পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যা । ] বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয় । S్చరిa কি ? (৩) কোন সময়ে এই ঘটনা সংঘটিত হয় ? (৪) তৎকালে নবদ্বীপে রাজধানী ছিল কি না ? (৫) নবদ্বীপ কোন সময়ে কি সুত্রে মুসলমানের হস্তগত হয় ? এই সকল প্রশ্ন জটিল হইলেও, পুরাতত্ত্বানুসন্ধানপরায়ণ পণ্ডিতবর্গের অধ্যবসায়ে এপর্য্যস্ত যে সকল প্রমাণ আবিষ্কৃত হইয়াছে, তাহা এই কলঙ্কক্ষালনের পক্ষে যথেষ্ট ।* বক্তিয়ার খিলিজি সম্বন্ধে শিশুপাঠ্য ইতিহাসে বিশেষ কিছু জানিবার উপায় নাই । সুতরাং তাহার নামে কেহ কোন রচা-কথা প্রচার করিলেও, তাহার প্রতিবাদ করা কঠিন হইয়া পড়ে। বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয় সম্বন্ধে ঐতিহাসিক-তথ্য-নির্ণয়ের উপযোগী যে সকল প্রমাণ এপর্য্যন্ত আবিস্কৃত হইয়াছে, তদ্বারা যে সকল সিদ্ধান্ত অনিবাৰ্য্য বলিয়া স্বীকার করিতে হয়, তাহা এই – (ক) সপ্তদশ অশ্বারোহীর নবদ্বীপ-অধিকারের কাহিনী জনৈক বৃদ্ধ মুসলমান সৈনিকের মুখে শ্রবণ করিয়া মিনহাজ উদ্দীন স্বকৃত “তব কাৎ-ই-নাসেরী”নামক ঐতিহাসিক গ্রন্থে সন্নিবিষ্ট করেন । তাহার অন্ত কোন প্রমাণ নাই । সেই প্রথম, সেই শেষ। পরবর্তী গ্রন্থকারগণ তাহারই পুনরুক্তি করিয়া গিয়াছেন । (খ ) লাক্ষ্মণ্যনামক কোন নরপতির বঙ্গদেশের অধিপতি থাকার প্রমাণ নাই । সেনরাজবংশে এই নামের কেহ সিংহাসনে আরোহণ করেন নাই । (গ) ১২০৩ খৃষ্টাব্দে বক্তিয়ারের বঙ্গণগমন বিশ্বাস করা যায় না। কারণ, মুসলমান ইতিহাসলেখকের মতে বক্তিয়ার দ্বাদশবৎসর বঙ্গদেশ শাসন করিয়া ১২০৫ খৃষ্টাব্দে বঙ্গদেশেই পরলোকগমন করেন । সুতরাং ১২০৩ খৃষ্টাব্দের পূৰ্ব্বেই বক্রিয়ার বঙ্গদেশে উপনীত হন । _ (ঘ) বক্তিয়ার খিলিজির মৃত্যুকাল পৰ্য্যস্ত নবদ্বীপ হিন্দুরাজ্যভুক্ত একটি বিভাগ বা “বিষয়” ছিল, তথায় কোন রাজা বt রাজধানী ছিল না। লক্ষ্মণাবতী, লক্ষ্মেীর ও বিক্রমপুরে তিনটি রাজধানী ছিল । ( ঙ ) বক্তিয়ার খিলিজি সম্রাটু কুতবউদ্দীনের নিকট যে সনন্দ প্রাপ্ত হন,তাহাতেও তাহাকে লক্ষ্মণাবতী অধিকারের ক্ষমতা প্রদান করা হয় । তাহাতে নবদ্বীপের নামোল্লেখ নাই । (চ) তৎকালে লক্ষ্মণাবতীর অধীন বরেন্দ্র ভূমি, লঙ্গের রাজধানীর অধীন রাঢ়ভূমি ও বিক্রমপুরের অধীন বঙ্গভূমি ( পুৰ্ব্ববঙ্গ ) অবস্থিত ছিল । বাগড়ি অর্থাৎ মধ্য ও দক্ষিণ বঙ্গের কিয়দংশ রাঢ় ও কিয়দংশ বঙ্গের অন্তর্গত ছিল । সুতরাং সেকালের নবদ্বীপ রাঢ়ের অধি- * কারভুক্ত ছিল । তাহা কোন সময়েই বরেন্দ্র ভূমির বা লক্ষ্মণাবতীর অন্তর্গত ছিল না। 总 S SSDDDDDD DBBBBB BBBBB DBBBS BB BBB BBB BBBBB BB S BBB BBBB BBDS SAA AD BBBBBDD BBB BBB BBB BBB BB BBBB BBBBB BBBB BBB BBB শতিকালের ইতিহাসলেখকের সমালোচনা-শ্রম বন্ধিত করিতেছেন । বিগত চৈত্রসংখ্যার "নবপ্রভা” পত্রে eiBBBD DDDDDD DBBB SBBB BBS BBB BBBB BB BBBB BBBB BBBBB গঙ্গরূপে মানিয়া লইয়াছেন ।