পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম সংখ্যা ] মহোপাধ্যায় অধ্যাপক-বিদায় এবং ব্রাহ্মণাদিভোজন ও কাঙ্গালীবিদায়ের বিপুল আয়োজন হইল। সংসারচঞ্জের পিতৃভক্ত পুত্র অবিনাশচন্দ্র দিবারাত্রি পরিশ্রম করিয়া অল্প সময়ের মধ্যে এই বৃহৎ-ব্যাপারের ঘে প্রকার নিখুঁত বন্দোবস্ত করিলেন—তাহা তাহার পিতৃভক্তিরই পরিচায়ক । সমাগত সশিষ্য অধ্যাপকদিগের এবং অতিথি অভ্যাগত ও আত্মীয়স্বজনদিগের বাসস্থান ও আহারাদির বিশেষ ব্যবস্থা হইল । বিরাট মণ্ডপতলে আঠারটি রৌপ্য ও পিত্তলের ষোড়শ, ও শ্রান্ধেীপকরণ এবং শ্রাদ্ধসভা সজ্জিত । সভামওপের একস্থানে রাজগুরু, মন্দিরের মহাস্তবর্গ এবং নানাস্থানের স্বপণ্ডিত অধ্যাপকগণের স্থান, অন্তত্র রাজ্যের সর্দার ও প্রধান-অপ্রধান রাজকৰ্ম্মচারিগণ সমবেত । এক ধারে বঙ্গদেশীয় কীৰ্ত্তনীয়া মাথুরে’র করু৭-সঙ্গীতে শোতৃবৃনাকে নিৰ্ব্বাক করিরা রাখতেছে। সেদিন সকলের অবারিতদ্বার। পরদিবস প্রায় যষ্টিসহস্ৰাধিক ব্রাহ্মণাদি নানা জাতিকে পরিতোযে ভোজন করান হইল। একদন জয়পুৱস্থিত কাঙ্গালিগণ, একদিন রাজ্যের সর্দার গণ ও রাজকৰ্ম্মচারিগণকে ভোজন করান হইল । আহারাদির এই বিরাট ব্যবস্থা, অধ্যাপক ও সমাগত ব্যক্তিদিগের জন্ত সৰ্ব্বপ্রকার স্ববন্দোবস্ত এবং দানসাগর প্রান্ধের ব্যাপার, সৰ্ব্বোপরি সংসারচন্দ্রের পুত্ৰগণের বিনীত আপ্যারনে সকলে মুগ্ধ হুইয়াছিলেন, বিভিন্ন দেশীয় অধ্যাপকগণ একবাক্যে বলিতে লাগিলেন যে এরূপ বিরাট অথচ স্বনিয়মিত সমারোহব্যাপার তাহদের জীবনে কেহ দেখেন নাই, ইহা কেবল দেওয়াল গঙ্গা রাও বাহাদুর সর্দার সংসারচন্দ্র 6 ዓ® গোবিন্দ সিংহের বিখ্যাত মাতৃশ্ৰাদ্ধের সহিত উপমিত হইতে পারে। মহারাজ এমনি করিয়া সংসারচন্দ্রের জীবনব্যাপী একনিষ্ঠ প্রভুভক্তির যথার্থ সম্মান প্রদর্শন করিলেন। এ দিকে জয়পুররাজমন্ত্রীর মৃত্যু-সংবাদে পায়োনিয়র, * সিভিল-মিলিটারী গেজেট প্রভৃতি ইংরাজী সংবাদপত্র এবং উত্তরভারতের অধিকাংশ হিন্দী ও উর্দু পত্র সংসারচন্দ্রের মৃত্যুতে শোকপ্রকাশ করিয়া তাহার নানা সদগুণের ব্যাখ্যান করিতে লাগিলেন। মহামান্ত ভারতু-গভর্ণমেণ্টেয় প্রতিনিধি এবং ভারতবর্ষের নানা স্থানের গণ্যমান্ত ব্যক্তিগণ ও রাজপুতানার প্রধান প্রধান রাজন্তবর্গ সংসার চঞ্জের শোকসন্তপ্ত পরিবারের সহিত সমবেদন প্রকাশ করিয়া মৃত মহাত্মার প্রতি ঠাহীদের আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করিলেন । ংলও , ও ভারতের নানাস্থানের প্রধান, श्र ध५ॉन, शनी, शृंश्झ, अग्नि झ, विद्वान ख কৰ্ম্মিগণের এই সকল সমবেদনা-সুচক পত্রাদি দেখিলে বুঝিতে পারা যার যে, তাহার এই বঙ্গসন্তানকে কতদূর সন্মান করিতেন এবং আশ্চৰ্য্য হইতে হয় যে কেমন করির বন্ধুবংসল ংলারচন্দ্র এত প্রকার বিভিন্ন প্রকৃতি ব্যক্তির বন্ধুত্বলাভে সমর্থ হইয়াছিলেন। দরিদ্র স্কুল, মাষ্টার সংসারচন্দ্র নিজ চরিত্রবলে, নিজের কঠোর সাধনায় যে প্রবল বাধাবিঘ্ন অতিক্রম করিয়া নিষ্কলঙ্ক যশের উচ্চশিখরে আরোহণ • স্বর্গগত সংসারচন্দ্র সম্বন্ধে স্ববিখ্যাত ‘পায়োনিয়রে যে প্রবন্ধ প্রকাশিত হয় তাহা গ্রন্থপরিশিষ্ট্রে প্রকাশ করিবার ইচ্ছ। রহিল। দেশের কয়েকজন বিখ্যাত ব্যক্তিয় পত্রও সেই সঙ্গে প্রকাশিত ছইবে ।