পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজপ্রসাদ ।

PrS*పక్ష్పాక్షప్తో

X ছোটলাটসাহেৰের পাদরজঃস্পশে মুঙ্গের নগরী আজ স্বামিসমাগমোৎফুল্ল সুন্দরী যুবতীয় স্তার বিচিত্ৰ ৰসন ও বিচিত্ৰ ভূষণে নয়নাভিরাম মানন্দোজ্জল মূৰ্ত্তি ধারণ করিয়াছে। রাজপথের নিত্যপ্রকটিত લર્જીকঙ্কাল আজ মিউনিসিপাল কর্তৃপক্ষের প্রভূত পরিশ্রমে ক্ষণকালের জন্ত সঙ্কোনিক্ষিপ্ত স্বত্তিকারাশি এবং তদুপরি বিকীর্ণ লোহিত কক্ষরচুর্ণের অন্তরালে অদৃপ্ত হইয়া গিয়াছে। শিৱঃস্পশী উদ্ধত ধূলিজাল সলিলনিষেকে আজিকার মত কিছু শাস্তভাৰ অবলম্বন বিচিত্র-পত্ররাজি-বিমণ্ডিত ৰংশদওশিরে ব্রিটনের বিজয়পতাক সগৰ্ব্বে উডডীয়মান হইল্প নগরবাসীর প্রবল রাজভক্তির নিদর্শন মুদূরে ঘোষণা করিতেছে । ভাগীরথীতীরে মণ্ডপ ভলে দরবার । রাজ, মহীয়াজ, রায় বাহাদুর, খা বাহাদুরের বিচিত্ৰ ভূষণচ্ছটায় চারিদিকু উদ্ভাসিত হইয়। উঠিছে। কালেক্টরসাহেব ইতস্তত পরিভ্রমণ করির সকলকে যথাৰোগ আসন দেখাইয়৷ দিতেছেন । © এই বিচিত্র দরবারে বাৰু ভভিখন লিং ৰ। ৰিভীষণ সিং এক বন্ধুর হস্ত ধরিয়া একপার্থে rণরের মত দাড়াইয়াছিলেন । ৰন্ধুর পুনঃপুন অম্বরোধসত্ত্বেও স্থানগ্রহণ করিতে সাহস করিতেছিলেন না। বাবুলাছেৰ মিতাস্ত সামান্ত ব্যক্তি নছেন ; তাছার বাtষক অায় প্রায় দেডুলক্ষ টাকা এবং তাহার বিক্রমও আপন • জমিদারীমধ্যে প্রায় শার্দুলপ্রতিম । কিন্তু এখানে আসিয়া তিনি ৰড়ই ৰিপন্ন হইয়া পড়িয়াছিলেন। বাবুজির অর্থের প্রক্তি কিছু অতিরিক্ত অস্থয়াগ থাকায় তিনি আজিও কালেক্টরসাহেবের সঙ্গে আগাপপরিচয় করিতে, পারেন নাই, কাজেই তাছাকে কেহ চিনিত न! । দরবারদর্শন তাহার ভূগ্যে এই প্রখম । আজিও তাছার আলিবার ইচ্ছা ছিল না। কেবল – বন্ধুর অমুরোধ ও ইজ্জতের প্রলোভন এড়াইতে না পারিয়া মাজতাহার এই ৰিপদূ! লাটসাহেব ষ্টীমার হইতে অবতরণ করিয়া শালুমণ্ডিত ঘাটের সোপান অতিক্রম করিতেছিলেন। কালেক্টরসাহেব তাহার সম্মুখীন হওয়ার পুৰ্ব্বে হাকিলেন, “সকলে আপন আপন স্থানে ৰসিক্স পড়।” বিপন্ন ভভিধন সিং ইভস্তত চাহিতেছিলেন, ৰন্ধু তাহাকে জোর করিয়৷ একখান খালি চেয়ারের উপর ৰদাইয় দিলেন। সেই মুহূর্বে কালেক্টরসাহেব বাবুজির সমুখে আদিয়। তাছার প্রতি তীক্ষ্ণদৃষ্টি করিলেন, সিংদী ধতমত খাই উঠিয়া-দাড়াইঃ আঙুমি প্রণত হইয়া কালেক্টারগাহেবকে সেলাম কfরলেন। কালেক্টরগাহেৰ আর একবার তাছার দিকে বঙ্কিম কটাক্ষ করিয়া অন্তর চলিয়া গেলেন । ৰুষ্পমান ভভিSণ