পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্যাস }

        • -سیس-ی-سم.

、* তার বাম আঁখি ফুরে খরথর র্তার হিয়া দুরুত্বর দুলিছে, র্তার পুলকিত তনু জরজর তার " মন আপনারে ভুলিছে ! তার মাত কঁাদে শিরে হানি কর, ক্ষ্যাপী বরেরে করিতে বরণ, তার পিতা মনে মানে পরমাদ ওগো মরণ, হে মোর মরণ ! তুমি চুরি করি কেন এস চোর 3び5|| মরণ, হে মোর মরণ । নারবে কখন নিশি ভোর, હ૬ অশ্রু-নিঝর-ঝরণ ! তুমি উৎসব কর সারারাত তব বিজয়শঙ্খ বাজায়ে ! মোরে কেড়ে লও তুমি ধরি হাত নব রক্তবসনে সাজায়ে ! তুমি কারে করিয়ো ন দৃকপাত আমি নিজে লব তব শরণ, যদি গেীরবে মোরে লয়ে যাও ওগো মরণ, হে মোর মরণ ! युतःि। কাজে থাকি আমি গৃহমাঝ ওগেt মরণ, হে মোর মরণ,— তুমি ভেঙে দিয়ে৷ মোর সব কাজ, কোরো সব লাজ অপহরণ ! যদি স্বপনে মিটায়ে সব সাধ আমি . গুয়ে থাকি মুখশয়নে, যদি হৃদয়ে জড়ায়ে অবসাদ থার্ষি पञांशृंखों★ांद्रक नब्रटन,--