পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 (; 8 শব্দের অন্ত্য স্বরের স্থানে অ-কার হয় এবং সৰ্ব্বশেষে ই-কার হয়। যথা, কাণাকাণি, হাতাহাতি, ঘুৰাযুষি, জড়াজfড় ইত্যাদি। শেষোক্ত প্রকারের দ্বিত্বাভাসে মূল শব্দের আদিতে এ-কার থাকিলে তাহার স্থানে শেষাংশে ই-কার হয়, ও-কার থাকিলে তাহার স্থানে উ-কার হয়। লেখালিপি, ঘেরাঘিরি, পেজপিজি, লোফালুফি, হোড়ছড়ি, খোলাখুলি ইত্যাদি। ১৪ । দ্বিত্বাভাসের আদ্য বা সার্থক סמי শব্দে যাহা সুচিত হয় তাহার সহিত সজাতীয় . বিজাতীয় আনুষঙ্গিক পদার্থের সমুচ্চয় স্বচনার সার্থক বা আদ্য শব্দের ট-কার ভিন্ন আদ্য ব্যঞ্জন বর্ণ নিরর্থক বা শেষ অংশে পরিবর্তিত হয়। ট-কারের পরিপর্তন হয় না। যথা, গাড়ী টাড়ী, নৌকাটেীক, টাকাটাক, টবটব ইত্যাদি। ১৫ । ট-কার আদ্য ব্যঞ্জন হইলে শব্দের রূপ হর দ্বিত্ব, কিন্তু অর্থ হয়, দ্বিাভাসের নিয়মানুগত। যথা, টাকাটাকা, টাকটাক, টকটক ইত্যাদি। ১৬। ক্রোধ, তাচ্ছল্য প্রভৃতি নিগ্ৰহ রসাত্মক দ্বিত্বাভাসে শেষাংশের আদ্য ব্যঞ্জন বর্ণ হয় ফ-কার। যথা, ফেলে দে তোর কাপড়-ফাপড়, রেখে দে তোর টাকাফাক, ভাত ফাত ছড়িয়েছে ইত্যাদি । ১৭। অনুকম্প প্রভৃতি অনুগ্রহ রসাত্মক দ্বিত্বাভাসে শেষাংশের আদ্য ব্যঞ্জন বর্ণ হয় স-কার। যথা, বোকাসোক৷ বঙ্গদর্শন । [ ১০ম বর্ষ, ফাঙ্কন, ১৩১৭ ৷ মোটাসোটা, রোগাসোগা, ইত্যাদি । ১৮। বিরসাত্মক দ্বিত্বাতাসে শেষাংশের আদ্য ব্যঞ্জনবর্ণ হয় ম-কার। যথা, চিস্তেমিস্তে, গজরমজর, কচরমচর, কচমচ, কটমট, ঘজমজ, টলমল, কাচুমাচু, থাবড়া মাবড়া ইত্যাদি। . ১৯ । গতিসূচক দ্বিত্বাভাসে শেষাংশের আদ্যস্বর হয় প-কার কিম্বা ব-কণর। যথা, চটপট, ছটপট, লটপট, তড়বড়, টগবগ, ঘড়বড়, কিলবিল ইত্যাদি । ২০। বিশৃঙ্খলত সুচক দ্বিত্বাভাসে বর্ণের বিশৃঙ্খল প্রয়োগ হয়। যথা, ইলবিল, উসঘুষ, উদ্ধখুষ্ক ইত্যাদি। দিত্বগন্ধী । ১। অবিরল সন্নিবিষ্ট সার্থক, সমমাত্রিক, অকুপ্রাসবদ্ধ বা মিএাক্ষর শব্দদ্বয়কে দ্বিত্বগন্ধী বলা যায়। যথা, চালচলন, চাচাছোল, মাজtঘষ ইত্যাদি। ২ । দ্বিত্ব-গন্ধী শব্দদ্বয়ের শেব শব্দ ভাষান্তর হইতেও গৃহীত হয়। যথা, কাজকৰ্ম্ম, লজ্জাসরম, কলকোশল ইত্যাদি । ৩। দ্বিত্বের ন্যার দ্বিত্বগন্ধী শব্দেও প্রত্যেকের অর্থলোপ হইয়া একটি মাত্র অর্থ নিষ্পন্ন হয়। সেই নিম্পন্ন অর্থ প্রত্যেক শব্দের অর্থের তুলনায় অধিষাত্রিক। যথা, কাজকৰ্ম্ম, সাজসজ্জা, বাচবিচার ইত্যাদি *

  • বঙ্গীয়-সাহিত্য-পরিষদের মাসিক অধিবেশনে পঠিত ।

ঐমোহিনীমোহন চট্টোপাধ্যায়। कtठेनt?