পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.৫৯২ তোমার প্রভুর রাজ্যসীমায় রাখিয়া আসিবে ” যুবক ভূমিষ্ঠ হইয় প্রণাম করিল ; দুই বাহু উৰ্দ্ধ করিয়া, উচ্চ গম্ভীর স্বরে বলিল ;– “স্লাজাধিরাজ রাজচক্রবন্তী অশোকদেবের छब्र झछेक !” রাজাধিরাজ সভাভঙ্গের ইঙ্গিত করিলেন । মাগধগণ স্তুতিগীত আরম্ভ করিল । বহিদ্বার চত্বর রাজ প্রাসাদ—সমস্ত মগর মৃদঙ্গ ভেরি পটহ ঝঝর মৰ্দ্দল বেণু বংশী রবে মুখরিত হইয়া উঠিল । দ্বিতীয় পরিচ্ছেদ মুখরার মুকত্ব - এক দিন অপারহ্নে মঞ্জুল কুমুদ-নিবাসে উপস্থিত হইল । সঙ্গে পরিচায়িকা চঞ্চল ও চিত্রা, ভূত্য বাহুক এবং ৬পারন-গন্ধ-পুষ্পমাল্যবাহী ভারিক। প্রমীতসেন এবং উৎপলা প্রস্তুত ছিলেন । শিবিক অন্তঃপুরদ্বারে পৌছিতেই মাধবী তাহার দ্বার খুলির দিল । মঞ্জুল শিবিক হইতে বাহির হইয়া প্রমীতকে নমস্কার অভিবাদন কfরল এবং সহজ অনুমানে গুহক ত্রী উৎপলাকে চিনিতে পারিয়া ভূমিষ্ঠ হইয় তাহাকে প্রণাম করিল। উৎপলা অতি অাদরে হাতে ধরির তুলিয়৷ তাহাকে আলিঙ্গন করিকেন । প্রমীত বলিলেন – "আজ আমাদের কত efনন্দ !” মধুলা মুখ নত করিয়া হাসিমুখে পুনরার . প্রমীতকে অভিবাদন করিল। “তোমরা উপরে যাইয়া বিশ্রাম কর।” প্রমীত বহিৰ্ব্বাটীতে চলিয় গেলেন । বঙ্গদর্শন ws গেলেন । ১৩শ বর্ষ, অগ্রহায়ণ, ১৩২০ উৎপল মধুলাকে লইয়া দ্বিতলে নিজ কক্ষে সেখানে ; নিজের শরন-পর্যাঙ্কের নিকট দ্বিতীয় পালঙ্কে কোমল শয্যায় নিজের পাশ্বে মঞ্জুলাকে বসাইলেন। উৎপলা বলিলেন – “আমার কত সৌভাগ্য, তুমি আমাদের গৃহে আসিয়tছ !” মঞ্জুল বলিল –“আপনার গৃহে আসিয়া আপনাকে প্রণাম করিয়া আজ আমি কৃতার্থ হইলাম ।’’ - রাজকোপ হইতে স্বামী ষে মধুলার অঙ্কগ্রহে রক্ষা পাইয়াছেন, তাহার উল্লেখ করিয়া উৎপলা কত কথা বলিলেন । মঞ্জুলা তৎসম্বন্ধে নিজের কৃতিত্ব অস্বীকার করিয়া সেই দুৰ্য্যোগময় রাত্রিকালে দস্থ্যহস্ত হইতে রক্ষা এবং নিরাপদে নিজগৃহে পৌছার জন্ত প্রমীতসেনের মহত্ব এবং অনুগ্রহের কথা তুলিয়া কত কৃতজ্ঞতা জানাইল । অনেক কথা হইল । শেবে উৎপল বলিলেন ;–“সে দিন কোথা হই তে আসিতে এই বুষ্টিণ্ডুৰ্য্যোগের মধ্যে পড়িয়াছিলে ?” “পাটলীগ্রামে আমার এক আত্মীয়া আছেন, তাহার আমন্ত্রণে ভিক্ষুদেব উপগুপ্ত ঠাকুর সে দিন তাঙ্কার বাড়ীতে অতিথি হইয়। ছিলেন । ভিক্ষুদেবের চরণ দর্শন জন্ত আমি পাটীগ্রামে গিয়াছিলাম। ফিরিতে সন্ধ্যা হর, ঝড়-বৃষ্টির সময় দক্ষ্য-হস্তে পড়িয়াছিলাম । বহু পুণ্যফলে সে সমর আমার উদ্ধার-কর্তার সমাগম হইয়াছিল।” “দেবতার অনুগ্রহে আমরাও সেদিন তোমার মত সুহৃদের নিকট পরিচিত হইয়া ভয়ঙ্কর রাজদগু হইতে অব্যাহতি পাইয়াছি।”