পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ፃ8 চক্সকে এই স্বতঃ-উৎসারিত ভক্তি, এই অযাচিত সম্মান, এই বিপুল গৌরব, বেশীদিন ভোগ করিতে দিল না । অভিনন্দন-সভা হইতে ফিরিয়া আসিয়াই তিনি আবার যে রোগশয্যায় শান্ত্রিত হইলেন, তাহার পর আর তাহার পূৰ্ব্ববৎ নিয়মিত রাজকাৰ্য্য পরিচালনেয় সামর্থ্য রহিল না । ১৯৯৯ সালের ১১ই মে সৰ্ব্বজনপ্রিয় সচিব, সংসারচন্দ্র অম্বররাজ্যের রাজা প্রজ সকলকে গভীরতম শোকে নিমজ্জি ও করিয়া স্বৰ্গারোহণ করিলেন–রাজ্যে হাছাকার উখিত হইল। মহারাজের আজ্ঞায় রাজ্যের সমস্ত অফিস-আদালত, ‘ছত্রিশ কারখানা’ এবং সৰ্ব্বপ্রকার রাজকাৰ্য্য দুইদিনের জন্য বন্ধ হইল। প্রথম শ্রেণীর সর্দারদিগের মৃতদেহ যে প্রকার সন্মানের সহিত শ্মশানে লইয়। शांsग्न झग्न, cमझे 2ों कfद्र ‘८७प्रfछौम 'ब्र সঙ্কিত সংসারচঞ্জের মৃতদেহ দাহু-স্থানে লইয়া যাওয়ার হুকুম প্রচারিত হইল । প্রথমে দুইটি হস্তীর উপর জয়পুররাজের ‘পাচরঙ্গ’ পতাকা, তাছার পল্প নগ্নী-নাকাড়া’-বাহী উষ্ট্র ও ঘোটকশ্রেণী, তৎপশ্চাতে এক রেজিমেন্ট রাজসৈন্ত, তাহার পর সুসজ্জিত "বিমানে মৃত সর্দারের দেহ, সঙ্গে রাজ্যের প্রধান প্রধান সর্দার ও সমগ্র রাজকৰ্ম্মচারী ও সৰ্ব্বশেষে সহস্ৰাধিক শোকসস্তপ্ত প্রজাবৃন্দ। এমনি করিয়া যে সংসারচন্দ্র সুদীর্ঘ ৪৩ বৎসর জয়পুররাজ্যের হিতের জন্ত অক্লান্ত পরিশ্রম করিয়াছিলেন, যিনি মহারাজ সবাই মধেtসিংহের একাধারে সৎপরামর্শদাও সচিব, সৰ্ব্ব সময়ে একান্ত বিশ্বাগভাজন বন্ধু ও সৰ্ব্বলৎকার্য্যের সহায় ছিলেন-লেই বঙ্গদর্শন [ ১৩শ বর্ষ, কাৰ্ত্তিক, ১৩২৯ মহাপ্ৰাণ ৰজসস্তানের নশ্বরদেহ শ্মশানভূমিতে লইয়া যাওয়া হইল। যেখানে এই ধাৰ্ম্মিক, কৰ্ম্মী, সত্যপরায়ণ, প্রভূভক্ত বাঙ্গালীর দেহ ভস্মীভূত হইয়াছে, সেস্থান আজ সমগ্র বাঙ্গালী জাতির পুণ্যতীর্থে পরিণত হইয়াছে । জানি না, আমরা সেই অমায়িক,আড়ম্বরহীন কৰ্ত্তব্যনিষ্ঠার, সেই নিঃস্বার্থ প্রভুভক্তি ও ন্তায়পরায়ণতার, সেই উদার হৃদয়েয় প্রকৃত সম্মান করিব কি না । কীৰ্ত্তিমান স্বদেশীর সম্মান করিতে পরায়ুখ বলিয়া বাঙ্গালীর যে কলঙ্ক আছে,—তাহ! কি কখনও মোচন হইবে না ? আর, অম্বররাজ্য আজ থে নিঃস্বার্থ প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু হারাইল— কে জানে কবে তাহা পুরণ হইবে ? বদি কখনও অস্বরবাদী তাছাদের দেশের প্রকৃত ইতিহাস লেখে, তবে, বাঙ্গালী গৌরব বিস্তাধর ভট্টাচাৰ্য্য, হরিমোহন সেন, কাস্তি চন্দ্র মুখোপাধ্যাক্স এবং সংসারচঞ্জের নাম স্বর্ণক্ষয়ে লিখিত থাকিবে । এই সকল মহাপ্রাণ বঙ্গ দস্তান জয়পুররাজ্যের ধে উন্নতি করিয়া গিয়াছেন, যে সকল প্রবল বাধা-বিম্নের মধ্য দিয়া বর্তমান ভারতের প্রধান হিন্দুরাজ্যের সন্মান বৃদ্ধি করিয়া জগতের নিকট জয়পুরের নাম সুপরিচিত করিয়া গিয়াছেন—সে সকল কীৰ্ত্তি জয়পুর ইতিহাসের পৃষ্ঠা চিরদিন উজ্জল করিয়া থাকিবে । দানশোঁও মহারাজ তাহার পয়ম হিতকারী সচিবের শ্রাদ্ধাদি যথাযোগ্য সমারোহে সম্পন্ন করিবার অভ প্রায়ে সংসারচন্দ্রের জ্যেষ্ঠপুত্র অবিনাশচক্সের সহিত পরামর্শ করিয়া সমস্ত ব্যবস্থা করিলেন। বৃষোৎসর্গ, দানসাগর, কাশী-নবদ্বীপ-মিথিলা প্রভৃতি স্থানের মহু!