পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা | ] পুঞ্জের বিষয় আলোচনা করিলে, আমাদের grāfa H (Franus), নে FF (Neptune) ও পৃথিবী ইত্যাদি গ্রহমাত্রেই উৎপত্তি যে* একই নিহারিকাপুঞ্জ হইতে হইয়াছে, তাহ। স্পষ্ট বুঝা যায় । এখন পাঠকপাঠিকাগণ জিজ্ঞাসা করিতে পারেন,—অতুাষ্ণ বাপরাশি শীতল হইতে আরম্ভ করিলে, আমরা তাহার কেবল কেন্দ্রস্থ অংশটাকেই ঘনীভূত হইতে দেখি এবং তাপক্ষয়-বশত অপর বাপ শীতল হইতে আরম্ভ করিলে সেই কেন্দ্রস্থ পিণ্ডেরই পুষ্টিসাধন হইয়া থাকে, দ্বিতীয় পিণ্ডের সঞ্চার ত দেখা যায় না । তবে বাপময় নিহারিকাপুঞ্জের কেন্দ্রবর্হিভূত স্থানে কিপ্রকারে এক দুই করিয়া বহুপিণ্ডের উৎপত্তি হয় ? এতদুত্তরে জ্যোতিবিদগণ বলেন, নিহারিকাপুঞ্জস্থ বাপের ষে ভীমগতির কথা পুৰ্ব্বে বলা হইয়াছে, তাহাই কেন্দ্রবহিভূত স্থানের জমাট বাষ্প সঞ্চারের কারণ * । ইহাদের প্রত্যেক বাপকণিকা সেই ঘোর আবর্তে পড়িয় ঘুরিতে ঘুরিতে নিকটবৰ্ত্তী গতিশীল বাপকণিকায় ঘাতপ্রতিঘাত পাইয়া কেন্দ্র বহিভূত স্থানে বাষ্পপ্লিণ্ডের রচনা করে। পাঠকপাঠিকাগণ বোধ হয় অবগত আছেন, আমাদের সৌরজগতে স্বর্য্যের পরেই বুধগ্ৰহ অবস্থিত এবং তাহার পরে যথাক্রমে শুক্র, পৃথিবী, মঙ্গল, ক্ষোদিষ্ট গ্রহ ( Asteroids), বৃহস্পতি, শনি, যুরোনস ও নেপচুনের স্থান নির্দিষ্ট দেখা যায়। পৃথিবীর উৎপত্তি । 6. সৌর জ্যাতিষ্কগণের এই ক্রমবিন্যাস এবং তাহাদের প্রত্যেকের চিরনির্দিষ্ট প্রদক্ষিণগতির উৎপত্তি কি প্রকারে হইল, লাপ্লাসের শিষ্যগণ নিহারিকাবাদ দ্বারা তাহ বেশ দেখাইয়াছেন । গতিবিজ্ঞানের একটা নিয়ম আছে যে, একত্র আবর্তনশীল কতকগুলি পদার্থের মধ্যে কেন্দ্রের নিকটবৰ্ত্তী পদার্থটির আবৰ্ত্তনবেগ দূরবর্তী পদার্থ অপেক্ষা সৰ্ব্বদাই অধিক হয় এবং যদি কোন এক পদার্থ কেন্দ্র হইতে এক নির্দিষ্ট দূরে অবস্থিত থাকে, তবে তাহার আবর্তনবেগ এক নির্দিষ্ট সীমাকে অতিক্রম করিতে পারে না। সৌরজ্যোতিষ্কগুলির বিন্যাস পরীক্ষা করিলে তাহদের প্রত্যেকেরই অবস্থান ঠিকৃ পূৰ্ব্বোক্ত প্রাকৃতিক নিয়মের অনুযায়ী হইতে দেখা যায় "সৌরজগতের নিহারিকাপুঞ্জে সেই প্রথম বাষ্পপিও স্বর্য্যের উৎপত্তি হইলে, অধুনা বুধ, শুক্র, পৃথিবী হত্যাদির অধিকৃত কেন্দ্রসন্নিহিত স্থানের বাষ্পরাশির বেগ অত্যন্ত অধিক হইয়া পড়িয়াছিল, অথচ অধুনা বৃহস্পতি-অধিকৃত স্থানের বিশাল বাষ্পরাশির বেগ কেন্দ্র হইতে বহুদূরবী বলিয়া অতি অল্পই ছিল। কাজেই তৎকালে কেবল সেই বাষ্পবহুল ও স্বল্পবেগসম্পন্ন দূরবর্তী স্থানে দ্বিতীয় বাপপিওসঞ্চারের সুযোগ থাকায়, তথায় গ্রহরাজ বৃহস্পতির উৎপত্তি হইয়াছিল। বৃহস্পতির অনুজ শনি, যু্যরানস ও নেপচুনাদি গ্রহের উৎপত্তিও ঠিক পূৰ্ব্বোক্তপ্রকারে হইয়াছে

  • নিহারিকান্থ বাপের প্রচওগতির কথা কেবল অনুমানমূলক নয়,—আধুনিক ফোটোগ্রাফি-পদ্ধতিক্রমে নিহারিকাপুঞ্জের যে সকল ছযি লওয়া হইতেছে, উহা দেখিলে বাষ্পরাশি যে ভীষণবেগে ঘুরিতেছে, তাহ। স্পষ্ট বুঝা যায় এবং রশ্মিনিৰ্ব্বাচনযন্ত্র দ্বারাও এই ভীম আবর্তনের লক্ষণ প্রকাশ পায় ।