পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা। } নৌকাডুবি। ২৬৫ অনেকটাই নষ্ট হইবে ॥ এমনি করিয়৷ বারবার টাকা জলে ফেলিয়া দিতে পারি, এমন সঙ্গতি আমার নাই ।” নিজেকে ক্রিয়াকর্মের গোলমাল হইতে বঁাচাইবার এই স্থযোগটুকু পাইয়া অন্নদণবাবু ভিতয়ে-ভিতরে কিছু যে আশ্বস্ত হন নাই, তাহা ৰলিতে পারি না । পরের প্রতি দোষারোপ করিবার সুখ এবং কৰ্ম্মের ঝঞ্চাটু হইতে নিস্কৃতি পাইবার আরাম, দুটাই তাহার পক্ষে উপাদেয় । ইহাতে ব্যয়সংক্ষেপেরও সম্ভাবনা আছে । রমেশ সমস্ত ব্যয় ও ব্যৰস্থার ভার নিজের স্বন্ধে লইতেই প্রস্তুত হইল । সে উঠিবার উপক্রম করিতেছে, এমন-সময় অল্পদাবাবু, কহিলেন—“রমেশ, বিবাহের পরে তুমি কোথায় প্র্যাকটিস করিবে, কিছু স্থির করিস্বাছ ? কলিকাতায় নয় ?” রমেশ কহিল—“না। পশ্চিমে একটা ভাল জায়গার সন্ধান করিতেছি ।” অন্নদাবাবু । সেই ভাল, পশ্চিমই ভাল । এটেীয়া ত মন্দ জায়গা নয় । সেখানকার জল হজমের পক্ষে অতি উত্তম—আমি সেখানে মাসখানেক ছিলাম—সেই একমাসে আমার আহারের পরিমাণ ডবল বাড়িয়া গিয়াছিল। দেখ বাপু, সংসারে জামার ঐ একটিমাত্র মেয়ে—আমি সৰ্ব্বদা উহার কাছেকাছে না থাকিলে সে-ও মুখী হইবে না, আমিও নিশ্চিন্তু হইতে পারিব না । তাই আমার ইচ্ছ, তোমাকে একটা স্বাস্থ্যকর জায়গা বাছিয়া লইতে হইৰে । অন্নদাবাবু রমেশের একটা অপরাধের অবকাশ পাইরা সেই সুযোগে নিজের বড় বড় দাবীগুলা উপস্থিত করিতে আরম্ভ করি, লেন । সে সময়ে রমেশকে তিনি যদি এটোয় না বলিয়া গারে বা চেরাপুঞ্জির কথা বলিতেন, তবে তৎক্ষণাৎ সে রাজি হইত। সে কহিল, “যে আজ্ঞা, আমি এটোয়াতেই প্র্যাকটিস করিব।”—এই ৰলিয়। রমেশ নিমন্ত্রণ-প্রত্যাখ্যানের কার্য্যভার লইয়া প্রস্থান করিল ৷ অনতিকাল পরে অক্ষয় ঘরে ঢুকিয়াই কহিল, “অন্নদাবাবু, আজকের খৰরের কাগজে দেখিয়াছেন ত—কাল সহরে ২৩৫ জন রোগে মরিয়াছে।” . অন্নদাবাবু কহিলেন—“মরুক না, আমার তাহাতে কি ?” অক্ষয় ভাবিল, “একি হইল—আজি এতবড় মৃত্যুতালিকাতেও অন্নদাবাবুর রুচি নাই ? নিশ্চয় একটা গুরুতর অনৰ্থপাত কিছু ঘটিয়াছে ।” অক্ষয় মৃদুস্বরে বলিতে আরম্ভ করিল, “আপনার শরীর—” অন্নদাবীবু কহিলেন, “আমার শরীর চুলোয় যাক্ট গে—এদিকে রমেশ তাহার বিবাহের দিন একসপ্তাহ পিছাইয়া দিয়াছে ?” অক্ষয় । না না, আপনি বলেন কি ? সে কি কখনো হইতে পারে ঐ পরশু যে বিবাহ । 峻 অন্নদা ৷ হইতে ত না পারাই উচিত ছিল—সাধারণ লোকের ত এমনতর হয় না । কিন্তু আজকাল তোমাদের যে-রকম কাও দেখিতেছি, সবই সম্ভব । অক্ষয় অত্যন্ত মুখ গম্ভীর করিয়া আড়স্বর-সহকারে চিস্ত করিতে লাগিল। কিছু