বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিলেন, তাহীদের বংশধরগণই কালে মুসলমানধৰ্ম্ম গ্রহণ করিয়া এসিয়া হইতে আফ্রিকা এবং আফ্রিকা হইতে ইউরোপে রাজ্যবিস্তার কল্পিবার সময়ে নব্য ইউরোপের জ্ঞানবিস্তারের সহায়তীসাধন করে ।* সুতরাং ধারাবাহিক ইতিহাস না থাকিলেও, ইউরোপীয় সমুন্নতির প্রথম সোপানে পরোক্ষভাবে ভারতীয় শ্রমণ [ ৩য় ৰখ, পোৰ । গণের জীবনগত প্রচারভ্রম যে কিয়ৎপরিমাণে বর্তমান ছিল, তাহাতে সন্দেহ কল্পিকার কারণ নাই । নিরপেক্ষভাবে ইতিহাস আলোচিত হইলে, কালে এই সকল তথ্য সমগ্র সভ্যসমাজে মুক্তকণ্ঠে স্বীকৃত ছইবে ; জন্মান অধ্যাপকগণের তথ্যাঙ্গুসন্ধানকৌশলে তাহার পূর্বস্থচনা দেখিতে পাওয়া বাইতেছে! শ্ৰীঅক্ষয়কুমার মৈত্ৰেয় । থিয়েটার । নাটক এ দেশে নুতন নহে, কিন্তু নাট্যালয় নুতন । পুরাকালে রাজাদের প্রাসাদে নাটক অভিনীত হইত, ইদানী ধনীর ঘরে যাত্রা হইত। ইংরাজদিগের দেখাদেখি যখন এ দেশে থিয়েটারের স্বষ্টি হইল, তখন কাজেকাজেই নাট্যগৃহ নিৰ্ম্মিত হইল । সেকালের নাটক কিংবা যাত্র। সকল আসরে অভিনয় করা যাইত, কিন্তু থিয়েটারের সঙ্গে সঙ্গে রঙ্গমঞ্চ, পট প্রভৃতি আসিল, অভিনয়কৌশলের সহিত পটাদি পরিবর্তন মিলিত হইল । থিয়েটারও প্রথমে সখের হয় ; প্রথম-প্রথম তাহাতে দেশের অনেক গণ্যমান্ত ব্যক্তি যোগদান করিতেন । ক্রমে থিয়েটার ব্যবসা ছইয়। দাড়াইল । তাহাতে নিন্দার কিছু দেখি না, কারণ পেশাদার না হইলে প্রতিস্বস্থিত হয় না । দর্শকের পক্ষে পয়সা দিয়া দেখিলে ভালমন্দ বিচার করিবার অধিকার বাড়ে । মধুস্থদন দত্তের নাটক লইয়। অামা দের দেশে থিয়েটারের আরম্ভ। . তাহার পর বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী, মৃণালিনী, বিষবৃক্ষ নাটকাকারে ভাঙিয়া এবং দীনবন্ধুর নাটক লইয়া থিয়েটার জাকিয়া উঠিল। জাকিয়৷ উঠিবারই কথা, কারণ এরূপ উৎকৃষ্ট নাটকবলীর সর্বত্রই সমাদর হয় । ক্রমে ছোট ছোট গীতিনাট্য রচিত হইল, প্রযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মার্জিত ও উচ্চ অঙ্গের নাটকগুলি প্রচারিত ও অভিনীত হইতে আরম্ভ হইল । যাত্রাকে একপ্রকার বিদায় কল্পিয়া দিয়া থিয়েটার তাহার আসনে জমকাইয় বসিল । বঙ্গদেশের নাট্যালয়ের ইতিহাস লিখিরার ইচ্ছা আমার নাই, এবং সে ইতিহাস এত আধুনিক যে, তাহার জন্ত পুথিপাজি হাওড়াইবার প্রয়োজন হয় না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে থিয়েটারের ক্রমোন্নতি न इद्देब्रा ८कदल खप्रयमरिङ इऍ८ज्रटष् ८कन ? . SAAA SBBB B BBB BBBBB BB BB BBB BD DD DDD DDBB Bge eee প্রকাশিত হইৰে ।