পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৬৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা ] [ বাবু আর, ডি, বানার্জি কর্তৃক ] প্রকাশিত হইবে। শাস্ত্রী মহাশয় ‘বৈদ্য বজ্রপাণি’র নাম কিরূপে পাইয়াছিলেন, ইহাতে ত হার আভাস থাকিতে পারে। বলা বাহুল্য, এই লিপির এক প্রতিকৃতি বহু পূৰ্ব্বে কনিংহাম কর্তৃক প্রকাশিত হইয়াছিল ; এবং রামচরিতম্ মুদ্রিত হইবার পূৰ্ব্বেই, জীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয়ের যত্নে এই লিপির পাঠ ও মৰ্ম্ম এসিয়াটিক সোসাইটীর পত্রিকায় মুদ্রি ত হইয়াছিল ;–ফলকলিপি বাঞ্জিলৈদ্য সহদেব কর্তৃক রচিত ;—তাহ। সুধীসমাজে সুপরিচিত। বৈদ্য-বজ্রপাণি’ নূতন আবিষ্কার, হয় ত মুদ্রাকর প্রমাদ, অথবা পূৰ্ব্বপঠিত পাঠের পুনশ্চ পাঠোদ্ধার চেষ্টার অভিনব নিদর্শন ! এইরূপ ক্রটিতে কেবল যে ইংরাজী ভাষায় লিখিত ভূমিকা' মুত্রই ऋडिश्वउ श्हेप्राप्छ, ठाश नग्न :-भूो4प्रश्त চরিতচিত্র sb-Φ: তাৎপৰ্য্য নির্ণয় করা কঠিন হইয়াছে ;-দুই এক স্থলে প্রকৃত তাৎপর্য্যের বিপরীত অর্থও স্বচিত হইয়াছে ! ‘রামাবতী কোথায় ছিল, তাহার তথ্যানুসন্ধানে প্রবৃত্ত হইতে হইলে, রামচরিতম্ অবলম্বন করিয়াই তথ্যামুসন্ধান ঘুরতে হইবে। এই সকল মুদ্রণক্রটর জন্ত তাহার উপর সকল স্থলে নিঃসংশয়ে নির্ভর করিবার উপায় না থাকায়, প্রথমে মুদ্রিত পুস্তক-থানির সংশোধনকার্য্যে হস্তক্ষেপ করা কৰ্ত্তব্য । যাহারা তাহার চেষ্টা না করিয়া পাগ-নরপালগণের শেষ শাসনসময়ের ইতিহাস রচনা করিবার চেষ্টা করিবেন, তাহাদের উদ্বেগু এবং অধ্যবসায় প্রশংসনীয় হইলেও, তাহার সকল ফল প্রশংসনীয় হইবার সম্ভাবনা नjई ! যুদ্রাহ্মণেও স্থানে স্থানে ইহার প্রভাবে ) শ্ৰীঅক্ষয়কুমার নৈত্ৰেয়। চরিতচিত্র। শ্ৰীযুক্ত স্যার তারকনাথ পালিত । বাংলা দেশের বাহিরে শ্রীযুক্ত তারকনাথ পালিতের নাম এতাবৎকাল যে খুব সুপরিচিত ছল তাহী নহে। আপনার দীর্ঘ জীবনের সমুদায় সঞ্চিত সম্পত্তি জড়বিজ্ঞানশিক্ষার সুরাবস্থার জন্য কলিকাত বিশ্ববিদ্যালয়কে দান করিয়া, পালিত মহাশয় আজ একটা ভারতব্যাপী খ্যাতি লাভ করিয়াছেন। দেশবিদেশের সংবাদপত্র সকল তার গুণগানে মুখরিত হইয়া উঠিয়াছে। রাজপুরুষেরা তার এই অনন্ত সাধারণ বদন্তিতার পুরস্কারস্বরূপ র্তাহাকে “নাইট” শ্রেণীভুক্ত করিয়াছেন। আজি পৰ্য্যন্ত বাংলা দেশে এক হাইকোর্টের জজের ব্যতীত অপর কেহ এরূপ সন্মান প্রাপ্ত হন নাই। বেম্বাইএ পরিশী ধনকুবেরদের মধ্যে কেহ কেহ আপনাদের বদান্ত তার