পাতা:বঙ্গদর্শন নবপর্যায় পঞ্চম খণ্ড.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা । ] চাকুরী কল্পিত না । ইহার উত্তর দুইটি গ্রাম্যকথা—(১ ) “অতিলোভে র্তার্তা নষ্ট, ( ২ ) *ৰ্তাতীর পরণে নেংটি আল্প জোলার গায়ে গেমটি” ( wrapper)। অন্ত কারণ এই যে, র্তাতীর শ্রমবিভাগ নাই। ব্যবসায়রুদ্ধির ভারতম্যে যে উক্ত উভয় দলের অবস্থার বৈপরীত্য ঘটিয়াছে, ভাহা জোল ও তাতীদের কার্য্যকলাপ পৰ্য্যালোচনা করিলেই মুস্পষ্ট বুঝা বাইভে পারে। যখন ম্যাঞ্চেষ্টারের শুভাগমনের সঙ্গে সঙ্গে জোল তাতীর অল্প উঠিল, অসাধারণ প্রতিযোগিতার সংঘর্ষণে চলনসই আটপৌরে কাপড়ের ব্যবসায় বন্ধ হইল, তখন তাতীর বিলাতে মিহিস্থতার কাপড় জন্মে না দেখিয়া এবং ১০টাকার স্থতার দ্বারা ৬ টাকা মূল্যের একজোড়া ধুতি বুনিয়া ৮•টাকা লাভ করিবে, এই বুদ্ধিতে भिश्रिङांब्र कांस ५ब्रिण ; श्रांन्न ठांश्tब्र জোগাড়ের সমস্ত অংশগুলি স্বহস্তে পরিপাটিরূপে প্রস্তুত করিতে লাগিল ; কিন্তু ইহার মঞ্জুরী অতিরিক্ত, কাজেই ইহাদের ব্যবসার টকিল না। পক্ষান্তরে, জোলার ১॥০টাকা মূল্যের মোটা স্থতায় ২ টাকা মূল্যের মোটাগদর বা ছিটু করিল । মোট কাজ এবং তাহার জোগান স্ত্রীপুত্রদের দ্বারা বা অল্প." তনেল লোকের দ্বারা চলিতে থাকার দিন ংlsখান পৰ্য্যন্ত ঐক্লপ বস্ত্র প্রস্তুত করিতে nাগিল, কাজেই তাছাদের কারবার ভালই লিল। কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের জেলার aানা প্রকার ছিটু, রেপার, বিছানার চাদর ‘ এবং “ছেওটা” নামে এক প্রকার মুসলমানের র্তীতের কথা । や>* পরিধেয় কাপড় প্রস্তুত করে। তাহাতে জামরা দেখিয়াছি যে, খুব ভালরূপ কাজ চলিলে জোগানখরচ ধাদ দিলেও মাসিক ২৩ টাকা আয় হইতে পারে। বুদ্ধিপূর্বক কাজ করিলে এবং পশম-তসর ইত্যাদি মিশাইয়া কাজ করিতে পারিলে ইহার অপেক্ষা বেশী আয় হয় । মৎপ্রণীভ “বস্ত্রবয়নশিক্ষা” *ड८क ङेश्iब्र ३िखtब्रिडि विवद१ दिश्शृङ्किं बर्लिङ छ्हेब्राप्झ !क - আলোচ্য প্রবন্ধের লেখক লিখিয়াছেন খে, “মুনিপুণ র্তাতিশিক্ষকও ত্রীরামপুরের র্তাতে আটঘণ্টার পরিশ্রমে প্রমাণ মাঝারী ধুতি একখানির বেশী কিছুতেই নামাইতে পারিতেছে না।” আমরা ঐরূপ তাতীকে সুনিপুণ বলিতে পারি না । দৈনিক হুইজোড়াতিনজোড়া কাপড় বুনানি হওয়া মিখ্যা কথা বটে, কিন্তু আমাদের এখানে সুনিপুণ কারিকর দৈনিক ১জোড় কাপড় ( ৪• নং স্থতার ৪৪ইঞ্চি বছরের ১• হাত লম্বা ) অপেক্ষ ২২ই হাত বেশী বুলানি করিতেছে । কুষ্টিয়ায় যে একটি Factory হইয়াছে, সেখানে যে-কেহ আসিলে ইহা স্বচক্ষে দেখিতে পাইবেন । যাহা হউক, বর্তমানে যেরূপ স্থতার দর, তাহাতে স্তুেগিানখরচ দিয়া কেবলমাত্র কাপড়বুনানিভে বিশেষ লাভ থাকিবে না। কি প্রথালীভে কাজ করিলে এই তীতের কাজে লাভ হইতে পারিৰে, তাহার একটি হিসাব নিম্নে প্রদর্শিত হইল। দেশীয় হস্তচালিত র্তীতের মাসিক আয়ের মোটামুটি হিসাব ।

  • এই পুস্তক আগামী বৈশাথে মজুমদার লাইব্রেরীতে বিক্রয়ার্থ প্রস্তুত থাকিবে। কয়েকখানি ছবি এপর্যন্ত

প্রস্তুত না হওয়ায় পুস্তকথানির প্রকাশে বিলম্ব হইতেছে ।