পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8૭૨ বঙ্গদর্শন। [২য় বর্ষ, অগ্রহায়ণ। অামাকে পরিত্যাগ করেন, তাহ। হইলে আমার বিবেচনায় আপনার ন্যায় গুণগ্রাহী মহারাজার আশ্রয়ই মহাকবির পক্ষে উপযুক্ত। নবদ্বীপাধিপতির আশ্রিত লোক বৰ্দ্ধমানাধিপতির ক্রোধানলে ভস্ম হইবেন ন! ” তখন কবিবর রাজাকে প্রণাম করিয়া বলিলেন,—“হে রাজরাজেশ্বর, বহুকালের মনোবাঞ্ছা আজ আপনি পূর্ণ করিলেন। চৌধুরী মহাশয় যথার্থই আজ্ঞা করিয়াছেন যে, মহারাজার দ্যায় গুণগ্ৰাহী মহাত্মাই আমার হণয় সামান্ত দরিদ্র কবির আশ্রয়দাতা । আমি আজ হইতে আপনার অনুগ্রহ প্রার্থী অনুচর হইলাম।” রাজা স্বীয় কণ্ঠ হইতে রত্নমাল্য উন্মোচনপূর্বক কবির কণ্ঠে সংস্থাপন ও র্তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, “পুরাকালের কবিদিগের অনুগ্রহে যেমন রাজারা গ্রন্থমধ্যে অমর হইয়া আছেন, আপনার অনুগ্রহে আমিও সেই প্রকার গৌড়ীয় ভাষার কবিতামধ্যে অমর হইয়া থাকিব, তাহার অtয় সন্দেহ নাই । 张 豪 张 臺 臺 ভারতচন্দ্র নবদ্বীপের রাজকবি, রাজবয়স্ত এবং রাজসখা হইলেন। মহারাজা তাহাকে “রায় গুণাকর” উপাধি দিলেন, তিনিও স্বরচিত অন্নদামঙ্গলে মহারাজকে অমরত্ব প্রদান করিলেন। হালদারমহাশয়েরা দেখিলেন, চৌধুরীংশের উন্নতি বিধাতার অভিপ্রেত, সেইজন্ত তাহারা অার চৌধুরীদিগের বিপক্ষতাচরণ .এখনও বর্তমান আছে । করিলেন না। এইসময় ছকড়িবাবু, নবাবের অজ্ঞাতে অনেকগুলি জমি শেওড়াফুলির রাজাদিগকে পত্তনি দিলে নবাব পরে তাহ। জানিতে পারিয়া ছকড়িবাবুর প্রাণদণ্ডের আদেশ করেন। ইন্দ্রনারারণ এই সংবাদ অবগত হইয়া ফরাসী কোম্পানীর দ্বারা অনুরোধ করাইয়া হালদারমহাশয়ের প্রাণ ও এতিষ্ঠ রক্ষা করেন। ইন্দ্রনারায়ণকর্তৃক প্রাণ পাইয়া প্রত্যুপকারস্বরূপ ছকড়িবাবু নিজ কন্সার সহিত ইন্দ্রনারায়ণের জ্যেষ্ঠপুত্র বলরাম চৌধুরীর বিবাহ দেন এবং যৌতুকস্বরূপ ১০ ০১বিঘা জমি ও গোষ্ঠীপতিত্বরূপ সামাজিক সন্মান জামাতাকে প্রদান করেন । ঐ হাজার-বিঘা জমি আজিও “বলরাম-বাটী” নামে বিখ্যাত। শুদ্ধশ্রোত্রীয়গণ কুলীনপুত্র ভিন্ন অপরকে কন্যাদান করেন না, কিন্তু বলরাম চৌধুরী শ্রোত্রীয়, সেইজন্য র্তাহাকে কন্যাদান করিয়া ছকুবাবুর্তাহার কুলগৌরব কিছু ক্ষুঃ করিয়াছিলেন, সন্দেহ নাই । ইন্দ্রনারায়ণ চৌধুরীর বংশধরগণ চন্দননগর হইতে লোপ পাইয়াছেন। ২১জন ইতস্তত চন্দননগরের বাহিরে বাস করিতেছেন। ইন্দ্রনারায়ণের জ্যেষ্ঠ রাজারামের ংশ এখনও চন্দননগরে বিদ্যমান আছেন এবং তাহারাই এক্ষণে গোষ্ঠীপতি । ইঙ্গনারায়ণের প্রতিষ্ঠিত এক নাটমন্দির এবং “চৌধুরীর ঘাট” নামে বিখ্যাত গঙ্গার ঘাট পলাশীর যুদ্ধের কিছুকাল পূৰ্ব্বে ইন্দ্রনারায়ণ কালগ্রাসে পতিত হন । 總 শ্ৰীযোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায়।