পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধষ্ঠ সংখ্যা । ] প্যারাসেলসাস । శ్రీవd আর কিছু আশা নাই, প্রাপ্য নাই। আমি অনেক দুঃখ দিয়াছি, অনেক দুঃখ পাইয়াছি, আমার অনেক শিক্ষা হইয়াছে। সে শিক্ষা যদি ভুলিতাম, তবে আমি তোমাকে হীন করিয়া আরো হীন হইতাম । কিন্তু তুমি উচ্চ আছ বলিয়াই আজ আমি আবার মাথ৷ তুলিতে পারিয়াছি—এ আশ্রয় আমি ভূমিসাৎ করিব না ।” t বিহারী গম্ভীরমুখে চুপ করিয়া রহিল । বিনোদিনী হাতজোড় করিয়া কহিল, “ভুল করিয়ো না,—আমাকে বিবাহ করিলে তুমি মুখী হইবে না, তোমার গৌরব যাইবে, আমিও সমস্ত গৌরব হারাইব । তুমি চিরদিন নির্লিপ্ত, প্রসন্ন । আজও তুমি তাই থাক—আমি দূরে থাকিয়া তোমার কৰ্ম্ম করি । তুমি প্রসন্ন হও, তুমি সুখী হও !” ক্রমশ । مسیح مستعمیمی-بی-سیایی বিসর্জন । © শুধু এইটুকু মুখ, অতি সুকুমার, তারি তরে কি আগ্রহ, কত হাহাকার । সকলি গেছে ত চলে, এইটুকু বাকি, অবোধ শিশুর মত রাখিয়ে না ঢাকি ! স্থির হয়ে সহ্য কর পরিপূর্ণ ক্ষতি, শেষটুকু নিয়ে যাক্ নিষ্ঠুর নিয়তি । প্যারাসেলসাস্। حـسممـــــــــــــــسO [ Paracclaus.-Ry Robert Browning. J Make no more giants, God liut clevate the race at once . “হে পরমেশ্বর, আর দানবের সৃষ্টি করিও না, মানবজাতিটাকে একবার তুলিয়া দাও।” ‘ব্রাউনিং এর প্যারাসেলসাসে কথাটি যে অর্থেই প্রযুক্ত হৌক, আমরা কথাটিকে নামাইয়া আমাদের কাজে লাগাইতে পারি। কথাটি ‘ব্রাউনিং’এর কবিতাসম্বন্ধে খাটে। রবার্ট ব্রাউনিংএর গান আমাদিগকে কোন পরী কিংবা দেবদানবের রাজ্যে লইয়া যায় না, এই পৃথিবীরই উপরিস্থিত মানবমণ্ডলীর অন্তর-অভিমুখে আহবান করে। মানব