পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ম সংখ্যা ] মনে করিতেন, কিন্তু সেই দিন ঐ পদত্যাগ পত্ৰখানি পাঠ করিয়া ব্রজেন্দ্র বাবুর সম্বন্ধে র্তাহার ধারণা উচ্চগ্রামে উঠিয়া গেল। বৈকুণ্ঠ বাবু বুঝিলেন যে, অধ্যক্ষ ব্রজেন্দ্রনাথ কেবল পণ্ডিত নছেন, তাহার পদমৰ্য্যাদাজ্ঞান, পূর্ণরূপে পরিস্ফুট ও স্বপদের সন্মান রক্ষায় বেশ পটু ; উক্ত পদত্যাগপত্রে উচ্চাঙ্গের কৰ্ম্মপটুতার পরিচয় পাইয়৷ যার পর নাই আনন্দিত হইলেন, এবং ত্বরায় ইহার প্রতীকার সাধনে অগ্রসর হইলেন । শ্ৰীনাথ বাবু ও বৈকুণ্ঠ বাবু উভয়ে পরামর্শ করিয়া তখনই সভাপতি ম্যাজিষ্ট্রেটের বাসায় উপস্থিত হইয়া সাহেবকে সকল কথা খুলিয়া বলিবামাত্র, জেলার ম্যাজিষ্ট্রেট সাহেব বাহাদুর—সান্ধ্যসমীরণ-সেবিত স্নিগ্ধ ইংরাজমুক্তি ম্যাজিষ্ট্রেট সাহেব—সহসা বৈশাখের প্রদীপ্ত মাৰ্ত্তণ্ডে পরিণত হইয়া বলিলেন, “How can it be I can't cancel my order. The Inspector must inspect the college to-morrow. I have asked him to do so as President of the College Comittee. It is impossible for me now to ask him. not to go there". বৈকুণ্ঠ বাবু ও শ্রীনাথ বাবু সাহেবকে অনেক বুঝাইবার চেষ্টা করিলেন যে “এটা নিয়ম বিরুদ্ধ কাৰ্য্য হইয়াছে, আর এই হুকুম তামিল করিতে হইলে, আমাদিগকে বর্তমান অধ্যক্ষকে হায়াইতে হয় । এ কার্য্যে আমরাই বা কেমন করিয়া সম্মত হইব ?” সাহেব বলিcon, “I don’t know that. It is my order, and the order must stand”. এই বলিয়া সাহেব ক্রোধ ও অভিমানভরে নীবৰে বসিয়া রছিলেন। রেখা-চিত্র \9:ఏ তখন বৈকুণ্ঠ বাবু সাহেবকে বলিলেন, কলেজের একটা কমিটি আছে, এরূপ গুরুতর বিষয়ে কলেজ-কমিটির অভিপ্রায় জানিয়া কার্য্য করা উচিত, তাই আমার অনুরোধ এই যে আজ রাত্রিতেই সম্পাদক সকল সভ্যকে সংবাদ দিবেন । আগামী কল্য প্রাতঃকালে ছয়টার সময় আপনার এখানেই আমরা মিলিত হইয়। এ বিযয়ে কর্তব্য স্থির করিব, আপনি সে বিষয়ে অমুমতি দিলেই আমরা নিশ্চিন্ত হই।" সাহেব বলিলেন "All right Babu.” পরদিন প্রাতঃকালে ছয়টার সময় সভ্যের সাহেবের বাঙ্গালায় মিলিত হইলেন । অনেক তর্ক-বিতর্কের পর স্থির হইল যে, বিষয়ট এরূপ গুরুতর আকার ধারণ করিয়াছে যে এবিষয়ে কমিটি কিছু না করিয়া শিক্ষাবিভাগীয় প্রধান রাজপুরুষের উপর ভার দেওয়া হউক, কমিটি ডাইরেক্টর বাহাদুরের নির্দেশ মত কাৰ্য্য করিতে প্রস্তুত রহিলেন । অধিকাংশের মতে এই প্রস্তাব পরিগৃহীত হইবামাত্র ম্যাজিষ্ট্রেট পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করিলেন, কিন্তু বৈকুণ্ঠ বাবু র্তাহাকে বুঝাইয়া র্তাহার বক্তব্যসহ বিষয়টা শিক্ষণ-বিভাগের কৰ্ত্তার নিকট প্রেরণের অনুরোধ করিয়া বলিলেন “আমরা আপনাদের প্রদশিত বিধিসঙ্গত পস্থারই অনুসরণ করিলাম। এতে ক্ষুণ্ণ হইলে চলিবে কেন ? শেষ মীমাংসা পৰ্য্যন্ত অপেক্ষা করুন, তাহা না করিলে, আপনাদের প্রতিষ্ঠিত বিধিব্যবস্থার অবমাননা করা হয়, আপনার ত সেরূপ করা উদ্দেশু নহে ।” ম্যাজিষ্ট্রেট সাহেব পুনরায় বলিলেন “All right Babu.” -