পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবস্থা ও ব্যবস্থা • ( ৯ই ভাদ্র শুক্রবার টাউনহলে পঠিত আজ বাংলাদেশে উত্তেজনার অভাব নাই, সুতরাং উত্তেজনার ভার কাহাকেও লইতে হইবে না। উপদেশেরও যে বিশেষ প্রয়োজন আছে, তাহা আমি মনে করি না । বসন্তকালের ঝড়ে যখন রাশিরাশি আমের বোল বরিয়া পড়ে, তখন সে বোলগুলি কেবলি মাটি হয়, তাহা হইতে গাছ বাহির হইবার কোনো সম্ভাবনা থাকে না । তেমনি দেখা গেছে, সংসারে উপদেশের বোল অজস্র বৃষ্টি ঙ্গয় বটে, কিন্তু অনেক স্থলেই তাহ হইতে . অঙ্কর বাহির হয় না, সমস্ত মাটি হইতে থাকে। তবু ইহা নিঃসন্দেহ ধে, যখন বোল ঝরিতে। আরম্ভ করে, তখন বুঝিতে হইবে, ফল ফলিবার সময় মুদূরে নাই। আমাদের দেশেও কিছুদিন হইতে বলা হইতেছিল যে, নিজের দেশের অভাপমোচন দেশের লোকের নিজের (5छेॉब श्राब्राझे সম্ভবপর, দেশের গোকষ্ট দেশের চরম অবলম্বন, বিদেশী কদাচ নহে, - ইত্যাদি ; ণাণা মুখ হইতে এই যে বোলগুলি ঝরিতে प्रिबउ श्हेब्राष्गुि, अश उगश्डिमङ गाि ইতেছিল সন্সেছ নাই, কিন্তু ভূমিকে নিশ্চয়ই উর্বর করিতেছিল এবং একটা সফলতার সময় 5 লিতেছে, তাহারও স্বচনা করিয়াছিল। অবশেষে আজ বিধাত। .‘ভৗত্র উত্তাপে একটি উপদেশ স্বয়ং পাকাইয়া তুলিয়াছেন। দেশ গতকল্য যে সকল কথা কৰ্ণপাত করিবার যোগ্য বলিয়া বিবেচনা করে নাই, আজ তাহা অতি জনায়াসেই চিরন্তন সত্যের স্তায় গ্রহণ করিতেছে। নিজের যে এক হইতে হইবে পরের দ্বারস্থ হইবার জন্ত নহে, নিজেদের কাজ করিবার জন্য, এ কথা আজ আমরা একদিনেই অতি সহজেই যেন অনুভব করিতেছি, বিধাতার বাণীকে অগ্রাহ কবিবার ुङ। नाइँ । © অতএব আমার মুথে আজ উত্তেজনা ও উপদেশ অনাবশ্যক হক্টরছে—ইতিহাসকে যিনি অমোঘ ঈঙ্গিতের দ্বারা চালনা করেন, ঠাঙ্গার অগ্নিময় তর্জনী আজি দেশের সকলের চক্ষের সম্মুথে প্রত্যক্ষ তষ্টয়া উঠিয়াছে। এখন এই সময়টাকে বুথ নষ্ট হইতে দিতে পারি না। কপালক্রমে অনেক ধোয়ার পরে ভিঙ্গ-কাঠ যদি ধরিয়া থাকে, তবে তাহ পুড়িয়া ছাই হওয়ার পূৰ্ব্বে রান্না চড়াইতে হইবে ; শুধুগুধু শুষ্ঠ চুলায় আগুনে খোচার উপর খোচা দিতে থাকিলে আমোদ হইতে পারে, কিন্তু তাহাতে ছাই হওয়ার কালটাও

  • ***tर्षज्ञ tजल्लेबांटनग्न बछनर्भरम মঙ্গবিভাগের প্রস্তাব উপলক্ষ্যে যে প্রবন্ধ প্রকাশিত হইয়াছিল, खुङ्गोश

(* "1*tव जश्न पडभाम अवरक भूमक्रस इहेब्रान्छ ।