পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] স্পেনও করিল না। তেমন অবস্থায় |পুত্র লইয়া তথায় যাওয়া নিরাপদ ও সঙ্গত .নছে। লিওপোল্ড হুগো স্থিা করিলেন যে क्लौ ७ পুত্রদিগকে প্যারিসে পাঠাইয়া দিয়৷ তিনি স্বয়ং স্পেনে যাইবেন। * তাহাই হইল। পুত্র পত্র প্যারিসে পাঠাইয়া দিয়া লিওপোল্ড হুগের পক্ষে নিঃসঙ্গ জীবনের ভার বড়ই বহু বলিয়৷ অনুভূত হইয়াছিল। এই সময়ে গঙ্গার মাত বরগণ্ডি প্রদেশে অবস্থান করিতেছিলেন । লিওপোল্ড এই সময়ে তাহাকে যে পত্র লিখিয়াছিলেন তাহার একাংশ এই 3-- - e “সৰ্ব্বকনিষ্ঠ ভিক্টরের লেখাপড়া শিখিবার বড় আগ্ৰহ । সে তাহার সর্ব জ্যেষ্ঠ ভ্রাতার স্যায় ধীর, গম্ভীর ও চিন্তাশীল। কথা সে পড় কহে না ; কিন্তু যাহা বলে তাই সকল সময়েই প্রসঙ্গাধীন -প্রসঙ্গাতীত কখনই হয় না । সময়ে সময়ে সে যে সব মন্তব্য প্রকাশ করে, তাহাতে আমি বিস্থিত হই। আমার কাছে তাহার। যে এখন নাই, তাহাতে আমার বুক ভাঙ্গিয়া গিয়াছে ! কিন্তু উপায় কি ? এখানে ১ তাহদের বিদ্যাশিক্ষার কোন সুবিধা নাই ; স্ন রাং প্যারিসে পাঠান ব্যতীত অtং উপায় ছিল না ।" ভিক্টর হুগো শৈশবে কেমন ছিলেন, তাহা তাহার পিতার এই পত্র হইতে কতকটা বুঝা গেল। প্যারিসে আসিয়া বালুকদিগকে একটি শিশুবিদ্যালয়ে প্রবিষ্ট করিয়া দেওয়া হইল । ইতিপূৰ্ব্বেই ভিক্টরের বর্ণপরিচয় হইয়াছিল, "ভিক্টর হুগোর কথ २१ এবং অক্ষর দেখিয়া ও মিলাইয়। সে নিজের চেষ্টাতেই পড়িতে শিথিয়ছিল। বিদ্যালগ্নে আসিয় লিখন ও বর্ণবিন্যাস শিখিতে হই । তাগর শিক্ষকের পত্নী অনেক সময় গৌরব করিয়া বলিতেন যে, বিদ্যালয়ে প্রবিষ্ট হইবার এক সপ্তাহের মধ্যেই ভিক্টরকে শ্রতলিপির জন্য বাই বলের একটি সম্পূর্ণ অধা আবৃত্তি করিয়া বলা হইয়াছিল, এবং সমস্ত অধ্যায়টি রিধিতে ভিক্টরের কটির অধিক ভুল হয় নাই— সে কেবল han কথাটা লিখিতে একটা e অধিক দেয়। লিখিয়ছিল । শিশু ভিক্টরের লেখাপড় শিখিবার যেমন আগ্রহ ও অন্তিরিকতা ছিল, খেলাধূলাও তদ্রুপ বা ততোধিক ছিল। সে যাহাই করিত, সৰ্ব্বাস্তঃকরণে করিত। ক্রীড়ার সময় তাহাদৈর কোন ভ্রাতারই পরিচ্ছদের প্রতি বড় ভ্ৰক্ষেপ থাকিত না, ভিক্টরের একেবারেই না। যখন তাহারা খেলা সারিয়া মাতার নিকট আসিত, তখন প্রায়ই দেখা যাই , তাহাদের গায়ের জামা ধুল-মাটিতে ভর, পায়জাম নানা স্থানে ইত।র জন্য তাহাদিগকে প্রায়ই মা তার কাছে তিরস্তুত হইতে হইত। এক(দন তাহার। এ বিষয়ে এতই বাড়াবাড়ি করিয়াছিল যে, মাদাম্ হুগো অতিমাত্র (1র স্থা হইয়। তাহাদিগকে শাসাইয়া বঞ্ছিলেন —“পুনরায় তোমরা যদি এরূপ আচরণ কর, তাহা হইলে তোমাদিগকে ড়ে গুনদের মতন মোটা কাপড়ের পোষাক পরিতে হইবে।” পরদিন তাঙ্গর বিদ্যালয় হইতে গুহে