পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Oe থাকিত । খোজাদের মধ্যে পদে যে সৰ্ব্বশ্রেষ্ঠ, তাহাকে ‘নাদের বলিত । এই · নাদেরই হারেমের প্রধান তত্ত্বাবধায়ক। এ ব্যক্তি রাজ্যের একজন মাতববর লোক । হারেমের শুঙ্খলা ও নিয়ম রক্ষা, বেগম ও শাজাদীদের ব্যয়ের ব্যবস্থা আঁটিয়া দেওয়া এবং বাদশাহী রাজকোষ ও রাজপরিচ্ছদের তদ্বির-তত্ত্বাবধান করা, ইহার প্রধান কাৰ্য্য ছিল। তাছাড়া ইহাকে পরিচ্ছদাদির প্রক রপদ্ধতি নিৰ্ব্বাচন করিতে ও মণিমুক্তাদির হিসাবপত্র দেখিতে হইত। হারেমের খাদ্যসামগ্ৰী সঞ্চয় ও সরবরাহ করিবার এবং পোষাক-পরিচ্ছদ, সুগন্ধি তৈল ও আতরগোলাপ প্রভৃতির ব্যবস্থা-বন্দোবস্ত করিয়া দিবার ভারও ইহার উপরেই থাকিত। অন্তান্ত নিম্নপদস্থ খোজার নাদেরের অধীনে একএকটি নিৰ্দ্ধারিত কাৰ্য্য সম্পাদন করিত। কাহারও উপর সুগন্ধি দ্রব্যের, কাহাকেও বা মূল্যবান পোষাক-পরিচ্ছদের, আর কাহাকেও বা অন্তান্ত আসবাবপত্রের জিন্ম দেওয়া হইত । শাজাদীদের যাহার। বিশেষ প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন, তাহারাই কেবল মদ্যবিতরণের বঙ্গদর্শন । বৈশাখ । ভার লইতে পারিত। যে সকল সরাবৃ উগ্রমাদকতা-গুণবিশিষ্ট, রংমহলে তাহীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু বেগম ও শাজাদীরা ইহাদের সাহায্যে গোপনে ঐ রূপ সরাব সংগ্ৰহ করিয়া লইতেন। যে জিনিষ যত গোপনে সংগৃহীত হইত, শহীদের নিকট তাহার মূল্য ও কদর তত বেশী হইয়া পড়িত । রংমহলের তান্তান্ত স্ত্রীলোকের আজ্ঞাবহ খোজাও অনেক থাকিত। আবার যে সকল খোজাকে প্রায় রাজধানীর মধ্যে ইতস্তত ভ্রমণ করিতে দেখা যাইত, তাছাদের সংখ্যাও বড় কম ছিল না । বাহিরে কোথায় কি ঘটিতেছে, রাজধানীর কোন প্রচ্ছন্ন কোণে ষড়যন্ত্র আপনার রহস্তাবৃত ভীষণমূৰ্ত্তি লুক্কায়িত রাখিয়াছে, এই সকল জটিল ব্যাপার হইতে রাজ্যের অতি তুচ্ছতম সংবাদ পর্য্যন্ত এই রংমহলের পরদ-নশীন অন্তঃপুরিকাগণ ইহাদের দ্বারাই সম্যক্ অবগত হইতেন । মেকুমী বলেন যে, নাদেরের তত্ত্বাবধানে যাহা ব্যয়িত হইত, রাজান্তঃপুরের সেই বার্ষিক ব্যয় ১৫ কোটি টাকার কম নহে। t শ্ৰীবীরেশ্বর গোস্বামী । তোমার বিহনে (Victor Hugo হইতে ) سایت چمبریجیتختیینامه যেমন মাধবীলতা বিনা সে তমাল যে দেয় আশ্রয় তারে আজনম কাল ; বাহিয়া উঠিবে বলি’ যে দেয় তাঙ্কায় সোপান রচনা করি’ শাখায় শাখায় ; —আমিও তেমনি নাথ তোমার বিহনে, কৃপা করি চিরদিন রেখো ও-চরণে।