পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা । ] অক্ষর। ఆ$$ দ্রুকুটিকুটিল রুদ্রমূৰ্ত্তি দেখিয়া তাহার শরীরের রক্ত জল হইয়া গেল । সাহেব পরুষকণ্ঠে তীব্র বঙ্গের মুরে বলিয়া উঠিলেন, “কেয়া বাবুলা’ব, আপ, এয়স বড় আদ্‌মি হো গয়ে, কি কালেক্টরদাহেবকৈ হুকুম তামিল কবৃনেমে আপকে লেহুজি, মালুম হোতা ?” ভীত, চকিত, কিংকৰ্ত্তব্যবিমূঢ় ভভিখন সিং সাষ্টাঙ্গে কালেক্টরের চরণতলে পতিত হইলেন, তাহার মুখ দিয়া “হুজুর, র্তাবেদার —” ব্যতীত আর কোন বাক্য নির্গত হইল না। বলপূৰ্ব্বক পদদ্বয় সরাইয়া লওয়ার অবসরে কালেক্টরসাহেবের লৌহমণ্ডিত বুটগ্র বাবুসাহেবের ললাট স্পর্শ করিয়া তাহাকে রুধিরাক্ত করিয়৷ দিল । কালেক্টরসাহেব হুঙ্কার করির বলিলেন, “কোন্ হায়, চাপরাসী, শুদ্ধারকে কান পকড় কে নিকাল দেও।” বলিয়াই কালেক্টরসাহেব অন্ত দ্বার দিয়া শিবিরের বাহিরে চলিয়। গেলেন । চাপরাসী ভভিখন সিংহের অনেক “ইনাম” পরিপাক করিয়াছিল—কর্ণ ট। আর তখন মৰ্ম্মাহত ভভিখন সিং উষ্ণাষ খুলিয়া কপালের রুধির এবং নয়নের অশ্রু মুছিতে মুছিতে বিদীৰ্য্যমাণহৃদয়ে ধীরে ধীরে শিবিকায় ফিরিয়া আসিলেন। এমন অপমানিত তিনি জীবনে হন নাই । शृंcश्व्र निकएü पञांनिवांभांख क्लमाप्नग्न রোল তাহার শ্রুতি স্পর্শ করিল। সাশ্রনেত্র দেওয়ানজি আসিয়া সংবাদ দিলেন, অৰ্দ্ধঘণ্ট। इहेश, বাবুয়াজি স্বৰ্গলাভ করিয়াছেন । “হায় রামচন্দ্র !” বলিয়া বাৰু ভভিধন সিং ধূলির উপয় বসিয়া পড়িলেন। চাকরের ধরাধরি করিয়া তাহাকে গৃহে লইয়া গেল । 佛 臺 狮 ” o তার পর ভভিখন সিং একমাসের মধ্যে সমস্ত বন্দোবস্ত করিয়া ফেলিলেন । মধ্যমপুত্রের হস্তে জমিদারীর ভারাপণ করার পর তিনি একদিন প্রাতঃকালে সকলের নিকট ক্ষমাপ্রার্থনা করিয়া সস্ত্রীক শ্ৰীবৃন্দাবন যাত্র করিলেন । এতদিনে বাবু ভভিখন সিং বুঝিলেন যে, কালেক্টরসাহেবের বুটমণ্ডিত শ্ৰীচরণ অপেক্ষা ম্পর্শ করিল না, হাত ধরিয়া তাহাকে “ব্রজবিহারী’র মুকোমল আরক্তিম পাদপদ্ম শিবিরের বাহির করিয়া দিল । বহুগুণে নিরাপদ এবং শাস্তিপ্রদ । ঐযতীন্দ্রমোহন গুপ্ত। অক্ষর । متنهای تک تک هجات همراه আমাদের অক্ষয় কি প্রকারে উৎপন্ন oावनाणब्रे ७ श्ब्रां८छ्, ७ांशंद्र श्ब्रिोकब्र* দক্ষিরের উৎ- জন্ত যুরোপীয় পণ্ডিতগণ বহু পত্তি। চেষ্টা করিয়াছেন এবং কেছ এক মত, কেহ মন্ত মত প্রকাশ করিয়াছেন। কেহ বলেন, আমাদের অক্ষর আমাদের দেশেই সমুৎপন্ন ; আর কেহ বলেন, উছ ভিন্ন দেশ হইতে সমাগত। শেষোক্ত