পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مونو @ বঙ্গদর্শন। [ ২য় বর্ষ, মাঘ । খুলিয়া দিয়াছ দ্বারখানি, যযনিক লইয়াছ টানি’, '. জন্মমরণের মাঝখানে . নিস্তব্ধ রয়েছ দাড়াইয়া । তুমি মোর জীবন-মরণ বাধিয়াছ দুটি বাহু দিয়া ! সঞ্চয় । দেখিলাম খানকয় পুরাতন চিঠিমেহমুগ্ধ জীবনের চিন্তু দু’চারিটি স্মৃতির খেলেনা ক’টি বহু যত্নভরে গোপনে সঞ্চয় করি রেখেছিলে ঘরে । যে প্রবল কালস্রোতে প্রলয়ের ধারা : ভাসাইয়া যায় কত রবিচন্দ্রতারা তারি কাছ হতে তুমি বহু ভয়ে ভয়ে এই ক’টি তুচ্ছ বস্তু চুরি করে লয়ে লুকায়ে রাখিয়াছিলে,—বলেছিলে মনে অধিকার নাই কারো আমাব এ ধনে ! আশ্রয় আজিকে তারা পাবে কার কাছে ? জগতের কারো নয়, তবু তারা আছে! তাদের যেমন তব রেখেছিল স্নেহ তোমারে তেমনি আজ রাখেনি কি কেহ ? রচনা | এ সংসারে একদিন নববধূবেশে তুমি যে আমার পাশে দাড়াইলে এসে, রাখিলে আমার হাতে কম্পমান হাত সে কি অদৃষ্টের খেলা, সে কি অকস্মাৎ ? শুধু এক মুহূৰ্ত্তের এ নহে ঘটনা অনাদিকালের এই আছিল মন্ত্রণ ! দোহার মিলনে মোরা পূর্ণ হব দোছে বহুযুগ আসিয়াছি এই আশা বছে ।