পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্য । ) लंकारं । ২১৩ রামের ছায়ার স্থায় লক্ষ্মণ পশ্চাদ্বত্তা। কিন্তু রাম স্বল্পভাষী ভ্রাতার হৃদয় জানিতেন, অভিষেকসংবাদে স্বর্থী হইয়া সৰ্ব্বপ্রথমেই লক্ষ্মণের কণ্ঠলগ্ন হইয়া বলিলেন, “জীবিতঞ্চাপি রাজ্যঞ্চ ত্বদৰ্থমভিকাময়ে”—আমি জীবন ও রাজ্য তোমার জন্তই কামনা করি । ভ্রাতার এইরূপ দুইএকটি কথাই লক্ষ্মণের অপুৰ্ব্ব মেহের একমাত্র পুরস্কার ও পরম পরিতৃপ্তি। আমরা কল্পনানয়নে দেখিতে পাই, রামের এই স্নিগ্ধ আদরে “স্ববর্ণচ্ছবি” লক্ষ্মণের গণ্ডদ্বয় নীরব প্রফুল্লতায় রক্তিমাভ হইয়া উঠিয়াছে ! কিন্তু এই মৌন স্বল্পভাষী যুবক, রামের প্রতি কেহ অদ্যায় করিলে, তাহা ক্ষমা করিতে জানিতেন না । যেদিন কৈকয়ী অভিষেকব্রতোজ্জল প্রফুল্ল রামচন্দ্রকে মৃত্যুতুল্য বনবাসাজা শুনাইলেন, রামের মুক্তি সহসা বৈরাগ্যের শ্লীতে ভুষিত হইয়া উঠিল, তিনি ঋষিবং নিলিপ্তভাবে গুরুতর বনবাসাঙ্ক মাথায় তুলিয়া লইলেন, অভিষেকসম্ভারের সমস্ত আয়োজন যেন তাহাকে ব্যঙ্গ করিতে লাগিল, সেইদিন সেই উৎকট মুহূৰ্ত্তেও তাহার আর-কোন সঙ্গী ছিল না, তাহার পশ্চাদ্ভাগে চিরস্থহৎ ভক্ত ক্ষুণ্ণ হইয়া দাড়াইয়া ছিলেন, বাল্মীকি দুইটি ছত্রে সেই মোনচিত্রটি আঁকিয়াছেন— “তং বাষ্পপরিপূর্ণীক্ষ পৃষ্ঠতোহফুজগাম হ । লক্ষ্মণ: পরমকুদ্ধঃ স্বমিত্ৰাসন্দবদ্ধ লঃ ” লক্ষণ—অতিমাত্র ক্রুদ্ধ হইয়। বাস্পপুর্ণচক্ষে ভ্রাতার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। এই অম্ভীর আদেশ তিনি সহ করিতে পারেন নাই। রামচন্দ্র র্যাহাদিগকে অকুষ্ঠিত চিত্তে ক্ষমা করিয়াছেন, লক্ষ্মণ তাহাদিগকে ক্ষমা করিতে পারেন নাই । রামের বনবাস লইয়। তিনি কৌশল্যার সম্মুখে অনেক বাশ্বিতও। করিয়াছিলেন, ক্রুদ্ধ হইয়া তিনি সমস্ত অযোধ্যাপুরী নষ্ট করিতে চাহিয়াছিলেন। তিনি রামের কৰ্ত্তব্যবুদ্ধির প্রশংসা করেন নাই—এই গৰ্হিত আদেশপালন ধৰ্ম্মসঙ্গত নহে, ইহাই বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন । এই অগ্নিমূৰ্ত্তি যুবক যখন দেখিতে পাইলেন, রামচন্দ্র একান্তই বনবাসে যাইবেন, তখন কোথা হইতে এক অপূর্ব কোমলতা তাহাকে অধিকার করিয়া,বসিল ; তিনি বালকের স্থায় রামের পদযুগো লুষ্ঠিত হইয়। কাদিতে লাগিলেন—“ঐশ্বৰ্য্যঞ্চাপি লোকানাং কাময়ে ন ত্বয়া বিনা ।” অমরত্ব কিংবা ত্রিলোকের ঐশ্বৰ্য্যও আমি তোমা ভিন্ন আকাঙ্ক্ষা করি না। রামের পাদপীড়নপুৰ্ব্বক উহ অশ্রুসিক্ত করিয়া নববধূটির দ্যায় সেই ক্ষণত্রতেজোদীপিত মুক্তি ফুলসম স্বকোমল হইয়া সঙ্গে যাইবার অনুমতি প্রাথনা করিল। এই ভিক্ষ স্নেহস্থচক দীর্ঘ বক্তৃতায় অভিব্যক্ত হয় নাই, অতি অল্প কথায় তিনি রামের সঙ্গী হইবার জন্ত অনুমতি চাহিলেন, কিন্তু সেই অল্প কথায় মেহগভীর আত্মত্যাগী হৃদয়ের ছায়া পড়িয়াছে । রাম হাতে ধরিয়া তাহাকে তুলিয়া লইলেন, “প্রাণসম প্রিয়,” “বগু”, “সখা” প্রভৃতি স্নেহমধুর সম্ভাষণে র্তাহাকে সন্তুষ্ট করিয়া বনযাত্র হইতে প্রতিনিবৃত্ত করিতে চেষ্টা পাইলেন, কিন্তু লক্ষ্মণ দুইএকটি দৃঢ়কথায় তাহার অটল সঙ্কল্প জ্ঞাপন করিলেন, “আপনি শৈশব হইতে আমার