশীয়দিগের নিকটে মিথিলায় দেখিতে পাওয়া ধায় r ( i ) রাজা শিবসিংহের ভ্রাতৃবংশীয়ের হৃতরাজ্য হইব। মিথিলুীয় আছেন। (৮) বিভাপতিলিখিত পুরুষপরীক্ষা, দুর্গাভক্তিতরঙ্গিণী, ও জম্ভাe অনেক সংস্কৃতুপুস্তক মিথিলায় প্রচলিত 雷丁 o 丽广 e SSBBBB uBBu BBBS BBB BBBBBBBB BBBBB uS BBB দ্বিতীয় অংশ, অর্থাৎ অপ্রকাশিত্ত পদাবলী, জ্যৈষ্ঠসংখ্যার বঙ্গদর্শনে প্রকাশিত হইবে।