পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ویه হাতেই গড়িয়া উঠিৰে—এই জমির বাগান, এই ঘরের পারিপাট্য, এই ঘরকন্নার আরাম, সমস্তই আমার ইচ্ছাও চেষ্টার অপেক্ষায় অনাগত ভবিষ্যৎ হইতে আমার দিকে তাকাইয়া আছে—এই কথা স্মরণ করিয়া এবং তাহার নিজরচিত সুগঠিত সেই ভাবী গার্হস্থ্যটিকে কল্পনায় প্রত্যক্ষ করিয়া কমলা লীড়রচনারত =বিহগীর মত কৰ্ম্মপরায়ণ আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিল । • o রমেশ হেমনলিনীর প্রতি অভিমানের তাক্ষেপ হৃদয়ের মধ্যে • লইয়া গাজিপুরে আসিয়াছিন্থ। সে মনে মনে ৰলিতেছিল, “হেমনলিনী যদি আমাকে এত সহজে এত শীঘ্র বুলিয়া যাইতে পারে, তবে আমিও তাহার দম্ভ বৃথা খেদ করিয়া মাথা খুড়িয়া মরিব না|” এই বলিরা হেমনলিনীর সহিত তুলনায় কমলাকে সে জোর করিয়া বাড়াষ্টয়৷ তুলিবার চেষ্টা করিতেছিল । রূপে কমলা যে হেমনলিনীর চেয়ে শ্রেষ্ঠ, সে কথা কাহারে। অস্বীকার করিবার জো নাই। অবশু কমল৷ গাহিতে-বাজাইতে, ইংরাজি লিখিতে-পড়িতে জানে না, কিন্তু স্বাভাবিক তীক্ষুবুদ্ধি ও সদ্বিবেচনায় সে কাহারো চেয়ে নুন নছে ; তাহার বোধশক্তির একটা অসামান্তত আছে –বোধ করি বেশি বানান মুখস্থ ও পড়া মুখস্থ করিতে হয় নাই বলিয়াই তাঁহার বুদ্ধি এরূপ আশ্চৰ্য্য তাজা রহিয়াছে। • এইরূপে রমেশ নানা তর্ক দ্বারা কমলা८कहे शमब्रब्रांप्छा छन्नैौ कव्रिब्रॉ cझ्भनशिनौब्र চপল ব্যবহারের সমুচিত প্রতিশোধ লইবার জঙ্ক নির্জেকে প্রস্তুত করিতেছিল। এ সম্বন্ধে মনে মনে নিজের প্রতি এতই বলী , a. t | [ ৪র্থ বর্ষ, জ্যৈষ্ঠ, প্রয়োগ করিতেছিল, যেন ব্যাপারটা তাছার, পক্ষে অত্যস্ত কঠিন। किरू छ्क्रङ्ऊ अधिकक्रम ब्रश्णि नौं । গৃহকৰ্ম্মের মধ্যে রমণীর সৌন্দৰ্য্য যেমন বিচিত্র, • cबभन मधूञ्ज, ७भन आब्र ८कोथाउँ नप्श्এইজন্য আলস্ত বরঞ্চ পুরুষকে শোভা পায়; কিন্তু নারীকে সাজে না ;–স্রোতের অৰিশ্রাম প্রবাহ যেমন নদীর শোভা এবং স্বাস্থ্যকরতাকে জাগাইয়া রাখে—তেমনি কৰ্ম্মের ধারা রমণীর দেহমনের সমস্ত কাস্তিকে নানাভাবে নানাভঙ্গীতে খেলাইয়। তরঙ্গিত করিয়া রাখে । o রমেশ আজ কমলাকে কৰ্ম্মের মাঝখানে দেখিল—সে যেন পার্থীকে খাচার বাহিরে আকাশে উড়িতে দেখিল । তাছার প্রফুল্প মুখ, তাহার সুনিপুণ পটুত্ব, তাহার কৰ্ম্মোদ্যমের লীলালহরী রমেশের মনে এক নূতন বিস্ময় ও আনন্দের উদ্রেক করিয়া দিল । এই সঙ্গে সঙ্গে আর একটি ভাব তাহার * মনের মধ্যে পুলকসঞ্চার করিতে লাগিল,রমেশ চিরকাল একলা ছিল, বিচ্ছিল্প ছিল— আজ সে ঐ কমলাকে কেন্দ্রস্বরূপ উপলব্ধি করিয়া নিজেকে একটি সংসারপরিধির . অন্তভূত দেখিল । নিজের একটা মূল্য, একটা গৌরব বুঝিল,- একটা বিশেষ অধিকার লাভ করিল। এই সুন্দরী, এই কিশোরী, এই কল্যাণী রমেশের সংসারকে - গড়িয়া তুলিবার, বাধিয়া রাখিবার জন্য আপনাকে কেমন পরিপূর্ণ আনন্মের স্বস্থিত উৎসর্গ , कब्रिबारइ , हेशंद्र, बtषाहे ¢न आणनांब्र गग्नल गावैकडा अन्नडद काँब्ररङtइ- जानনার সমস্ত লাবণ্য, সমস্ত বুদ্ধি, সমস্ত প্রতি এই