পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভিক্টর হুগোর কথা ভিক্টর • হুগোর মহিমামণ্ডিত নাম ভুবনবিখ্যাত। তাহার সাহিত্য-যশঃসৗরভ দিগন্তব্যাপ্ত। তিনি কবি, তিনি নাট্যকার, তিনি ঔপন্যাসিক ; এবং এই বিবিধ ক্ষেত্রেই তাহার প্রতিভা অতুলনীয়। র্তাহার প্রাধান্ত সৰ্ব্ববাদিসম্মত। অনেক কাব্যরসজ্ঞ তাহীকে ফ্রান্সের সর্বপ্রধান কবি বলিয়াছেন। ইউরোপীয় বিদ্বৎসমাজেই তিনি অনেক বার উনবিংশ শতাব্দীর শেক্ষপীয়র’ বলিয়াও অভিহিত ও সম্পূজিত হইয়াছেন। আমাদের দেশের শিক্ষিত ও অশিক্ষিত সমাজেও তাহার ভক্তের সীমা নাই। এমন মানুষের জীবনকথা শুনিবার আগ্রহ অনেকের হইবার সন্তাবনা। তাই এই প্রবন্ধের অবতারণ। কিন্তু বলিয়। রাখিতে হইতেছে যে, ইহা ভিক্টর হুগোর জীবনী নহে। তঁহার বাল্য-শিক্ষা ও সাহিত্য-জীবনের কথঞ্চিৎ পরিচয়মাত্র। আমি প্রবন্ধ লিখিতেছি ; জীবন-বৃত্ত লিখিতেছি না। ১৮০২ খৃঃ অব্দের ২ এ ফেব্রুয়ারি ভিক্টর হুগো জন্মগ্রহণ করেন। জন্মকালে তিনি এমন ক্ষুদ্র, শীর্ণ, দুৰ্ব্বল ও জীবনীশক্তিহীন ছিলেন যে; প্রসবকারী-চিকিৎসক স্পষ্টই বলিয়াছিলেন যে, এই শিশুর বঁচিবার সম্ভাবনা নাই। র্তাহার মাত৷ বলিয়াছিলেন যে, “তাহাকে কাপড় পরাইয়। একখানি সাধারণ চেয়ারের উপর শোয়াইয়। দেওয়া হইয়ছিল ; সে এত অল্প স্থান অধিকার করিয়াছিল যে, তাহার মতন আরও বারটি ছেলের স্থান, সেই চেয়ারে হইতে পারিত।” তাহার অগ্রজ ইউজিন তাহাকে প্রথম দেখিয়া বলিয়া উঠিয়াছিল --“এ আবার কি একটা ছোট্ট জানোয়ার !" ইউজিন তখন দেড় বৎসরের শিও, ভাল করিয়া কথা বলিতেও শিখে নাই। te 會 নেপোলিয়ানের জ্যেষ্ঠ ভ্রাতা যোসেফ, বোনাপার্টি নেপ ঘূসের সিংহাসনে অধিষ্ঠিত হইলে ভিক্টরের পিতা লিয়োপোল্ড হুগে। কৰ্ম্মকুশলতা, রণদক্ষতা ও বিশ্বস্ততার পুরস্কারস্বরূপ রাজকীয় কসিকান সেনাদলের কর্ণেল ও আভেলিনো প্রদেশের শাসনকৰ্ত্ত নিযুক্ত হইলেন। দুই বৎসরেরও অধিককাল তিনি স্ত্রীপুত্রের সঙ্গসুখে বঞ্চিত ছিলেন। তিনি এই দীর্ঘকাল কৰ্ম্মানুরোধে ইতালির ভিন্ন ভিন্ন স্থানে এবং ভূমধ্যসাগরের একাধিক ঘুরিয়া বেড়াইতেছিলেন, সুতরাং পত্নী ও পুত্রত্ৰয়কে সঙ্গে রাখিতে পারেন নাই । তাহার। প্যারিসে বাস করিতেছিল। এক্ষণে এক স্থানে স্থির হইয়া বসিয়া, এবং ইতালিতেও শান্তি স্থাপিত হওয়ায়, তিনি স্ত্রীকে আসিতে লিখিলেন। ১৮০৭ সালের অক্টোবর মাসে মাদামু হুগো পুত্রত্ৰয়কে লইয়া ইতালি অভিমুখে যাত্রা করিলেন । ভিক্টরের বয়স তখন পাঁচ বৎসর মাত্র। এই দুরপথ যাত্রা সম্পৰ্কীয় বড় অধিক কথা পরিণত বয়সে ভিক্টরের মনে ছিল না, কিন্তু দুই চারিট ঘটনা