পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R दत्रमननं । cमथों शां★, श्रांब्र ८कfश्रृंt७ १७घ्रां यtब्र नीं । (৯) এই সকল পুস্তকে তাৎকালিক রাজাদিগের যেরূপ পরিচয় আছে, পঞ্জীগ্রন্থে মিথিলার রাজাদিগের সেইরূপ পরিচয় পাওয়া স্বায়। (১০ ) বিস্তাপতিরচিত মৈথিল গীতের সহিত বঙ্গদেশে প্রচলিত তদীয় গীতের সাদৃপ্ত দৃষ্ট হয়।” রাজকৃষ্ণবাবুর এই দশটি পিন্ধান্ত এতাবৎকাল প্রামাণ্য রহিয়াছে, কোনটিই খণ্ডিত অথবা ভ্রান্ত প্রমাণিত হয় নাই। দুইটির সম্বন্ধে কিছু বক্তব্য আছে। বিঘ্নাপতির স্বহস্তলিখিত শ্ৰীমদ্ভাগবত র্তাহার ংশধরদিগের নিকট অাছে, এ কথা আরও অনেকে বলেন ; তালপত্রের প্রতিলিপিও প্রকাশিত হইয়াছে। বিস্ময়ের কথা এই যে, কবির রচিত অমূল্য পদাবলী ও র্তাহার রচিত ৰছতর সংস্কৃতগ্রন্থের একখানিও পাণ্ডুলিপি অথবা তালপত্র তাহার বংশধরদিগের অথবা অপর কাছারও নিকট পাওয়া যায় না, অথচ সম্ভবত সেগুলি তাহার বিশেষ আদরের ও যন্ধের সামগ্রী ছিল। বিস্ফীগ্রামের দানপত্রসম্বন্ধেও নূতন তথ্য নিরূপিত হইয়াছে। রাজকৃষ্ণবাবুর প্রবন্ধে উক্ত দানপত্রের একাংশ উদ্ধৃত হইয়াছিল। প্রায় দশবৎসর পরে প্রিয়ার্সন দানপত্রের সম্পূর্ণ প্রতিলিপি পাইয়া Indian Antiquary *{A, 2soto on লে সময় গৰ্য্যন্তু তিনি মুল দানপত্র দেখিতে পান মাই। কিছুদিন পরে দানপত্রের তাম্রলিপি পাইরা তাহার প্রতিকৃতি এসিরাটিকৃ সোসাইটির কৰ্ম্মবিবরণীতে ( Proceedings) প্রকাশ করেন। আরং কিছুদিন পরে তিনি নিঃসংশয়ে .প্রমাণ করেন যে, তাম্রলিপি কত্রিম, আসল নহে। বোধ হয়, মূল দানপত্র ৪র্থ বর্ষ, বৈশাখ थीनि शंब्रांझेब्रां वा नछे झ्हेब्रां शां७ब्रां८ड বিদ্যাপতির কোন বংশধর একখানি নূতন । তাম্রলিপি প্রস্তুত করাইয়া থাকিবেন, এবং । সেই সময় তাহাতে তারিখের গোল থাকিয়া . शtच्न । n পুৰ্ব্ব বিদ্যাপতির গীতাবলী স্বতন্ত্রপুস্ত' কাকারে প্রকাশিত হর নাই, পদকল্পতরুর কবিতাকুসুমও বর্ণাশুদ্ধিকণ্টকাকীর্ণ অরণ্যের মধ্যে নিহিত ছিল । রাজকৃষ্ণবাবুর প্রবন্ধ প্রচারিত হইবার দুইবৎসর পূৰ্ব্বে অর্থাৎ ১২৮০ সালে, শ্ৰীযুক্ত জগদ্বন্ধু ভদ্র নিজের নাম অপ্রকাশিত রাখিয়া মহাজনপদাবলী হইতে বিদ্যাপতি ও চণ্ডীদাসের পদাবলী স্বতন্ত্রগ্রন্থাকারে সঙ্কলন করিয়া প্রথমে প্রকাশ করেন। র্তাহার এই উদ্যম ও অধ্যবসারের যথোচিত প্রশংসা হয় নাই। পরবর্তী সঙ্কলনকারগণ র্তাহার নিকট অশেষ ঋণী, এমনকি, তাহার কৃত অনেক টীকা গ্রহণ করিয়াছেন, কিন্তু তাহারা সে ঋণ স্বীকার করেন নাই, ইহা ক্ষোভের বিষয়। র্তাহার সংগৃহীত পাঠ ও তৎকৃত টীকা প্রমাদশূন্ত হয় নাই, এবং বিদ্যাপতির জন্মস্থানসম্বন্ধে র্তাহারও ভ্রান্ত ধারণা ছিল, কিন্তু তাহীর স্বার্থশূন্ত উদ্যম ও পরিশ্রমে সাহিত্যের কলেবর পুষ্ট ও সাহিত্যামুরাগী ব্যক্তির আনন্দ বন্ধিত হয়। রাজকৃষ্ণবাবুর প্রবন্ধ প্রকাশ হইবীয় অব্যবহিত পরেই ঐযুক্ত অক্ষয়চন্দ্র সরকার' ও ত্রযুক্ত সারদাচরণ মিত্র ‘প্রাচীনকাব্যসংগ্ৰছ’সঙ্কলনে ব্ৰতী হইলেন। বিদ্যাপতির পদাবলী সঙ্কলন ও টীকা প্রভৃতির ভার সারদাবাৰু,"লইলেন...অবশিষ্ট গ্রন্থসমূহ অস্থয়বাৰু সম্পাদন করেন। পরে বিদ্যা