পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘৃতীয় সংখ্যা । ] স্বাথায় সিঁদুরের রেখাটি যেমন-তেমন করিয়া गांशाब्र ना । भूज्जांब्र बांशान इङ्गेष्ठ नैठকালের নানারঙের বিলাতীফুল সংগ্ৰহ ফরিয়া কমল অনেকক্ষণ বসিয়া একটি কাচের পাত্রের উপরে নানারকম করিয়া সাজাইতে চেষ্টা করে—মনের মত সাজানটি হইলে তাহার উপরে জলের ছিটা দিয়া দেয়ালে একটি শেলফের উপরে রাখিয়া দেয়। কমলা পশম-বোন এবং সেলাই কিছু-কিছু শিখিয়াছিল, কিন্তু তাহা তাহার কাছে অত্যস্ত বিরক্তিকর ছিল—এখন সে অবকাশের সময় সেলাইয়ের বাক্স খুলির নানা রঙের পশম মিলাইয়া নান। ছাদের অনাবশুক কারুকার্য্য রচনা করিবার চেষ্টা করে । কমলা কোনো কালে গাহিতে শেখে নাই, সেজন্য কোনো অভাবও অমুভব করে নাই-- আজকাল শৈলজার বাংলা বইগুলি হইতে গান বাছিয়া একটি ছোট খাতার কাপি করিয়া গান গাহিবার সাধ মিটাইতেছে। . ইতিমধ্যে রমেশের আসিবার দেরি দেখিয়া শৈলজার বিশেষ অনুরোধে খুড়া কমলাদের ধাসের জন্য সহরের বাহিরে গঙ্গার ধারে একটি বাংলা ঠিক করিয়াছেন। অল্পস্বল্প আসবাব সংগ্ৰহ করিয়া বাড়ীটি বাসয়োগ্য করিয়া তুলিবার আয়োজন করিতেছেন এবং নুতন ঘরকল্পার জন্ত আৰশুকুমত চাকরদাসীও ঠিক করিয়া রাখিয়াছেন। & অনেকদিন দেরি করিয়) রমেশ যখন গাজিপুরে ফুিরিয়া আলি, তখুন খুড়ার ৰাড়ীতে পড়িয়া খাইবার আর কোনু স্থত থাকিল না। এতদিন পরে কমল৷ নৌকাভুবি। ቁ4: निरजब्र * चाशैौन घब्रकब्राद्र मरश थrवन করিল। e ংলাটির চারিদিকে বাগান করিৰার মত জমি যথেষ্ট আছে। দুই-সারি সুদীর্ঘ শিশুগাছের ভিতর দিয়া একটি ছায়াময় রাস্তা গিয়াছে। শীতের শীর্ণগঙ্গা বহুদূরে সরিয়াগিয়া ৰাড়ী এবং গঙ্গার মাঝখানে একটি নীচু চর পড়িয়াছে—সেই চরে চাষার স্থানে *স্থানে গোধুণ চাষ করিয়াছে এবং স্থানে झारन ठब्रमूख ७ वैब्रबूछा जाशांशेरठळक । বাড়ীর দক্ষিণসীমানায় গঙ্গার দিকে একটি বৃহৎ বুদ্ধ নিমগাছ আছে, তাহার তল৷ বাধানে । ৰহুদিন ভাড়াটের অভাবে বাড়ী ও জমি অনাদৃত অবস্থায় থাকাতে বাগানে গাছপাল। প্রায় কিছুই ছিল না এবং ঘরগুলিও অপরিচ্ছন্ন হইয়া ছিল । কিন্তু কমলার কাছে এ সমস্তই অত্যন্ত ভাল লাগিল । গৃহিণীপদলাভের আনন্দ-আভায় তাহার চক্ষে সমস্তই সুন্দর হইয়া উঠিল। কোন ঘর কি কাজে ব্যবহার করিতে হইবে, জমির কোথায় কিরূপ গাছপালা লাগাইতে হইবে, তাহা সে भएन भट्न ळेिक रुब्रिब्रा बाहेण । धूफ़ांब्र সহিত পরামর্শ করিয়া কমলা সমস্ত জমিতে চাষ জিয়া লইবার ব্যবস্থা করিল। নিজে উপস্থিত থাকিয়া রান্নাঘরের চুল বানাইয়। লইল এবং তাহার পাশ্ববর্তী ভাড়ার ঘরে, যেখানে যেরূপ পরিবর্তন আবগুক, তাহা সাধন করিল। সমস্তদিন ধোঁয়ামাজ, গোছানো-গাছানো,—কাজকর্শ্বের আর অস্ত নাই। চারিদিকেই কমলার মমত্ব আৰুষ্ট হইতে লাগিল । এ সমস্তই জামার, আমার