পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত আদিপর্ব জতুগৃহ-দাহ ( षश्I s॥s8० ) ১ । হস্তিনাপুরবাসিগণ পাণ্ডুরাজের জ্যেষ্ঠ পুত্র ধৰ্ম্মময় যুধিষ্ঠিরকে হস্তিমরিাজ্যের যথার্থ অধিকারী জানিমু তীক্ষাকে অভিষিক্ত করিবার কল্পনা করিল। ২ । এষ্ট সংবাদ পাইয়ং ময়ময় দুর্য্যোধন ভীত হয়, স্ক রাষ্ট্র-সমীপে এই বিপর হইতে পরিত্রণের নীত প্রয়োগের প্রার্থনা করিল। 否怀弯门 ( 88 ליג }פי) ළු ! csइच्न ধৃতরাষ্ট্র তক্ষণে শোকে নিমগ্ন হইলেন । মমুiময় দুর্য্যোধন উগ্র কর্ণ, কিতর শকুনি এবং ক্রর দুঃশাসনের সহিত পরামর্শ করিয়া ধৃতরাষ্ট্রকে কহিলেন, আপনি কৌশলক্রমে পাণ্ডবগণকে বারণাবতে নিৰ্ব্বাসিত করুন। ৪ । ধৃতরাষ্ট্র উত্তর করিলেন, আমি তাহাই মনে মনে আন্দোলন করিয়া থাকি। (मश्। ॰। ०8s) ৫। জ্ঞাষ্ট্র পাণ্ডবগণকে করিলেন, তোমরা পশুপতি মহোৎসব উপলক্ষে বারণা বতে গমন কয় । (मझ sI>8७) ৬। দুর্য্যোধন অমাত্য পুরোচনকে সবিনয়ে বলিলেন, তুমি অশ্বতরযুক্ত রথে শীঘ্র বারণাবতে গিয়া, তথায় জতুগৃহ নিৰ্ম্মাণ কর এবং অতি সমাদরে পাণ্ডবগণকে তথায় বাস করাও। যখন পাণ্ডবগণ নিঃশঙ্কচিন্তু হুইবে, তখন জতুগৃহের দ্বারে অগ্নি প্রদান করিবে । (মহা ১১৪৭ ) ৭ । ফল্গুন মাসের অষ্টম দিনে রোহিণী নক্ষত্রে বারণাপতে যাহাকালে পিদুর যুধি ষ্টিরকে উপদেশ দিলেন যে,—যিনি শত্রুদিগের অলৌহজাত অঙ্গের দ্বারা আছত eন, তিনি শল্লীগৃহের ষ্ঠায় দুইদিকে পথবিশিষ্ট বিবর দ্বারা অগ্নি হইতে নিস্কৃতি পান। অপর, বিচরণ করিলেই পথ চিনিতে পরিবে এবং নক্ষত্র দ্বার দিক্ নির্ণয় করিবে । ৮। পাণ্ডবগণ বারণাবতে উপনীত হইলে, দশদিন পরে পুরোচন তাহাদিগকে “শিব” নামক ধেই অশিব গৃহের কথা নিবেদন করিল এবং পাণ্ডবগণ পৃথার সহিত সেই গৃহে প্রবেশ করিলেন । ৯ । অনন্তর বিজুরের বন্ধু একজন নিপুণ খনক পাগুবদিগের নিকট উপস্থিত হইল এবং কহিল, আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে পুরোচন জতুগৃহে অগ্নি প্রদান द्विं । s