পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা } বিচার করেন নাই, তথাপি তিনি বিষম উদ্বিগ্ন হইলেন। এত বিলঙ্গ কেন ? বাড়ীতে পৌছিতে সে রাত্রিতে প্রমীতসেনের অনেক বিলম্ব হইলু। প্রমীত অ :পুরে পৌছিলে উৎপলা অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন ;– “fকগো, ঘর বাড়ী ভুলিয়। গিয়াছিলে না কি ?” “তাই ত । ঘর বাড়ী ভুলিয়া, কোন পথে, কোথায়, ক!ঙ্গর কাছে আসিয়া পৌছিলাম ?” “বটে ?”—স্বামীর হাত ঘরে প্রবেশ করিলেন । “ উপকৃতা’র সঙ্গে দে যা তই ল ৷” “হইয়াছে।” “কেমন লোক ?” “অপুৰ্ব্ব সুন্দরা " “ তাহা ত অনেক দিন হইতেই জানি । কি নাম, কাহার কস্তা, কাহ’র স্ত্রী ?” "গুনিতুব ?” ধরিয়া উৎপল উৎপল বিস্মিত নেত্রে স্বামীর মুখেয় দিকে চাহিয়া রহিলেন । “উপকৃতা—-মঞ্জুলা!” মঞ্জুল ! উৎপলা চমকিয়া উঠিলেন, র্তাহার চক্ষু বিস্ময়-বিষ্ফরিত হইয়া উঠিল । “মঞ্জুল !—কেমন করিয়া জানিলে ?” “দেখিয়াই চিনিলাম। বৃষ্টি-দুৰ্য্যোগের দিন ইহাকেই দেখি, গতকল্য উৎসবে ইহাকেই দেখিয়াছি । ইনিই সেখানে গীত গাছিয়ছিলেন ।” উৎপলা ক্ষণকাল নীরব হইয়া রহিলেন, শেষে বলিলেন;– উৎপল। Nలby{ “তুমি কি উপকৃতা’ ?” “আগে আর কেমন করিয়া জানিব ? — মধুলাকে উৎসবে দেখিয়াছি, মঞ্জুলাই যে সে দিনের সেই উপকৃত, তাহ ত আজ এই মাত্র জানিয়া আসিলাম ।” “মঞ্জুল কে, কাহার শুনিয়াছ ?” “ শুনিয়াছি ।” “কাহার নিকট শুনিলে ?” “অ ধঙ্গের নিকট শুনিয়াছি।” “কি শুনিয়াছ ?” জানিতে যে, মঞ্জুলাই কষ্ট।--তাহা মীত তখন অসঙ্গের নিকট শ্রত মঞ্জুলার পরিচয়-স্বচক অনেক কথা উৎপলকে বীণলেন। শুনিয়া উৎপলার বিস্ময় বৃদ্ধি *; शें 6 । প্রমাত নিজ মস্তকে জড়ান সেই ফুলের মাei খুলিয়" তাঙ্কার লঙ্গর বিস্তার করিয়া অতি আপরে উৎপল'র কণ্ঠ পরাইয়া দিলেন। মহাসুরভি ফুলের মালা, কৌশলময় তাহার গাথনি । স্বামীর প্রণঙ্গোপহারে উৎপলার চিন্তু উৎফুল্ল হইয়া উঠিল । উৎপল জিজ্ঞাসা করিলেন ;– “কোথায় পাইলে ?” "মঞ্জুলার পূজোপহার।” উৎপলার শরীর শিহরিয়া উঠিল। নগরশোভিনীর ছদ্ম প্রেমোপহার ! অথবা মন্ত্রসিদ্ধ গুপ্ত মোহনাস্ত্র ? কিন্তু তাহার পবিত্র হৃদয়ে সন্দেহ স্থান পাইল না । উৎপলা হাসিয়া বলিলেন – “অমন সুন্দরী, অমন মিষ্ট গায়িকার পুজায় ত চিত্ত হারাইয়া এস নাই ?”