পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Aeg o বঙ্গদর্শন। " [২য় বর্ষ, চৈত্র। , বেলুচি-মুলুকের নরপতির শিক্ষিত সেন ১৩শত, কিন্তু আবখ্যক হইলে একদিনেই তিনি ১২হাজার সৈন্ত সমবেত করিতে পারেন। এখানে দেশগুদ্ধই বীরপুরুষ। স্বধৰ্ম্ম বা স্বজাতির স্বাধীনতা রক্ষার কথা উঠিলে প্রাণ দিতে লক্ষ লক্ষ নরনারী দৌড়িয়া আইসে। বেলুচিস্থানের বাদশাহের বার্ষিক আয় পাচলক্ষ টাকার অধিক নহে। আমাদের দেশের একজন বড় জমিদারের অপেক্ষাও বেলুচি-মুলুকের খাসাহেবের আয় অল্প, কিন্তু তবুও পুরাকাল হইতে তিনি স্বাধীন। খেলাতনগরে নরপতি বাস করেন, ইহাই বেলুচিস্থানের রাজধানী। সহরের চারিধারে প্রাচীর ; দক্ষিণ-পশ্চিম, কোণে খাসাহেবের প্রাসাদ। যুরোপীয় লেখকেরা অনেকে মনে করেন, এক সময়ে হিন্দুরাজগণ এই প্রাসাদে অবস্থান করিয়া ভারতপ্রাস্ত শাসন ও রক্ষা Tf TSR 1 “The Palace is an imposing and antique structure, and probably the oldest building in Beluchistan, owing to its foundation by the Hindu kings who preceded the present Mahomedan dynasty.”— The Statesman's Year Book for rgot, p. 67. খেলাতনগরে প্রায় ৩হাজার গৃহ আছে। বাড়ীগুলি অৰ্দ্ধদগ্ধ ইষ্টকে *গারা'র गैंभून স্বারা নিৰ্ম্মিত। তাহার উপরে চুণকাম করাইবার প্রথাটা সৰ্ব্বত্র প্রচলিত। বাজারে সচরাচর সকলপ্রকার ব্যবহার্য্য সামগ্রী এবং নানান্তর ফলের সরবরাহ দেখিতে পাওয়া যায়। নিকটবৰ্ত্তী পৰ্ব্বতের প্রস্রবণ হইতে মুন্দর, শীতল, স্বনিৰ্ম্মল সলিলস্রোত প্রবাহিত হইয়া সহরের সৰ্ব্বত্র অধিবাসীদিগকে পানীয় জলের অভাবঅনুভব করিতে.দেয় না। বেলুচিস্থানের কিয়দংশ এক্ষণে ইংরেজ গবর্মেন্টের অধিকারভুক্ত। রুষীয় সম্রাটের আক্রমণ হইতে ভারতবর্ষকে রক্ষা করাই র্তাহীদের এরূপ অধিকারস্থাপনের উদ্দেশু । খোদ দাদর্থার নামে যখন নরহত্যার অভিযোগ উপস্থিত হয়, বেলুচি-মুলুকের কিয়দংশ সেই সময়েই ইংরেজের শাসনাধীনে আসিয়া পড়ে। বেলুচিস্থানের পাশ্বস্থ কোয়েট, সিবি, পিশিন এবং ছোট ছোট আরও দুই-একটি গ্রাম-নগর স্বাধীন-বেলুচিরাজ্য হইতে বিচ্ছিন্ন হইয়া এক্ষণে বৃটিশ-বেলুচিস্থান নামে পরিচিত হইয়াছে। কোয়েট-নগরীতে ইংরেজের সেনাগণ ও প্রধান কৰ্ম্মচারী অবস্থান করেন। বৃটিশ-বেলুচিস্থানে লুপ্তবয়লা নামে প্রকাও এক মুসলমানী জমিদারী আছে। ইহার জমিদারের নাম “ জাম্-আলি-খাঁ বাহাদুর। ইংরেজের ‘সার’ ও ‘নাইট্র’ উপাধি দিয়া ইহাকে হস্তগত করিয়া রাখিয়াছেন। বৃটিশবেলুচিস্থানের লোকসংখ্যা প্রায় দুইলক্ষ। শ্ৰীধৰ্ম্মানন্দ মহাভারতী ।