পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ' আলোচনা । , O দুর্ভিক্ষের মূল কারণ । স্ববিখ্যাত পৰ্য্যটক প্যালগ্রেভ তাহার "য়ুলিসিস’-নামক গ্রন্থে ফিলিপাইন্‌-দ্বীপপুঞ্জে ফুর্ভিক্ষের অভাবসম্বন্ধে যে কয়েকটি কথা লিখিয়াছেন, তাহ ভারতবর্ষীয় পাঠকের পক্ষে বিশেষ ঔৎসুক্যজনক হইবে। নিম্নে তাহার অনুবাদ প্রকাশ করা যাইতেছে। প্যালগ্রেভূ যখনকার কথা লিখিতেছেন, তখন স্প্যানিয়ার্ডগণ সেখানকার কর্তৃপক্ষ ছিল--অ্যামেরিকার সঙ্গে লড়াই বাধে নাই । অধিকাংশ গ্রীষ্মপ্রধান য়ুরোপীয় উপনিবেশে, শাসন কার্য্য এবং বাণিজ্যভার, দুইই যুরোপীয়ের হাতে থাকে-দেশী লোকের কেবল মজুরী সার। কিন্তু ফিলিপাইনদ্বীপপুঞ্জে স্প্যানিয়ার্ডগণ শাসন করিয়াই সন্তুষ্ট—বাণিজ্য এবং মজুরের কাজ, দুইত দেশী লোকের হাতে আছে। কম-বেশ আশী-হাজার লোক এই সকল দ্বীপে বাস করে—এবং প্রাতে, মধ্যাহ্লে ও সন্ধ্যায় ভাতই ইহাদের প্রধান খাদ্য । ভাতই যে সকল দেশের খোরাক, সেখানে দুর্ভিক্ষের কিরূপ অবিরলতা এবং দারুণ প্রকোপ, তাহা মাদ্রাজ, উড়িষ্যা, বাংলা ও সিংহলের ইতিহাসে বারবার দেখা গিয়াছে। মনে হয় যেন সে উৎপাত পূৰ্ব্বে হইতে ঠেকান যায় না, এবং তাহার কোন প্রতিকারও নাই। তথাপি ফিলিপাইন্‌দ্বীপপুঞ্জে দুর্ভিক্ষ দূরে থাক, অন্ধকষ্টও প্রায় ঘটে না। অত্যন্ত দুর্বৎসরেও সেখানে অন্ত্যক্র হইতে এক-বস্ত শস্তও আমদানি করিতে হয় না। এবং সাধারণত দেশের ছেলেদের জন্ত দেশে অন্ন যথেষ্ট থাকিয়াও উদ্ধৃত্ত থাকে। এ ছাড়া, এখান হইতে বৎসর-বৎসর চিনি, কফি, শণ, তামাক প্রভৃতি যাহা রপ্তানি হয়, তাহার মূল্য চল্লিশ হইতে ষাট হাজার পাউণ্ড পর্য্যন্ত হইয়া থাকে । “আমাদের নিজেদের জন্ত যথেষ্ট এবং তদতিরিক্ত আমাদের প্রতিবেশীর জন্ত” ইছাই এই উপনিবেশের সাধারণ চলিত কথা। অন্ত কয়টা যুরোপীয় উপনিবেশ সম্বন্ধে এমন কথা বলা যাইতে পারে t এমন নিত্য-সচ্ছলতা কি করিয়া হইল ? এরূপ দৈম্ভমোচনের মহামন্ত্রটি কি ? এ কি কেবল জল-বায়ু মৃত্তিকার গুণ–এ কি কেবল মুনিয়মিত বৃষ্টিপাতের ফল ? কতকটা পরিমাণে হইতেও পারে, কিন্তু এই সকল সুবিধাই যথেষ্ট নহে। তবে কি দেশী লোকের অধিকতর নৈপুণ্য, উদ্যম বা শ্রমশীলতাই ইহার কারণ ? তাহাও বলা যায় না—কারণ, এখানকার দ্বীপবাসিগণ অন্তান্ত উষ্ণপ্রধান দেশেরই লোকের মত— যতটুকু আবশ্বক, তাহার বেশি খাটিতে চায় না । *} বস্তুত ফিলিপাইনের পরম সৌভাগ্য এই যে, সেখানে যুরোপীয় বাণিজ্য উদ্যমের অভাব, সেখানে যুরোপের মূলধন খাটিতেছে না। গুটিকতক যুরোপীয় ধনী, গুটিকতক