পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজতরঙ্গিশী | 一一弩一 “রাজতরঙ্গিণীর” { এই কবি-কহলণ-বিরচিত নাম এক্ষণে জগদ্বিখ্যাত হইয়াছে। স্ববিখ্যাত সংস্কৃতগ্ৰন্থ স্কুললিত-কবিতা নিবদ্ধ বলিয়া, অনেকে ইহাকে কাব্যমাত্র মানে কবিয়া যথাযোগ্য সমাদর পদশলে ইতস্তত ইহ যে ভারতীয় পুরাতত্ত্বেtপারে সহায়তাসাধন করিতে সক্ষম, সে কথা সকলে স্বীকার করিতেন না। যে সকল অশুদ্ধ পাণ্ডুলিপি অবলম্বনে এই গ্রন্থ প্রথমে মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল, তাহার ভ্রমপ্রমাদ অনেক স্থলে অর্থবোধের অসুবিধা উপস্থিত করিত । পুরাতন গ্রামনগর কোথায় ছিল, তাহ জানিতে না পারিয়া, অনেকে অনেক বিশ্বাসযোগ্য ঐতিহাসিক ঘটনা ও কবিকাহিনী বলিয়া পত্যাখ্যান করিতেন । অধ্যাপক ষ্টান এই সকল ভ্রমপ্রমাদ সংশোধিত করিয়া, ভৌগোfলক বিবরণ, মানচিত্র ও ইংরাজী অনুবাদ সহ রাজতরঙ্গিণীর এক অভিনব সংস্করণ মুদিত ও প্রকাশিত করিয়া, অনেক আবজঁন অপসারিত করিয়া দিয়াছেন। অধ্যাপক ষ্টীন তজ্জষ্ঠ ধন্যবাদের পাত্র । সংস্কৃতসাহিত্যে গ্রন্থকর্তার পরিচয় প্রাপ্ত হুইবার সম্ভাবনা নাই। অনেক গ্রন্থে কিছুমাত্র পরিচয় নাই ; যে সকল গ্রন্থে কিছু-কিছু পরিচয় আছে, তাহাও এত যৎসামান্ত যে, তাহাতে গ্রন্থকর্তার জীবনী-সঙ্কলনের ক1রতে । Kalhana's Chronicles of the Kings of Kashmir, By M. A. Stein. আকাজ। কিছুমাত্র পরিতৃপ্ত হয় না! তজ্জন্ত গ্ৰন্থরচনার কালনির্দেশেও নানা গোলযোগ উপস্থিত হইয়া থাকে । কোন গ্রন্থ কবে রচিত হুইয়াছিল, তাহ জানিবার সম্ভাবনা মতই নিরস্ত হয়, পণ্ডিতমণ্ডলীর তকবিতর্ক ততং বুদ্ধদের উপর বুদ্ধ,দ স্মৃষ্টি কবিয়া পাgি তোর আড়ম্বরে পাঠকসমাজকে বিস্ময়াপঃ করে । সৌভাগ্যক্রমে রাজতরঙ্গিণীর রচনাকালনির্ণয়ে মতপার্থক্য উপস্থিত হইবার আশঙ্ক। নাই । কবিকহলণ গ্রন্থমধ্যে যে সকল কালোল্লেখ করিয়া গিয়াছেন, তদনুসারে রাজতরঙ্গিণী ৪২২৪ লৌকিকাব্দে রচিত হষ্টবার পরিচয় প্রাপ্ত হওয়া যায়। তাহ খৃষ্টীয় ১১৪৮ অব্দের সমসাময়িক ;—ভারতবর্ষের বিচিত্র ইতিহাসের বিস্ময়াবহ সন্ধিস্থল ! সে সন্ধিস্থলে হিন্দুসাম্রাজ্যের শেয অঙ্কের অভিনয়ান্তে যবনিক নিপতিত হইয়াছে। কাল-বিরচিত ঐতিহাসিক গ্রন্থ যে নান৷ তথ্যাবিষ্কারে সহায়তাসাধন করিবে, তাহাতে সন্দেহ নাই । তজ্জষ্ঠ কহলণের কাব্য বিশেষভাবে আলোচিত হওয়া আবশুক ? এই বিপুল গ্রস্ত অষ্ট তরঙ্গে বিভক্ত । প্রথম তিন তরঙ্গ আদি, চতুর্থ তরঙ্গ মধ্য এবং শেষ তরঙ্গচতুষ্টয়কে শেষ বলিয়৷ কল্পনা করিলে, এই গ্রন্থে তিনটি বিভিন্ন যুগের ইতিহাস প্রাপ্ত হওয়া যায় । কবি "త్Q